টুকরো খবর |
মমতার সঙ্গে কথা মাওবাদী নেত্রী সুচিত্রার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আত্মসমর্পণ করেছিলেন মহাকরণেই। তার পরে মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাতো বুধবার দুপুরে স্বামী প্রবীর গড়াইকে নিয়ে আবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ৪০ মিনিট কথা বলেন তাঁরা। মহাকরণ সূত্রের খবর, মমতাই তাঁদের ডেকে পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর অফিসের পিছনের দরজা দিয়ে পুলিশি পাহারায় সুচিত্রাদের ঢোকানো হয়। আলোচনার পরে তাঁরা বেরিয়েও যান ওই পথে। হাসপাতাল থেকে ‘ছাড়া’ পাওয়ার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই মাওবাদী নেত্রীর এ দিনের সাক্ষাৎ নেহাতই সৌজন্যমূলক বলে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে। তবে পুলিশের একাংশের ধারণা, মঙ্গলবার বিনপুরের কুশবনির জঙ্গলে পাওয়া ল্যাপটপ ও ডায়েরির খুঁটিনাটি জানতে সুচিত্রার সাহায্য নেবে রাজ্য সরকার। পুলিশের দাবি, বুড়িশোলের জঙ্গলে মাওবাদীদের শীর্ষ নেতা কিষেণজির মৃত্যুর সময় ওই মাওবাদী নেত্রী সেখানে হাজির ছিলেন। তাই ওই ল্যাপটপের ব্যাপারে সবিস্তার তথ্য দিতে পারেন সুচিত্রা। এ দিন মাওবাদী নেত্রী বেরিয়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ক্ষণ বৈঠক করেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) সুরজিৎ কর পুরকায়স্থ এবং ডিজি (সিআইডি) ভি ভি থাম্বির সঙ্গে।
|
আবাসন হারানোর আশঙ্কায় বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
|
নিজস্ব চিত্র। |
কারখানা বন্ধ হয়েছে অনেক দিনই। তবে হলদিয়ায় হিন্দুস্থান ফার্টিলাইজার কর্পোরেশনের বহু প্রাক্তন কর্মীই সপরিবারে এখনও থাকেন কারখানার আবাসনেই। সে জন্য মোটা টাকা সিকিউরিটি ফি-ও জমা দেন তাঁরা। কর্তৃপক্ষ ওই আবাসনের লিজ-মেয়াদ কমিয়ে দেওয়ায় এবং আবাসন হাতছাড়া হওয়ার আশঙ্কায় আবাসিকরা বুধবার বিক্ষোভ দেখালেন। কারখানার জেনারেল ম্যানেজারের বাংলোও ঘেরাও করা হয়। স্মারকলিপিও জমা দেন আবাসিকরা। একদা কর্মীদের বসবাসের জন্য নির্মিত প্রায় এগারোশো ফ্ল্যাটের ৭৫০টিই এখন পরিত্যক্ত। তবে বাকি ফ্ল্যাটে ২৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মী সিকিউরিটি ফি-জমা দিয়েই সপরিবারে বসবাস করেন। প্রতি ১১ মাস অন্তর ভাড়া-বাবদ লিজে এককালীন টাকা জমা দিতে হয় তাঁদের। কিন্তু চলতি মাসে একটি বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ ওই ১১ মাসের মেয়াদ কমিয়ে ৮ মাস করেছেন। ফ্ল্যাট-লিজ পুনর্নবীকরণ না-করার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এর ফলেই ফ্ল্যাট হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কর্মী ও তাঁদের পরিজনেদের মধ্যে। প্রাক্তন কর্মী তথা আইএনটিটিইউসি-র জেলা কার্যকরী সভাপতি শিবনাথ সরকারের দাবি, “আমরা চাই দীর্ঘমেয়াদি লিজ হোক। এই আবাসন ঘিরে এতগুলো মানুষের বাস। তাঁরা পরিবার নিয়ে কোথায় যাবেন?” জেনারেল ম্যানেজার শুভেন্দুশেখর গোস্বামী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর আশ্বাস দিয়েছেন।
|
মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষোভ সমবায়ে |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ঋণের টাকা আদায়ে ঋণখেলাপীদের বন্ধকী জমি নিলাম করার সিদ্ধান্ত নিয়ে বিপাকে পড়েছে তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্ক। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে নিলাম বাতিল করতে হয়েছে। ঋণ আদায়ের কী হবে, ব্যাঙ্কের ভবিষ্যৎ কী দাঁড়াবে সব নিয়েই তৈরি হয়েছে সংশয়। এমনকী মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জেরে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অব কোঅপারেটিভ সোসাইটিজ (এআরসিএস) তমলুকের ওই ব্যাঙ্ক-শাখার ম্যানেজারের নামে থানায় অভিযোগ দায়েরও করেছেন। এই ঘটনাবলি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অলবেঙ্গল কোঅপারেটিভ ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন। মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং তাঁর বক্তব্য সমবায় ব্যবস্থার উপরেই ‘আঘাত’ বলে চিহ্নিত করেছে ফেডারেশন। মুখ্যমন্ত্রীর ‘ভূমিকা’ রাজ্য জুড়ে সমবায়ের ঋণ-আদায় প্রক্রিয়াকে ব্যাহত করছে বলে অভিযোগ করেছেন সংগঠনের সভাপতি ভূজঙ্গভূষণ পাহাড়ি এবং সম্পাদক তপনকুমার বসু। এক বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘রাজ্যে ২৪টি ভূমি-উন্নয়ন ব্যাঙ্ক, ১৭টি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ও রাজ্য ভূমি উন্নয়ন ব্যাঙ্ক ও তার শাখাগুলি ৪৫০০ কৃষি ঋণদান সমবায় সমিতির মাধ্যমে ৫০ শতাংশ কৃষিঋণ ‘দাদন’ করে। সমবায় ব্যাঙ্কগুলির দাদনকৃত অর্থের ৮৪ শতাংশই ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা পেয়ে থাকেন। এ ছাড়াও রাজ্যের ৪৫ লক্ষ কিষান ক্রেডিট-কার্ডের মধ্যে ১৮ লক্ষেরও বেশি ক্রেডিট-কার্ড সমবায় ব্যাঙ্কগুলি বিতরণ করেছে। এমন অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় রাজ্যের সমবায়-ব্যাঙ্ক ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে’।
|
মির্জাপুর খাল সংস্কারে বরাদ্দ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
‘জল ধরো, জল ভরো’ কর্মসূচিতে শহিদ মাতঙ্গিনী ব্লকের মির্জাপুর খাল সংস্কারে অর্থ বরাদ্দ করল জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর। রূপনারায়ণের সঙ্গে যুক্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ মির্জাপুর খালটি শহিদ মাতঙ্গিনী ব্লকের জামিত্যা থেকে বুড়ারি পর্যন্ত বিস্তৃত। খারুই ১, ২ এবং শান্তিপুর-২ পঞ্চায়েতের জল-নিকাশি ও সেচের কাজে গুরুত্বপূর্ণ ওই খাল সংস্কার ও খালের উপর কাঠের একাধিক সেতু পাকা করার জন্য ৪ কোটি ৯৮ লক্ষ ৫৩ হাজার টাকা বরাদ্দ করেছে সংশ্লিষ্ট দফতর। জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, “রাজ্য সরকারের কর্মসূচি অনুযায়ী তমলুকের ওই খাল সংস্কারের কাজকে দফতরের ‘পাইলট প্রজেক্ট’ধরা হয়েছে। এ জন্য সম্প্রতি প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।” জেলা কৃষি-সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ ওই খাল সংস্কারের জন্য খালের মাটি তোলা ছাড়াও খালের সঙ্গে যুক্ত কালভার্টগুলির সংস্কার ও একাধিক জায়গায় থাকা কাঠের সেতুগুলি পাকা করা হবে। কৃষি ও সেচ দফতরের নির্বাহী বাস্তুকার বিশ্বজিৎ বেরা বলেন, “ওই খাল সংস্কার প্রকল্পটিকে পাইলট প্রজেক্ট হিসেবে ধরে কাজ হবে। প্রকল্প সফল হলে জেলার আরও কিছু গুরুত্বপূর্ণ খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।” শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিভাস কর বলেন, “রূপনারায়ণের সঙ্গে যুক্ত সোয়াদিঘি খাল সংস্কারের জন্য সেচ দফতর আগেই অর্থ বরাদ্দ করেছে। মির্জাপুর খাল সংস্কার জরুরি ছিল। ওই খাল সংস্কারের জন্য রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর অর্থ বরাদ্দ করেছে। এর ফলে রূপনারায়ণের সঙ্গে যুক্ত দুই গুরুত্বপূর্ণ খাল সংস্কার প্রকল্প দ্রুত কার্যকর হবে।”
|
‘ফেরার’ চণ্ডী করণের মোটরবাইকে চাঞ্চল্য |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একটি মোটরবাইক বাজেয়াপ্ত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের বিনপুর থানার ভুরসা গ্রামে। স্থানীয় চন্দ্রশেখর প্রতিহার নামে এক জনের বাড়ি থেকেই বুধবার সকালে মোটরবাইকটি বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নম্বর দেখে নিশ্চিত হওয়া গিয়েছে দ্বিচক্রযানটি নেতাই কাণ্ডে ‘ফেরার’ লালগড়ের সিপিএম নেতা, চন্ডী করণের। তবে কী ভাবে সেটি চন্দ্রশেখরবাবুর বাড়িতে এল, কত দিন ধরেই বা সেটি এখানে ছিল--তা খতিয়ে দেখা হচ্ছে। মোটরবাইকটির মালিকানা বদল না হওয়ায় সন্দেহ দেখা দিয়েছে। এ দিন সকালে সেটি বাজেয়াপ্ত করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ‘আটক’ করা হয়েছে চন্দ্রশেখরবাবুকেও। ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অলক রাজোরিয়া বলেন, “ভুরসা থেকে একটি মোটরবাইক পাওয়া গিয়েছে। সেটি চণ্ডী করণের। কী ভাবে এটি এখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাড়ির ভিতর থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার শিমুলবাড়ি গ্রামে। মৃতের নাম নিমাইচাঁদ দাস (৬০)। বুধবার সকালে বাড়ির মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহটি ঝুলতে দেখেন পরিবারের লোকেরা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অসুখে ভুগে-ভুগে ওই বৃদ্ধ মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। অবসাদেই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের অনুমান। দেহটি ময়না-তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দিকে, বুধবার সকালে তমলুক থানার বাড়শিউরি গ্রামে বাড়ির কাছে একটি গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম জয়দেব ঘোড়ই (৪৫)। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।
|
নয়া সাবস্টেশন |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
নতুন একটি ১৩২ কেভি বিদ্যুতের সাবস্টেশন চালু হতে চলেছে ভগবানপুর-২ ব্লকের গড়বাড়িতে। জেলার নবম এই বিদ্যুৎকেন্দ্রের জন্য ১০ লক্ষ টাকা ব্যয় ধার্য করা হয়েছে। প্রকল্পটি নিয়ে গড়বাড়ি-১ গ্রাম পঞ্চায়েত অফিসে বুধবার এক ত্রিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ স্বপন রায়, ভগবানপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুরাধা নন্দ গোস্বামী, গড়বাড়ি গ্রাম প্রধান স্বপন দাস এবং বিদ্যুৎ দফতরের প্রকল্প আধিকারিক কল্লোল দাস। সাবস্টেশনের প্রস্তাবিত জায়গায় বেশকিছু দোকানঘর রয়েছে। সেই সব দোকানিদের বিকল্প বন্দোবস্তের ব্যাপারে সিদ্ধান্ত নিতে একটি ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
|
স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ভবিষ্যনিধি তহবিলের টাকার হিসাব চেয়ে বুধবার বিকেলে নন্দীগ্রাম-১ ব্লকের উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি দিলেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীরা। তাঁদের অভিযোগ, প্রতি মাসে বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড বাবদ নির্ধারিত টাকা কেটে নেওয়া হচ্ছে। কিন্তু গত কয়েক বছর ধরে ওই টাকার সুদের কোনও হিসাব দেওয়া হয়নি। |
|