আজ যা পাবে সেটাই
বাংলাদেশের লাভ
ভিনন্দন বাংলাদেশ। আমি নিশ্চিত প্রতিটি বাংলাদেশি এখন স্বপ্ন দেখছে, ক্রিকেটে তাদের দেশ এশিয়ার রাজা হতে যাচ্ছে। আর ব্যাপারটা ঘটলে সেটা হবে ওদের ক্রিকেটের টার্নিং পয়েন্ট। ক্রিকেটার, কর্মকর্তা, সমর্থক ও খেলাটার সঙ্গে জড়িত বাংলাদেশের প্রত্যেকে উদ্বুদ্ধ হবে ওদের দেশের ক্রিকেটকে পরের ধাপে তোলার জন্য। এ বারের এশিয়া কাপ শুরুর সময় কেউ ভাবেনি, খেতাবের দাবিদার হয়ে উঠবে বাংলাদেশ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত এবং রানার আপ শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠার জন্য বাংলাদেশের সমস্ত প্রশংসা প্রাপ্য।
নিজের দেশে বাংলাদেশ সব সময়ই শক্তিশালী। এ বার ওরা খুব ভাল খেলে বিশ্বক্রিকেটের দুটো বড় শক্তিকে হারিয়েছে। আমি নিশ্চিত, ফাইনালেও ওরা পাকিস্তানের বিরুদ্ধে খুব আত্মবিশ্বাসী হয়ে নামবে। মনে রাখবেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের রানের খুব কাছে পৌঁছেছিল বাংলাদেশ। শেষে স্নায়ুকে নিয়ন্ত্রণ করতে না পেরে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারেনি। সুতরাং পাকিস্তানকে ফাইনালে তাদের প্রতিপক্ষ সম্পর্কে পুরোদমে সতর্ক থাকতে হবে। আর বাংলাদেশের উচিত কোনও কিছু হারানোর নেই মনোভাব নিয়ে মাঠে নামা। ফাইনালে ওঠাটাই ওদের কাছে একটা বিরাট সাফল্য, এর পরে ওরা যা পাবে সেটাই ওদের লাভ।
বাংলাদেশ টিমে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার আছে। অভিজ্ঞ সাকিব, তামিম, মাশরাফিদের সঙ্গে তরুণ নাসিমদের মিশ্রণটা খুব ভাল হচ্ছে। আর সব চেয়ে বড় কথা, ওরা কেউ মাঠে নেমে ঘাবড়ায় না। যদি ঘাবড়াত, তা হলে ভারত আর শ্রীলঙ্কার রান কোনও টেনশন ছাড়াই তাড়া করে তুলে দিতে পারত না। পরিস্থিতির চাপে ভেসে না যাওয়াটাই এই টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি। আমি নিশ্চিত এর পিছনে বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিপিএলের অবদান আছে। বিশ্বক্রিকেটের বড় বড় নামের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার মহাসুযোগটা বাংলাদেশের তরুণ প্রজন্মকে ‘ফার্স্টহ্যান্ড’ অভিজ্ঞতা প্রচুর দিয়েছে। সাকিবকে আমার খুব লেগেছে। আমার বিশ্বাস, ও বিদেশের মাঠেও সফল হবে। স্পিনার হিসেবে দারুণ পরিণত মস্তিষ্ক, খুব ভাল ফিল্ডার, কার্যকর ব্যাটসম্যানও। সাকিবের খেলা আমি খুব মন দিয়ে লক্ষ্য করি।
অন্য দিকে পাকিস্তান নিশ্চয়ই হাঁফ ছেড়ে বেঁচেছে যে, ফাইনালে ভারতকে খেলতে হচ্ছে না। কিন্তু পাকিস্তানিদের খুব আরামে নিঃশ্বাস নেওয়ার মনে হয় সুযোগ নেই, কেননা ওরা বুঝছে, বাংলাদেশকে তাদের ঘরের মাঠে হারানোটা খুব সহজ ব্যাপার হবে না। বিশেষ করে এই মুহূর্তে। কাগজ-কলমে দুই ফাইনালিস্টের তুলনা করলে পাকিস্তান অবশ্যই শক্তিশালী। কিন্তু পর্দার পিছনে এই ফাইনাল ঘিরে যে প্রবল আবেগের ঝড় উঠেছে বাংলাদেশে, তাতে আজকের ম্যাচে ফেভারিট বলে কেউ থাকতে পারে না। আগে ব্যাট করলে বোর্ডে ঠিক কত রান তুলে রাখা উচিত, সেটা পাকিস্তানের কাছে একটা চিন্তার বিষয় হবে। কারণ মীরপুরের মাঠে তিনশোর ওপর রানও সহজে তাড়া করে সফল হওয়া যাচ্ছে। এর জন্য এশিয়া কাপের পিচ প্রস্তুতকারকের প্রশংসাই প্রাপ্য। টুর্নামেন্টটা এ জন্যই এত জমাটি হয়েছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.