হামলা কংগ্রেস কর্মীর বাড়িতে, জখম চার
ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আর বছর খানেকও বাকি নেই। তার আগেই ত্রিপুরায় রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়ে যাওয়ার অভিযোগ তুলল বিরোধী দল, কংগ্রেস। আগরতলার শহরতলি এলাকা, খয়েরপুর বিধানসভা কেন্দ্রের পশ্চিম নওগাঁওয়ে সিপিএমের হাতে এক কংগ্রেস সমথর্ক ও তাঁর পরিবারের নিগ্রহের অভিযোগ তুলেছে কংগ্রেস নেতৃত্ব। ঘটনায় আহত কংগ্রেসের চার। এক জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার শুরু সোমবার গভীর রাতে। এলাকাবাসীর একাংশের অভিযোগ, কংগ্রেস কর্মী-সমর্থক বলে পরিচিত গৌতম দেবনাথের বাড়িতে চড়াও হয় শাসক সিপিএমের সমর্থক প্রসেনজিৎ দেবনাথ ও তাঁর সাঙ্গোপাঙ্গোরা। সে সময়ে গৌতমের বাড়িতে ছিলেন তাঁর বৃদ্ধ বাবা, মা, ভাই-বোন সহ কয়েক জন আত্মীয়। গৌতমের উপর হামলার সময় দুষ্কৃতীদের বাধা দিতে যান গৌতমের বৃদ্ধ বাবা প্রিয়লাল দেবনাথ ও মা। হামলাকারীরা কাউকেই রেয়াত করেনি। পরিবারের অন্যদেরও শারীরিক ভাবে নিগ্রহ করা হয়। সংঘর্ষে গুরুতর আহত হন প্রিয়লাল দেবনাথ। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। প্রসেনজিৎ দেবনাথ-সহ ছ’জন হামলাকারীর বিরুদ্ধে আক্রান্ত পরিবারের তরফে রানিবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রানিবাজার থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার বিজয় সেন জানান, “আক্রমণকারীদের বিরুদ্ধে অভিযোগ অনেক দেরিতে করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।”
এ দিকে, কংগ্রেসের মুখপাত্র তথা খয়েরপুর বিধানসভা কেন্দ্রে গতবারের বিজিত প্রার্থী রতন চক্রবর্তী বলেন, “গৌতমের পরিবার কংগ্রেস সমর্থক। যে কোনও রকম ‘প্রতিবাদী কণ্ঠস্বরকে’ থামিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেছে বামপন্থীরা।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খয়েরপুর অঞ্চলে কয়েকটি অবৈধ কাঠ চেরাই মিল রয়েছে। মাঝে মধ্যেই রাজ্য বন দফতরের কর্মীরা সেখানে হানা দিয়ে বেআইনি কাঠ-সহ যন্ত্রপাতি তুলে নিয়ে যায়। এরপরই অবৈধ মিলের সঙ্গে যুক্ত লোকজন এলাকাবীসার উপরে হামলা চালায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.