টুকরো খবর |
লোকপাল নিয়ে সর্বদল শুক্রবার |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
লোকপাল বিলের দাবি নিয়ে ২৫ মার্চ থেকে ফের অনশনে বসতে চলেছেন অণ্ণা হজারে। তার পরেই সংসদে লোকপাল বিল পাশ করানোর ব্যাপারে তড়িঘড়ি সর্বদল বৈঠক ডাকার সিদ্ধান্ত নিল মনমোহন সরকার। সরকারি সূত্রের খবর, আগামী শুক্রবার নিজের বাসভবনে লোকপাল বিল নিয়ে আলোচনায় রাজ্যসভার সব রাজনৈতিক দলের নেতাদের মধ্যাহ্নভোজ -বৈঠকে ডাকবেন প্রধানমন্ত্রী। লোকপাল বিলটি গত অধিবেশনে লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় পাশ হয়নি। রাজ্যসভায় আলোচনার শেষে মধ্যরাতে মুলতুবি করে দেওয়া হয় সভা। কারণ, লোকায়ুক্ত গঠনের ব্যাপারে বিলের ধারা বিরোধী ও শরিক তৃণমূল কংগ্রেস মানতে চায়নি। তাই ভোটাভুটিতে পরাজয় অনিবার্য জেনে সভা মুলতুবি করা হয়েছিল। তবে কংগ্রেসের একটি সূত্র এখন বলছে, গতকাল যে ভাবে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা দেখাতে সফল হয়েছে সরকার, সেই একই পথে সপা -বসপার সমর্থন নিয়ে এ বার রাজ্যসভায় লোকপাল বিলটি পাশ করানো যেতে পারে। সর্বদল বৈঠকে এ -ও প্রস্তাব দেওয়া হতে পারে, রাজ্যস্তরে লোকায়ুক্ত গঠনের প্রস্তাব আপাতত সরিয়ে রেখে শুধু লোকপাল বিল পাশ করানো হোক। যদিও সর্বদল বৈঠকে যে এ ব্যাপারে সর্বসম্মতি হবে তেমন আশা কংগ্রেসের অনেকেই। বরং কংগ্রেসের এক কেন্দ্রীয় নেতার কথায়, সরকার যে লোকপাল বিল পাশ করানো তথা দুর্নীতি দমনে তৎপর সেটাই তুলে ধরার রাজনৈতিক চেষ্টা হচ্ছে। এমনিতে এখন কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন অণ্ণা হজারে ও তাঁর সমর্থকরা। কিন্তু তাঁরা যাতে প্রাসঙ্গিকতা ফিরে না পান, সে জন্য সরকারের তরফে তৎপরতাটুকু রাখা জরুরি।
|
সরকারি স্কুল নিয়ে মন্তব্য, বিতর্কে ধর্মগুরু রবিশঙ্কর |
সংবাদসংস্থা • জয়পুর |
সরকারি স্কুলগুলি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার ঝড় তুলে দিলেন ধর্মগুরু রবিশঙ্কর। তাঁর দাবি, সরকারি স্কুলগুলিই মাওবাদীদের আতুঁড়ঘর। ধর্মগুরুর এ হেন মন্তব্যকে ‘দুভার্গ্যজনক ও অযৌক্তিক’ বলে সরব হয়েছেন দেশের শিক্ষাবিদ ও মন্ত্রীদের একাংশ। ক্ষুব্ধ মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিব্বল প্রশ্ন তুলেছেন, সরকারি স্কুলে পড়েছেন এমন অনেকেই জীবনে সফল হয়েছেন। তাঁরা কি সকলেই মাওবাদী? গত কাল জয়পুরের কাছে একটি স্কুলে বক্তৃতা দিতে উঠে রবিশঙ্কর বলেন, সরকারের সমস্ত স্কুল কোনও বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া উচিত। কোনও স্কুলই সরকারের চালানো উচিত নয়। প্রায়শই দেখা গিয়েছে সরকারি স্কুলে যে সব বাচ্চারা পড়ে, তারাই পরবর্তী কালে মাওবাদী হয়ে উঠেছে। এই মন্তব্যের পর ধর্মগুরুকে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে বেশ কিছু ছাত্র, তাদের অভিভাবক এবং স্থানীয় লোকজন স্কুলের সামনে বিক্ষোভ দেখান। এ দিকে, রবিশঙ্করের এক মুখপাত্র জানান, স্কুলগুলিকে বেসরকারি আওতায় আনার কথাই শুধু বলেছেন উনি। মাওবাদী তৈরি করতেই সরকার স্কুল চালায়, এমন কিছু বলতে চাননি রবিশঙ্কর।
|
মাওবাদীদের বন্ধে সাড়া |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
পূর্ব বিহার ও উত্তর ঝাড়খণ্ডের গ্রামীণ এলাকায় মাওবাদীদের ডাকা ৪৮ ঘণ্টার বন্ধে ভালই সাড়া মিলল। বন্ধ চলাকালে আজ বিকালে জামুইয়ের চন্দন ব্লকের শুইয়াবাজার এলাকায় চারটি গাড়ি ও একটি মোবাইল টাওয়ারে আগুন লাগিয়ে দিয়েছে বন্ধ সমর্থকরা। মাওবাদী দুই নেতাকে গ্রেফতার করেও আদালতে তোলা হচ্ছে না বলে মাওবাদীদের দাবি। প্রতিবাদ জানাতে মঙ্গলবার রাত ১২ টা থেকে বৃহস্পতিবার রাত ১২ টা বন্ধ ডাকা হয়েছে।
গিরিডি-জামুই সীমানা এলাকার জঙ্গলে দিন চারেক আগে যৌথবাহিনীর তল্লাশি অভিযানেই ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে মাওবাদীদের দাবি। তবে পুলিশ ধৃতদের নাম না জানিয়ে বলেছে, তল্লাশি অভিযান শেষ করার পরই এ ব্যাপারে মুখ খোলা হবে।
পাশাপাশি, মাওবাদীদের বক্তব্য, গিরিডি পুলিশ জামুই পুলিশের সহযোগিতায় ওই সীমানা এলাকার জঙ্গলে কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছে। দলের জোনাল কম্যান্ডার প্রবেশ দা ও মুখপাত্র সাকেত দা-সহ তিন গ্রামবাসীকে পুলিশ ১৭ মার্চ গ্রেফতার করলেও তাঁদের এখনও আদালতে তোলেনি। মাওবাদীদের আশঙ্কা, পুলিশ যে কোনও সময় তাঁদের মেরে ফেলতে পারে।
|
আদর্শ কেলেঙ্কারি: গ্রেফতার দুই প্রাক্তন মেজর জেনারেল |
সংবাদসংস্থা • মুম্বই |
আদর্শ আবাসন কেলেঙ্কারিতে ফের দুই প্রাক্তন সেনাকর্তা গ্রেফতার হলেন। সিবিআই আজ ভোর রাতে প্রাক্তন মেজর জেনারেল এ আর কুমারকে গ্রেফতার করেছে, আর এক প্রাক্তন মেজর জেনারেল টি কে কল পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। কার্গিল যুদ্ধের শহিদদের জন্য তৈরি মু্ম্বইয়ের আদর্শ আবাসনে নিয়ম ভেঙে অনেক রাজনীতিক, উচ্চপদস্থ অফিসার এবং আমলাকে ফ্ল্যাট দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং আবাসনটি উপকূলবর্তী যে জমিতে তৈরি হয়েছে, সে জন্য পরিবেশ মন্ত্রকের অনুমতি জরুরি। অথচ তা নেওয়া হয়নি।
বম্বে হাইকোর্টের ভর্ৎসনার পরে সিবিআই গত কাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম এম ওয়াংচু-সহ এই কেলেঙ্কারির চার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে। তার পরে আজ গ্রেফতার করা হয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কুমারকে। সিবিআই জানিয়েছে, হায়দরাবাদে তাঁর বাড়ি থেকে কুমারকে গ্রেফতার করা হয়, তাঁকে মুম্বই নিয়ে আসা হবে। অভিযোগ, মহারাষ্ট্র, গোয়া এবং গুজরাতের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত (জিওসি) মেজর জেনারেল
কুমার বেআইনি ভাবে ওই
জমিতে আবাসন তৈরির অনুমতি দিয়েছিলেন এবং তাঁর ছেলে ওই বিলাসবহুল আবাসনে একটি ফ্ল্যাটও পান।
|
যাজকের কাছে মোটা টাকা দাবি করল আলফা |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
হাসপাতাল কর্তার কাছে টাকা চেয়ে পরেশপন্থী আলফার তরফে হুমকি দেওয়া হয়। হাসপাতাল কর্তার অভিযোগকে ‘মিথ্যাচার’ বলল আলফা। ডিব্রুগড়ের চাবুয়ায়, সেন্ট লুকাস হাসপাতালের কর্তা নীরদ স্টিফেন নাগ কাল সাংবাদিকদের জানান, আলফা চিঠি দিয়ে মোটা টাকা চেয়েছে। কিন্তু পরেশপন্থী আলফা এক বিবৃতিতে আজ জানায়, এই হাসপাতাল আলফার বহু মৃত ও বর্তমান নেতা-সদস্যের জন্মস্থান। সেখান থেকে টাকা আদায় করার কথা তারা ‘ভাবতেই পারে না’। আলফার দাবি, স্টিফেন সেবামূলক কাজের আড়ালে চা-উৎপাদনকারী হয়ে উঠেছেন। তা নিয়েই আলফা তাঁর সঙ্গে ফোনে কথা বলে। ভুয়ো আলফা সেজে অনেকেই এলাকায় টাকা তুলছে। তাই পরিচয়ের সত্যতা প্রতিষ্ঠার জন্য স্টিফেনকে চিঠি পাঠায় আলফা। পরেশপন্থী আলফার হুমকি, সত্য প্রকাশ না করলে ‘মিথ্যাচারী, ভুয়া’ যাজকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে তারা।
|
অনলাইন এফআইআর শীঘ্রই |
নিজস্ব প্রতিবেদন |
নাগরিক পরিষেবা বাড়াতে এ বার নতুন উদ্যোগ শুরু করছে দেশের পুলিশ বিভাগ। আর এ কারণেই আগামী বছরের মধ্যে চালু হতে চলেছে অনলাইন এফআইআর ব্যবস্থা। রাজ্যসভায় আজ স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম জানান, সার্ভার বসানো হয়ে গেলে এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে এফআইআর দায়ের করা যাবে মাউস ক্লিক করেই। আগে ওয়েবসাইটের মাধ্যমে কোনও ঘটনা সম্পর্কে পুলিশে অভিযোগ জানানো যেত। কলকাতা পুলিশের ওয়েবসাইটে এই সুবিধা রয়েছে বহু দিনই। তবে, অনলাইন এফআইআর বলতে যা বোঝায়, এটি তা নয়। পুলিশ সূত্রের খবর, অনলাইনে অভিযোগ পেলে প্রথমে সেটি খতিয়ে দেখা হয়। যদি দেখা যায়, কোনও ধর্তব্য অপরাধ ঘটেছে, তা হলে এফআইআর ফর্মপূরণ করে তদন্তে নামা হয়। এক অফিসার বলেন, ওয়েবসাইটের অভিযোগ এফআইআর হিসেবে গণ্য করা হবে নাকি জেনারেল ডায়েরি হিসেবে, অভিযোগের গুরুত্ব অনুযায়ী তা ঠিক হয়।
|
অপহৃত দুই ব্যাঙ্ককর্মীর দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অপহৃত হওয়ার প্রায় তিনমাস পরে, গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ম্যানেজার নরেন রাজবংশী ও কমপিউটার অপারেটর সত্যজিৎ দাসের গলিত মৃতদেহ মিলল। গত ২৭ ডিসেম্বর নলবাড়ির বাসিন্দা রাজবংশী ও দাস, বাইকে চেপে অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের নাগ্রিজুলি শাখার উদ্দেশে রওনা হয়েছিল। তামুলপুর মনটাঙা চকের কাছে তাঁদের শেষবার দেখা গিয়েছিল। কিন্তু ব্যাঙ্কে পৌঁছননি তাঁরা, বাড়িতেও ফেরেননি। তদন্ত চালিয়ে সম্প্রতি পুলিশ দশ ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের জেরা করেই জানা যায়, টাকার জন্য দু’জনকে অপহরণ করা হয়। কিন্তু অপহরণের দিনেই রাজবংশী ও দাসকে হত্যা করা হয়। পরে রাজবংশীর মুক্তির টোপ দেখিয়ে তাঁর বাড়ি থেকে কিছু টাকাও আদায় করে দুষ্কৃতীরা। কাল ধৃতদের সঙ্গে নিয়ে পুলিশ নাগ্রিজুলির-শাহপুরে আসে। ধৃতদের দেখানো জায়গায় জেসিবির সাহায্যে প্রায় ২০ ফুট মাটি খুঁড়ে দেহ দুটি উদ্ধার করা হয়। বাক্সার এএসপি এইচ বর্মন বলেন, হত্যাকারীরা কোনও জঙ্গি সংগঠনের সদস্য নয়।
|
ছাদ থেকে ছুড়ে ফেলল ডাকাতরা, মৃত্যু বালকের |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বাড়িতে ডাকাত পড়েছে দেখে আতঙ্কে ছাদে উঠে এসেছিল দশ বছরের ছেলে ঋত্বিক। ছাদ থেকে চিৎকার করে পাড়া -প্রতিবেশীকে ডাকছিল। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ডাকাত দলের লোকজন ছাদ থেকে তলায় ছুড়ে ফেলে দেয় দশ বছরের ঋত্বিককে। ঘটনাস্থলেই মারা যায় ছেলেটি। ডাকাত দলের আক্রমণে জখম হয়েছেন ঋত্বিকের মা -ও। কাল রাতে ডাকাতির এই ঘটনাটি ঘটে বিহারে বেগুসরাই জেলার সদর থানা এলাকার মহম্মদপুর এলাকায়। এই ডাকাত দলটিই রাতেই আরও একটি বাড়িতে লুঠপাট চালায়। সেখানেও দুষ্কৃতীদের হামলায় জখম হন পাঁচজন। পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। দুঃসাহসিক এমন জোড়া ডাকাতির প্রতিবাদে এলাকার ক্ষুব্ধ মানুষজন আজ সকালে দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করেন।
|
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কেন্দ্রীয় সরকারি কর্মীদের অতিরিক্ত ৭ % মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল জানুয়ারি থেকেই। কিন্তু পাঁচ রাজ্যে ভোটের জন্য তা আচরণবিধির জালে আটকে ছিল। এ বার সেই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। আগামিকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে প্রস্তাবে অনুমোদন দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। সেই সূত্রে আরও বলা হয়েছে, জানুয়ারি মাস থেকেই বকেয়া ভাতা পাবেন কর্মীরা।
|
স্বামীকে বাঁচাতে বিবস্ত্র হলেন স্ত্রী |
সংবাদসংস্থা • জয়পুর |
স্বামীকে বাঁচাতে আত্মীয়দের হাতে হেনস্থা হতে হল এক মহিলাকে। ঘটনাটি রাজস্থানের বনসওয়ারা জেলার। ১৩ মার্চ তারিখ নিজের বাড়ির এক অনুষ্ঠানে স্বামীকে নিয়ে যান ওই মহিলা। সেখানে পুরনো শত্রুতার জেরে তাঁর স্বামীকে মেরে ফেলার হুমকি দেন দুই আত্মীয়। বারবার ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েও কাজ হয়নি। শেষে স্বামীকে ছাড়তে শর্ত দেওয়া হয়, তাঁকে বিবস্ত্র হতে হবে। ঘটনার পর মঙ্গলবার ওই আত্মীয়দের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
|
হত পুলিশকর্মী |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পশ্চিম খাসি পাহাড়ে সহকর্মীর গুলিতে মারা গেলেন এক পুলিশকর্মী। মেঘালয় পুলিশ সূত্রে খবর, কাল রাতে, নোংশিলং এলাকায় মারটিউস এন মারাক নামে এক কনস্টেবলের সঙ্গে সহকর্মীদের ঝগড়া বাধে। এসএলআর থেকে নিয়ে এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে দেন মারটিউস। টেংক্রা এন মারাক ও রমেশ বরদলৈ নামে দুই কনস্টেবল গুলিবিদ্ধ হন। পরে, হাসপাতালে টেংক্রার মৃত্যু হয়েছে। মারটিউসকে গ্রেফতার করেছে পুলিশ। বরদলৈ শিলং সিভিল হাসপাতালে ভর্তি। এই ঘটনার ব্যপারে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কর্তারা জানিয়েছেন।
|
অস্ত্র-সহ ধৃত ২ গুয়াহাটিতে |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অস্ত্র-সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। গত কাল রাতে গুয়াহাটির জোড়াবাটে ঘটনাটি ঘটে। লখিপুরের বাসিন্দা তাজ আহমেদ ও হাসানুর রহমান ডিমাপুর থেকে গোয়ালপাড়া অভিমুখে যাচ্ছিল। পুলিশ তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ২টি মোবাইল উদ্ধার করে। পুলিশের দাবি, গারো পাহাড়ে জিএনএলএ জঙ্গিদের জন্য অস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল।
|
রাজা এবং বেহুরাকে জেরা করবে জেপিসি |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টু-জি নিয়ে জেরার জন্য প্রাক্তন টেলিকম মন্ত্রী আন্দিমুথু রাজা ও প্রাক্তন টেলিকম সচিব সিদ্ধার্থ বেহুরাকে সমন পাঠাল যুগ্ম সংসদীয় কমিটি (জেপিসি)। কমিটির চেয়ারম্যান পি সি চাকো বলেন, “রাজা ও বেহুরাকে জেরার সিদ্ধান্ত নিয়েছি। ১১ এপ্রিল বেহুরাকে জেরা করা হবে। রাজাকে কবে ডাকা হবে, তা ঠিক হয়নি।” কমিটির এক সদস্য জানান, যে ক’জন অফিসারকে জেরা করা হয়েছে তাঁরা মানছেন যে, টেলিকম মন্ত্রক ও অফিসারদের পরামর্শ মেনেই রাজা ‘প্রথম এলে প্রথম সুযোগ’ নীতিতে স্পেকট্রাম বণ্টনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই তাঁকে জেরা করে গোটা বিষয়টি জানা প্রয়োজন।”
|
বব্বর জঙ্গি ধৃত দিল্লিতে |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
নিষিদ্ধ জঙ্গি সংগঠন বব্বর খালসার এক সন্দেহভাজন সদস্যকে সোমবার ইন্দিরা গাঁধী আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, নরেন্দ্র সিংহ নামে ওই ব্যক্তি জার্মানি যাচ্ছিল। পুলিশ তার কাছ থেকে জঙ্গি নেতা জার্নেল সিংহ ভিন্ড্রানওয়ালের ছবি-সহ কিছু সিডি ও ক্যালেন্ডার উদ্ধার করেছে। |
|