ভুটানি মুদ্রা নিয়ে ডু্য়ার্সের বাসিন্দাদের সমস্যার কথা জানেন না ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। স্থানীয় ব্যবসায়ীরা সমস্যার কথা জানালে কোনও সমাধানের রাস্তা বার করা হবে বলে আশাবাদী রিজার্ভ ব্যাঙ্ক কর্তারা। বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের উদ্যোগে জলপাইগুড়ি জেলায় উত্তর শিশুবাড়ি গ্রামে গ্রাহকদের নিয়ে একটি সচেতনতা শিবির হয়। শিবিরে গ্রাহকদের প্রশ্ন উত্তর পর্বে ভুটানি মুদ্রা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর জি পদ্মনাভন বলেন, “ভুটান নোট নিয়ে সমস্যার কথা শুনেছি। তবে কী ধরণের সমস্যা সৃষ্টি হয়েছে তা আমরা বুঝতে পারছি না। কেউ আমাদের কিছু জানায়নি। লিখিত আকারে বিষয়গুলি জানালে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।” |
স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ী জানিয়েছেন, সম্প্রতি ভুটানের রয়্যাল মানিটারি অথরিটি (আরএমএ) ভারতীয় নাগরিকদের ভুটানে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা বন্ধ করা-সহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এতে কয়েক দশক ধরে জলপাইগুড়ি জেলা-সহ লাগোয়া কোচবিহারে অবাধ প্রচলিত ভুটান টাকার লেনদেন আচমকা বন্ধ হয়ে যায়। তাতে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের হাতে থাকা ভুটানি টাকা ভবিষ্যত কী হবে তা নিয়ে দুশ্চিন্তায় বেড়েছে। এদিন শিবিরে রিজাভর্র্ ব্যাঙ্কের অফিসারেরা জানান, এই রাজ্যের ৬ লক্ষ গ্রামকে ব্যাঙ্ক পরিষেবার আওতায় নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁরা মোটা অঙ্কের টাকার লোভ দেখানো এসএমএস সম্পর্কে মানুষকে সচেতনতা হওয়ার পরামর্শ দেন। রিজার্ভ ব্যাঙ্কের কলকাতা শাখার জেনারেল ম্যানেজার বাবুরাম কার্জি আসল টাকা চেনার উপায় নিয়ে আলোচনা করেন। লিফলেট-সহ হাতেকলমে বিষয়টি দেখানো হয়। |