‘শিল্প পার্ক’ নিয়ে রিপোর্ট চাইলেন পার্থ |
রাজ্যে দ্রুত শিল্প পার্ক গড়তে চায় রাজ্য সরকার। পরিস্থিতি জানানোর জন্য সাত দিনের মধ্যে বিভাগীয় আধিকারিকদের ‘স্ট্যাটাস রিপোর্ট’ দেওয়ার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার রাজ্যের শিল্প দফতরের বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করেন। বৈঠকে রাজ্য সরকারের ‘খনিজ উন্নয়ন নিগমের’ খোলামুখ কয়লাখনিতে কয়লা তোলার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে করানোর প্রস্তাব নেওয়া হয়েছে বলে শিল্পমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সময় অনুযায়ী উদ্বোধনের দিন ধার্য করা হবে।
শিল্পের প্রসার ঘটাতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা, বর্ধমানের আসানসোল এবং পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে চারটি শিল্প পার্ক সরকার গড়বে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। পার্ক গড়তে একমাত্র মহেশতলাতেই সরকারকে জমি কিনতে হবে। বাকি তিন জেলায় ইতিমধ্যেই জমি পাওয়া গিয়েছে। পার্থবাবু বলেন, “কোথাও ১০০ থেকে ১১৫ একর, কোথাও বা ২৫০ একরের মতো জমি রয়েছে। এই সমস্ত পার্কে মূলত ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তোলা হবে। কিছু অংশে অটো-হাব গড়ে তোলার পরিকল্পনাও আছে।” প্রসঙ্গত, পূর্ব কলকাতায় জলাভূমি বুজিয়ে ‘ইকো-ট্যুরিজম’ পার্কের প্রকল্প বাতিল করেছে রাজ্য সরকার। কিন্তু পাহাড়ে ও ডুয়ার্সে ‘ইকো-ট্যুরিজম পার্ক’ গড়ে তোলার ব্যাপারে আগ্রহী রাজ্য সরকার। সেই বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। কাজের সুবিধার জন্য দক্ষিণ ২৪ পরগনায় জেলা প্রশাসন ‘ই-অফিস’ খোলার আর্জি জানিয়েছে। দ্রুত তা কার্যকর করতে রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের আধিকারিকদের ব্যবস্থা নিতে বলেছেন শিল্পমন্ত্রী পার্থবাবু।
|
ফের ডাটসান ব্র্যান্ড আনছে নিসান |
ভারত-সহ সম্ভাবনাময় অর্থনীতির দেশগুলির বাজার ধরতে প্রায় তিন দশক পর ‘ডাটসান’ ব্র্যান্ড ফেরাচ্ছে নিসান। ভারতে এই ব্র্যান্ডের গাড়ির চাকা গড়ানোর কথা ২০১৪ সালেই। বুধবার ইয়োকোহামায় এ কথা জানিয়ে জাপানি বহুজাতিকটির কর্ণধার কার্লোস ঘোসন বলেন, ২০১৬-র মধ্যে বিশ্বে গাড়ি বাজারের ৮% দখলের লক্ষ্য নিসানের। এর জন্য উন্নয়নশীল দুনিয়ায় অপেক্ষাকৃত কম দামি গাড়ির বাজার ধরতে ঝাঁপাচ্ছে সংস্থা। আর সেই কারণেই ডাটসান-কে ফেরানোর সিদ্ধান্ত। তাঁর মতে, গাড়ির দুনিয়ায় ডাটসান এখনও জনপ্রিয় নাম। সাধ্যের মধ্যে দামে শক্তপোক্ত, বিশ্বস্ত গাড়ির প্রতীক। প্রথম বার গাড়ি কেনার সময় ঠিক যেমনটি চান ক্রেতারা। এ বার তার সঙ্গে যোগ হবে আধুনিকতার ছোঁয়া। ভারত, রাশিয়া ও ইন্দোনেশিয়ায় এই গাড়ি আসবে ২০১৪-এ। এ দেশে তার দাম থাকার কথা ৪ লক্ষের নীচেই। প্রসঙ্গত, ১৯৩১ সালে প্রথম ডাটসন ব্র্যান্ডের গাড়ি বাজারে আনে ডাট মোটর কর্প। ১৯৩৩-এ নিসানের হাতে আসার পর নাম হয় ডাটসান। সারা বিশ্বে যা ছিল জনপ্রিয় নাম। তার পর ১৯৮১-তে সব গাড়ি নিসান ব্র্যান্ডের আওতায় আনা হলে বিদায় নেয় ডাটসান ব্র্যান্ড।
|
কলকাতা-হায়দরাবাদ উড়ান এয়ার ইন্ডিয়ার |
দু’বছর বন্ধ থাকার পরে কলকাতা-হায়দরাবাদ রুটে ফের উড়ান শুরু করছে এয়ার ইন্ডিয়া। এ বার থেকে ২৫ মার্চ রবিবারের পর প্রতি দিন কলকাতা-হায়দরাবাদ রুটে এয়ারবাস ৩১৯ বিমান চলবে বলে সংস্থা জানিয়েছে। সকাল সাড়ে দশটা নাগাদ হায়দরাবাদ থেকে ছেড়ে বিমানটি কলকাতায় নামবে সাড়ে বারোটার পর। দুপুর দেড়টা নাগাদ কলকাতা থেকে উড়ে সাড়ে তিনটে নাগাদ পৌঁছবে হায়দরাবাদ। বছর দুয়েক আগে লাভজনক এই উড়ানটি যখন নিয়মিত যাত্রী নিয়ে যাতায়াত করতো, তখন অজ্ঞাত কারণে উড়ানটিকে তুলে নেওয়া হয়।
|
বাজেটে গাড়ির উপর উৎপাদন ও আমদানি শুল্ক বাড়ার জেরে একে একে দাম বাড়ানোর পথে হাঁটছে সংস্থাগুলি। বুধবার হোন্ডা সিয়েল কার তাদের গাড়ির দাম ৯৪ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে। সংস্থার ছোট গাড়ি ব্রিও-র দাম বাড়ছে ৪-১০,০০০ টাকা। হোন্ডা সিটির বাড়ছে ৫,০০০-১০,৫০০ টাকা। তাদের সেডান মডেল অ্যাকর্ডের দাম সর্বোচ্চ ৯৩,৯৭৫ টাকা বাড়াচ্ছে সংস্থা। গাড়ির দাম ১৪% পর্যন্ত বাড়াচ্ছে অডি-ও। সম্পূর্ণ আমদানি করা গাড়ির ক্ষেত্রে দাম বাড়ছে ১৩-১৪%। আর ভারতে তৈরি গাড়িগুলির ক্ষেত্রে দাম বাড়ছে ৩.৪-৩.৭%। ফলে এ৭ স্পোর্টব্যাক মডেলের গাড়ির দাম শুরু হবে ৬৬.০৪ লক্ষ থেকে।
|
বাজেটে প্রস্তাবিত আয়কর আইনের সংশোধনী সংসদে পাশ হলে ভোডাফোনকে ১১ হাজার কোটি টাকা কর জমা দিতে হবে বলে দাবি অর্থমন্ত্রকের এক শীর্ষ কর্তার। তাঁর মতে, সে ক্ষেত্রে আলাদা করে ভোডাফোনকে নোটিস পাঠাতে হবে না। আপনা থেকেই এই আইনের আওতায় চলে আসবে ভোডাফোন-হাচিসনের মতো ব্যবসায়িক লেনদেন।
|
বিভিন্ন মেয়াদি আমানতে সুদ বাড়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৯১-১৭৯ দিনে ১৫ লক্ষ টাকার কম জমায় সুদ ৭.২৫%। ২৭০ দিন থেকে ১ বছরের জমায় ৮.২৫%। ১-২, ৩-৫ ও ৫ বছরের বেশি মেয়াদে হবে ৯.২৫%। |