|
|
|
|
চাঁদা তোলা নিয়ে তৃণমূলের সংঘর্ষ |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
চাঁদা তোলা নিয়ে তৃণমূলের দু’টি হকার ইউনিয়নের মধ্যে সংঘর্ষ বাঁধল। উভয় পক্ষের ৬ জন জখম হয়েছেন বলে দাবি। বুধবার সিউড়ি জেলা স্কুল চত্বরের সব্জি বাজারের ঘটনা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এক পক্ষের দু’জনকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র দু’টি হকার ইউনিয়নের মধ্যে এই সংঘর্ষ ঘটে। ওই সব্জি বাজারে দু’পক্ষের লোকজন সংগঠনের নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। ব্যবসায়ীরা জানিয়েছিলেন, একই সংগঠনকে দু’বার চাঁদা দেওয়া যাবে না। এর জেরেই বাজারে ক্ষমতা ধরে রাখতে দু’পক্ষের মধ্যে এ দিন সংঘর্ষ বাঁধে।
সিউড়ি ক্ষুদ্র ব্যবসায়ী তৃণমূল কংগ্রেস ইউনিয়নের সম্পাদক বাবিন দাসের দাবি, “আমাদের সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত। কিন্তু কয়েক জন আইএনটিটিইউসি’র নাম করে চাঁদা তুলছিল। প্রতিবাদ করায় ওরা আমাদের মারধর করে। খুরের আঘাতে আমরা তিন জন জখম হয়েছি।” সিউড়ি শহর হকার্স তৃণমূল কংগ্রেস ইউনিয়নের সম্পাদক শেখ রনি দাবি, “আমাদের সংগঠনই পুরনো। হঠাৎ করে সিপিএমের কয়েকজন আইএনটিটিইউসির নাম করে সংগঠন গড়ে চাঁদা তোলা শুরু করেছে। তারই প্রতিবাদ করায় ওরা আমাদের মারধর করে।” ঘটনার কথা জেনে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “মারপিটের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। আমাদের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিকাশ চৌধুরী এখন জেলার বাইরে রয়েছেন। তিনিই ফিরে ঠিক করবেন, ওদের মধ্যে কোন সংগঠনটিকে অনুমোদন দেওয়া হয়েছে।” |
|
|
|
|
|