কেতুগ্রামে খুনে ধৃতদের পুলিশ হেফাজত
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
কেতুগ্রামের বহরানে খুনের ঘটনায় ধৃত ৮ জনকে কাটোয়া আদালতে তোলা হলে বুধবার এসিজেএম বিচারক তাদের সাত দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মঙ্গলবার বিকেলে বহড়ান স্টেশনের কাছে খুন হন মুর্শিদাবাদের সালার থানার পিলখুণ্ডি গ্রামের যুবক শাহেনশা শেখ (২২)। তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনার প্রত্যক্ষদর্শী তথা নিহতের ভাই শাহজাহান শেখ ওই দিন বিকেলেই আট দুষ্কৃতীর নামে অভিযোগ করেন। সালার থানার পুলিশ স্থানীয় দক্ষিণখণ্ডের হন্যে মাঠ থেকে আট অভিযুক্তকেই গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে পুলিশ একটি স্টেনগান, ৮ রাউন্ড কার্তুজ ও বোমা উদ্ধার করেছে। নিহতের ভাই পুলিশকে জানিয়েছেন, পিলখুণ্ডি গ্রামে পির সাহেবের মেলা কারা পরিচালনা করবে, তা নিয়ে রবিবার থেকে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। সেই কারণে তাঁরা পাশের পুনুষি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। মঙ্গলবার বিকেলে মোবাইলের চার্জার কেনার জন্য তাঁরা বহড়ান যান। সেই সময় এক দল দুষ্কৃতী তাঁর দাদাকে টানতে টানতে কিছু দূরে নিয়ে গিয়ে গুলি করে খুন করে। খবর পেয়ে কেতুগ্রামের আইসি আব্দুর গফ্ফর ঘটনাস্থলে যান। সেখানেই ধৃতদের বর্ধমান পুলিশের হাতে তুলে দেয় সালার থানা। পুলিশের ধারণা, পির সাহেবের মেলার দখল নিয়ে দুই গোষ্ঠীর বিবাদের জেরেই এই খুন। |
বৃদ্ধাকে ‘ধর্ষণ’, ধৃত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
৭২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে রায়নার এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রাধাকান্ত ওরফে কৌশিক গুপ্ত। বয়স বছর আঠারো। বুধবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচারক ইয়াসমিন আহমেদ তাকে ৩ মার্চ পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেনন। পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে রায়নার নারায়ণপুর গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, শৌচকর্ম সেরে গ্রামের পুকুরে গিয়েছিলেন বৃদ্ধা। রাতভর অনুষ্ঠান দেখে ফেরার পথে যুবকটি তাঁর উপরে চড়াও হয়। দুপুরে বৃদ্ধার ছেলে রায়না থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু পুলিশ গ্রামে গেলে রাধাকান্ত পালিয়ে পালিয়ে যায়। রাতে তল্লাশি চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। |
ট্রেনে কাটা পড়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
ট্রেনে কাটা পড়ে মারা গেলেন মুর্শিদাবাদের রেজিনগর থানার কাজিপাড়া গ্রামের কামাল শেখ (৩৫)। বুধবার দুপুরে কাটোয়া-আজিমগঞ্জ শাখার শিবলুন স্টেশন থেকে দেহটি উদ্ধার করে রেলপুলিশ। মৃতের পরিজনদের দাবি, জীবিকার প্রয়োজনে কামাল কাটোয়া গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যান তিনি। তবে প্রত্যক্ষদর্শী ও রেল পুলিশের দাবি, শিবলুন স্টেশনে কামরা পরিবর্তন করার সময় ট্রেন ছেড়ে দেয়। সেই সময়ে উঠতে গিয়ে ট্রেনের নীচে পড়ে যান কামাল। |
ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কালনা |
ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। বুধবার কালনার ধাত্রীগ্রামের ছোলারমাঠ এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মনিরুল শেখ (৩২)। বাড়ি স্থানীয় গ্রাম কালনা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন মোটরবাইকে চেপে ধাত্রীগ্রাম বাজারে যাচ্ছিলেন তিনি। ফেরার পথে একটি ম্যাটাডোর সামনে থেকে ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পরে ক্ষতিপূরণের দাবিতে এস টি কে কে রোড অবরোধ করেন বাসিন্দারা। পুলিশ গেলে অবরোধ ওঠে। |