টুকরো খবর |
সমবায় ভোটে আপস-রফায় আসনভাগ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে নিজেদের মধ্যে আসন ভাগ করে নিলেন জেমারির জে কে নগর কোলিয়ারির এমপ্লয়িজ কো-অপারেট্ভ পরিচালন সমিতির সদস্যরা। আইএনটিইউসি ও সিটু ১২টি, এআইটিইউসি ৬ টি, বিএমএস ৫টি,এইচএমএস ১টি ও আইএনটিটিইউসি ১৭টি :আসন পেয়েছে। বাকি ২টি আসন কোলিয়ারি কর্তৃপক্ষের প্রতিনিধিদের দখলে থাকে। এই বিষয়ে সিটুর ইউনিট সম্পাদক সহদেব যাদব জানান অন্যান্য শ্রমিক সংগঠনগুলি প্রতিদ্বন্দ্বীতা না করে আপষে মীমাংসার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব মেনে নিয়েছেন তাঁরা। নির্বাচন হলে অনেক বেশি খরচ হোত, নিজেদের মধ্যে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল।অন্য দিকে, তৃণমূলের ইউনিট সম্পাদক চিন্নু মিত্র বলেন, “এত দিন গায়ের জোরে ৫৫টি আসনই সিটু দখল করে রেখেছিল। আমরা বুঝেছি, কোনও একটি দলের নিরঙ্কুশ আধিপত্য থাকলে সমবায়টি দুর্নীতিমুক্ত থাকতে পারবে না। তাই সব দলের প্রতিনিধিদের নিয়েই যাতে কমিটি গড়া হয়, সেই প্রস্তাব দিয়েছিলাম আমরা।” আইএনটিইউসির কোলিয়ারি সম্পাদক বাবলু সিংহ অবশ্য বলেন, “সিটুর একাধিপত্য শেষ হল। বোর্ড গঠনেও জোটেরই প্রাধান্য থাকবে।” কোলিয়ারি সূত্রে জানানো হয়েছে, বুধবারই ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মোট ৭৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। কিন্তু আগে থেকেই সংগঠনগুলির মধ্যে আপস-রফা হয়ে গিয়েছিল। |
‘দূষণ’, ইকড়ার কারখানায় মারধর রক্ষীদের
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
দূষণের অভিযোগ এনে দু’টি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ঢুকে মারধরের অভিযোগ উঠল জামুড়িয়ার ইকড়া শিল্প তালুকের স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। কারখানার সিনিয়র পার্সোনাল অফিসার আর কে দুবে বলেন, “বুধবার সকাল সাড়ে ৫টা নাগাদ এক দল বাসিন্দা কারখানায় ঢুকে প্রথমে নিরাপত্তারক্ষীদের মারধর করে। সেখান থেকে সংস্থার পাওয়ার প্ল্যান্টে গিয়ে সুপারভাইজারদের মারধর করতে শুরু করেন তাঁরা। খবর পেয়ে কারখানার প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে এলে বিক্ষোভকারীরা পালিয়ে যায়।” কর্তৃপক্ষ জানান, তাঁদের তরফে জামুড়িয়া থানায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। এমন চলতে থাকলে কারখানা বন্ধ করতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন তিনি। তৃণমূলের ব্লক নেতা পূর্ণশশী রায় অবশ্য মারধরের অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, “কারখানা কর্তৃপক্ষ দুষণবিধি মানছেন না। তার প্রতিবাদ জানাতেই ইকড়ার তেলিপাড়ার বাসিন্দারা প্ল্যান্টে গিয়েছিলেন।”
এডিসিপি ভাস্কর মুখোপাধ্যায় জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। |
বার্ষিক উৎসব চিত্তরঞ্জনে
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র’র ৩৪তম বার্ষিক উৎসব আয়োজিত হল। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন হয় শনিবার। উপস্থিত ছিলেন প্রব্রাজিকা সদানন্দপ্রাণা, প্রব্রাজিকা সদ্ভাবাপ্রাণা, লেডি ব্রেবোর্ণ কলেজের প্রাক্তন অধ্যাপিকা বন্দিতা ভট্টাচার্য। অনুষ্ঠিত হয় বিবেকানন্দের জীবনী-সমৃদ্ধ নাটক ‘জাগৃতি’। শ্রী রামকৃষ্ণ ও শ্রীশ্রীমার জীবন দর্শন নিয়ে আলোচনা করেন অধ্যাপিকা।রবিবার ছিল বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতাও তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ দিন বিকেলে স্বামীজীর জীবন নিয়ে আলোচনা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সর্ব ধর্ম সমন্বয় সম্মেলন। সোমবার সন্ধ্যায় তার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। হিন্দু দর্শন নিয়ে বক্তব্য রাখেন জামতাড়া রামকৃষ্ণ মিশনের সনকানন্দ, শান্তিনাথ ঘোষ। ইসলাম দর্শন নিয়ে কলকাতার নাখোদা মসজিদের ইমাম ফজলুল হোসেন ও কলকাতার সেন্ট পলস কলেজের অধ্যাপক মকবুল ইসলাম, শিখ দর্শন নিয়ে কলকাতার ডানলপের গুরুদ্বারের কর্ণধার টিএস মদন বক্তব্য রাখেন। জৈন ধর্ম নিয়ে হরেন্দ্র যোশি, বৌদ্ধ দর্শন নিয়ে শ্রীলঙ্কার বৌদ্ধ ভিক্ষু ইউ এস লেঙ্কেফেরো আলোকপাত করেন। আয়োজকদের পক্ষে অমিতাভ মিত্র জানান, সর্ব ধর্ম সমন্বয় সম্মেলন এখন খুবই প্রাসঙ্গিক। তাই তাঁরা এবার এই পরিকল্পনা নিয়েছিলেন। |
মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বেতন বৃদ্ধির দাবিতে বুধবার সগড়ভাঙার একটি বেসরকারি কার্বন কারখানায় আইএনটিটিইউসি-র নেতৃত্বে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন ঠিকাশ্রমিকেরা। স্থায়ী কর্মীদেরও কাজে যোগ দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তবে সংগঠনের জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় দাবি করেন, শ্রমিকদের দাবি নায্য। কিন্তু কর্মবিরতি তাঁদের দল সমর্থন করে না। আইএনটিটিইউসি সূত্রে জানা গিয়েছে, কারখানায় ঠিকাশ্রমিকেরা দৈনিক ১৪০ টাকা হারে বেতন পান। দীর্ঘ দিন ধরেই বেতন বাড়ানোর দাবি জানাচ্ছেন তাঁরা। অন্য দিকে, স্থায়ী শ্রমিকদেরও ৫ হাজার টাকা বেতন বাড়ানোর দাবি রয়েছে। এছাড়াও ‘ওভার টাইম’-এর মজুরি বাড়িয়ে দ্বিগুণ করারও দাবি জানান তাঁরা। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে আগেও বেশ কয়েকটি বৈঠক হয়েছে আইএনটিটিইউসি নেতৃত্বের। প্রভাতবাবু বলেন, “শ্রম কমিশনারের দফতরে কর্তৃপক্ষ ও শ্রমিকদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমস্যা মেটানো হবে।” বিকেলে উৎপাদন স্বাভাবিক হয়। |
অলচিকি চালুর দাবি
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
|
সিপিএমের আদিবাসী অধিকার মঞ্চের অজয় জোনাল কমিটির উদ্যোগে বুধবার পৃথক সময়ে জামুড়িয়ার বিডিও এবং পুরপ্রধানের কাছে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ শেষে তারা জামুড়িয়ার বিডিও ও পুর প্রধানের হাতে দাবিপত্র তুলে দেয়। সংগঠনের নেতা বিনয় হাঁসদা জানান, জামবাদের দু’টি পরিবারের জমির পাট্টা খারিজ করা হয়েছে। শ্যামলা-সহ বিভিন্ন অঞ্চলে আদিবাসী বর্গাদারদের উচ্ছেদ করা হয়েছে। এ সব বিষয়ে আইনি সহায়তার দাবি জানান তাঁরা। এছাড়াও অলচিকি-র ব্যবহার চালু করা, দ্রুত জাতিগত শংসাপত্র দেওয়া এবং ‘বাস্তু রেকর্ড’ অভিযান চালানোর দাবি জানান তাঁরা। বিডিও জয়ন্ত দাস জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। |
ফের দুর্ঘটনা রানিসায়রে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
|
ফের দুর্ঘটনা ঘটল রানিগঞ্জের রানিসায়রে। ক্ষুব্ধ বাসিন্দারা আধ ঘণ্টা ধরে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। রানিগঞ্জের পঞ্জাবী মোড় ফাঁড়ির রানিসায়রের এই এলাকা দুর্ঘটনাপ্রবণ বলেই চিহ্নিত। মঙ্গলবারও সেখানে পথ দুর্ঘটনায় দুই বাইক আরোহী গুরুতর জখম হন। ফের বুধবার দুপুর দেড়টা নাগাদ একটি বাইকের পিছনে ধাক্কা মারে একটি বড় বাস। বাইক আরোহী গুরুতর জখম হন। তাঁকে আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যান চলাচলে নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থা মজবুত করার দাবিতে বাসিন্দারা এ দিন জাতীয় সড়ক অবরোধ করেন। বাস ফেলে চম্পট দেন চালক ও খালাসি। |
নির্মাণ নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহীশিলায় রাস্তাজুড়ে নির্মাণ তোলায় যাতায়াত করতে পারছেন না বাসিন্দারা। এই অভিযোগে আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়কে বুধবার স্মারকলিপি দিলেন সবুজপল্লি এলাকার বাসিন্দারা। মেয়রের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক বছর আগে তাঁদের যাতায়াতের পথে জনৈক ব্যক্তি অবৈধ নির্মাণ তুলেছেন। মেয়র তাপসবাবু জানান, পুরসভার বাস্তুকারদের পাঠিয়ে ব্যবস্থা হবে। |
ট্রেনের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। বুধবার ঘটনাটি ঘটেছে অন্ডালের কাজোড়া স্টেশনে। রেলপুলিশ জানিয়েছে, মৃতার নাম কৈলাসিদেবী (৫৫)। তিনি জম্মু থেকে ভাসুরের বাড়ি কাজোড়ায় এসেছিলেন। বুধবার সকাল সাড়ে ১০ টা নাগাদ বাড়ি ফেরার জন্য রামপুরহাট-অন্ডাল লোকালে চাপতে গিয়ে পা হড়কে নিচে পড়ে যান তিনি। |
চাকদোলায় মিলনমেলা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জমে উঠেছে চাকদোলা সেতুর কাছে বৈষ্ণব মহামিলন মেলা। রবিবার থেকে শুরু হওয়া এই মেলায় যোগ দিয়েছেন ডোবরানা, বাহাদুরপুর, চাকদোলা, কেন্দা সংলগ্ন এলাকার বাসিন্দারা। মেলার অন্যতম কর্ণধার অধম নাথ জানান, এই বছর ১৫ বছরে পা দিল এই মেলা। শুরুর পরের তিন দিন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। |
|