হীরক রায় স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট চলছে দুর্গাপুরের
এমএএমসি মাঠে। বুধবার ছবিটি তুলেছেন বিকাশ মশান। |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত হীরক রায় স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠল ক্লাব স্যান্টোস এবং ডিএম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। বুধবার প্রথম খেলায় ক্লাব স্যান্টোস ৭ উইকেটে বিধান ভবন ক্লাবকে হারায়। প্রথমে ব্যাট করে বিধান ভবন ৮১ রান তোলে। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ক্লাব স্যান্টোস। সুরেশ দাশগুপ্ত অপরাজিত থেকে ৪৪ রান করেন। পরের খেলায় ডিএম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ৪ উইকেটে হারায় শ্রমিকনগর স্পোর্টিং ক্লাবকে। প্রথমে ব্যাট করে শ্রমিক নগর ৮ উইকেটে ১২১ রান করে। জবাবে ৬টি উইকেট হারিয়ে জয়ের রান তোলে বিবেকানন্দ স্পোর্টিং। ম্যাচ দু’টি পরিচালনা করেন কিরণ সাহা ও পার্থসারথি বন্দ্যোপাধ্যায়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় আসানসোল স্টেডিয়ামের খেলায় জয়ী হল আপকার গার্ডেন বয়েজ ক্লাব। বুধবার তারা ক্যাপ্টেন ইলেভেনকে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে ক্যাপ্টেন ইলেভেন ৯ উইকেট হারিয়ে ১০৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে জয়ের রান তুলে নেয় আপকার গার্ডেন বয়েজ ক্লাব বাঁকোলা। এ দিন সাঁকতোড়িয়া মাঠের খেলায় রূপনারায়ণপুর সিসি ৪৩ রানে চিত্তরঞ্জন সিএ-কে হারায়। প্রথমে ব্যাট করে রূপনারায়ণপুর সব উইকেট হারিয়ে ১২৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৮১ রানে চিত্তরঞ্জন সিএ-র ইনিংস শেষ হয়ে যায়।
|
পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সারদা রয়্যাল একাদশ। পানুড়িয়া মাঠে ফাইনালে তারা জামগ্রাম সিসি-কে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে জামগ্রাম সিসি সব উইকেট হারিয়ে ৮৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে জয়ের রান তুলে নেয় সারদা রয়্যাল। ফাইনাল ও প্রতিযোগিতার সেরা যথাক্রমে বিজয়ী দলের রাজেশ রানা ও অশোক গুপ্ত।
|
ডিসেরগড় পারবেলিয়া সরস্বতী ক্লাব ও আদিবাসী ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হল পুরুলিয়ার ডুবড়া ফুটবল একাদশ। তারা দুর্গাপুরের তানসেন এসি-কে ২-০ গোলে হারায়। এ দিনের ম্যাচের সেরা নির্বাচিত হন বিজয়ী দলের রমেন টুডু। |