নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
অপুষ্টিজনিত রোগে আক্রান্ত শিশুদের নিয়ে সচেতনতা শিবির হল। সোমবার বড়জোড়া গ্রাম পঞ্চায়েত এই শিবিরের আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন বড়জোড়ার বিডিও দেবারতি সরকার, বড়জোড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক পি কে সাহানা, বড়জোড়ার পঞ্চায়েত প্রধান অলোক মুখোপাধ্যায় প্রমুখ। অলোকবাবু জানান, এলাকার ৬০টি অপুষ্ট শিশুর বিকাশের জন্য তাদের মায়েদের বিশেষ খাবার দেওয়া হয়েছে। ২৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিশ্রুত পানীয় জল দেওয়ার জন্য ‘ওয়াটার ফিল্টার’ দেওয়া হয়।
|
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
এলাকার অসহায়, দরিদ্র মানুষদের জন্য ক্যানিংয়ের ঘুটিয়ারিশরিফের গৌড়দহে রবিবার স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। শিবিরে ৪০০ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়। এ দিন দুঃস্থ পড়ুয়াদের স্কুলব্যাগ, পোশাক, খাতা, পেনসিল দেওয়া হয়।
|
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
নিঘা কোলিয়ারির ডিসপেনসারিতে সোমবার বিনা খরচে স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। আয়োজকেরা জানিয়েছেন, এ দিন মোট ৫০ জনের স্বাস্থ্যপরীক্ষা করানো হয়।
|
চিকিৎসার জন্য অর্থের ব্যবস্থা |
কিডনির অসুখে গুরুতর অসুস্থ এক কলেজ ছাত্রীর আবেদনে সাড়া না দিয়ে থাকতে পারেননি জনা কয়েক যুবক। শেষ পর্যন্ত তাঁর চিকিৎসার জন্য অর্থের ব্যবস্থা করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা। রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের রবীন্দ্রভবনে অনুষ্ঠানের শেষে পায়েল সরকার নামে ওই ছাত্রীর হাতে তাঁর চিকিৎসার জন্য এক লক্ষ টাকার চেক তুলে দেন বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার। |