টুকরো খবর |
এবিপিটিএ করার ‘অপরাধে’ বদলি |
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
জেলার বিভিন্ন এলাকার প্রাথমিক স্কুলের শিক্ষকদের ‘নিয়ম বর্হিভূত’ ভাবে দূরদূরান্তে বদলি করা হচ্ছে। ‘অপরাধ’ তাঁরা বাম শিক্ষক সংগঠন এবিপিটিএ-এর সদস্য। এমনই অভিযোগ, ওই শিক্ষক সংগঠন সংগঠনের জেলা সহ-সভাপতি গৌর কাপুরিয়া। তাঁর দাবি, “এ ভাবে কোনও কারণ ছাড়া প্রধান ও সহ-শিক্ষকদের বদলি করা যায় না। এটা বেআইনি। যদি কোনও শিক্ষক আবেদন করেন তাহলেই একমাত্র বদলি করা যায়। আসলে রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য সংসদ সভাপতি এই কাজ করছেন।” তবে সংসদ সভাপতি অর্চনা সরকার বলেন, “ওই শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ আছে বলেই বদলির নির্দেশ দেওয়া হয়েছে। চেয়ারম্যান চাইলে স্কুলের সুবিধার্থে শিক্ষকদের বদলি করতে পারেন।” কিন্তু এবিপিটিএ-র নদিয়া জেলা সম্পাদক ও জেলার প্রাথমিক শিক্ষা সংসদের নির্বাচিত শিক্ষক প্রতিনিধি চূড়ামনি দাসবর্মন বলেন, “গত ন’মাস ধরে সভাপতি শিক্ষা সংসদের সভা করছেন না। সভার অনুমোদন ছাড়া কোনও শিক্ষককেই একক সিদ্ধান্তে বদলি করা যায় না।” তা হলে অর্চনাদেবী একক সিদ্ধান্ত নিলেন কী করে? এ ব্যাপারে কোনও সদুত্তোর মেলেনি তাঁর কাছে। ইতিমধ্যেই বদলির নির্দেশ পেয়েছেন চার জন শিক্ষক। তাঁদের প্রত্যেকেই এবিপিটিএ এর নানান চক্রের সম্পাদক। প্রত্যেককেই চক্রের বাইরের স্কুলগুলিতে শিক্ষা সংসদের বৈঠক ছাড়াই বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের কাউকে ৮৫ কিমি, কাউকে ৫০ কিমি দূরের স্কুলে বদলি করা হয়েছে বলে চুড়ামনিবাবু জানান।
|
বাসস্ট্যান্ডের দাবি জলঙ্গিতে |
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
বাস স্ট্যান্ড না থাকায় রাজ্য সড়কেই দাঁড়ায় বাস। ফলে সকাল থেকেই জলঙ্গি বাজার এলাকায় চলাচল মুশকিল হয়ে পড়ে সাধারণ মানুুষের। এছাড়া রাস্তার দু’ধার ঘেঁষে রয়েছে দোকান, হকারদের দখলেও রয়েছে রাস্তার একটা বড় অংশ। ফলে পাশাপাশি দু’টি গাড়ি যাওয়ার উপায় নেই। ব্যবসায়ি সমিতির অভিযোগ, প্রশাসনকে অনেকবার জানিয়েও কোনও ফল মেলেনি। ব্লক প্রশাসনের তরফে বলা হয়েছে, ওই এলাকায় জমির সমস্যা একটা বড় সমস্যা। এলাকার বিধায়ক সিপিএমের আব্দুর রজ্জাক বলেন, “মাস ছয়েক ধরে যতবারই ওই রাস্তায় গিয়েছে ততবারই থেমে যেতে হয়েছে বাজারেরহ চত্বরে। প্রশাসন ও বাজার সমিতির সঙ্গে আলোচনায় বসে সমাধান খুঁজতে হবে।” ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, “একে রাস্তা সরু, তার উপর হকার আর ভ্যানের দাপট। ক্রেতারা বাজারে এসে বিরক্ত হচ্ছেন। ফলে মার খাচ্ছে ব্যবসা।” সমিতির সম্পাদকও একই কথা বলেন। তিনি বলেন, “করিমপুর-বহরমপুর ভায়া ডোমকল ও সাগর পাড়ার সমস্ত যান চলাচলের রাস্তা এটা। বিষয়টি নিয়ে বিডিওর কাছে আবেদন করেও কোনও লাভ হয়নি।” জলঙ্গির বিডিও শুভেন্দু রায় বলেন, “বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পদ্মা পাড়ে একটা জায়গা দেখা হয়েছিল কিন্তু সেটা বাজার থেকে একটু দুরে। পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
|
জনতার ‘শাসন’ |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
|
ছবি: অর্কপ্রভ চট্টোপাধ্যায়। |
স্ত্রীকে পুড়িয়ে খুন করার চেষ্টার অভিযোগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের দেউলি কলোনিতে মধু হালদার নামে এক যুবক ও তাঁর মা ঊর্মিলাদেবীকে বেধড়ক মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের দু’জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মধুবাবুর স্ত্রী সুমিতা হালদার আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবেশীরা জানিয়েছেন, সুমিতাদেবীর মেয়ে বছর সাতেকের শর্মিলাই তাঁদের বলে দিয়েছিল যে, রবিবার রাতে কেরোসিন ঢেলে মায়ের গায়ে আগুন লাগিয়ে দেয় তার বাবা ও ঠাকুমা। প্রতিবেশীরাই সুমিতাদেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার পরে সোমবার সকালে তাদের বাড়িতে চড়াও হয়ে মারধর করা হয়।
|
তিন যুবককে মারধর, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় তিন যুবককে বেধড়ক মারধর করে পালাল এক দল যুবক। সোমবার সকালে সালারের কলেজ মোড়ে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় মিঠু শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় পিলখুন্ডি গ্রামে পিরসাহেবের মেলা চলঠে। দিন তিনেক আগে ওই মেলায় দু’দল যুবকের মধ্যে বচসা হয়েছিল। এক দল থানায় অভিযোগ দায়ের করে। এ দিন সকালে ওই ঘটনায় অভিযোগ করার কারণেই এই যুবকদের মারধর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ দিনের ঘটনায় মানোয়ার শেখ, আহাসান রেজা ও মহম্মদ হানিফ নামে তিন যুবক আহত হয়েছেন। তাঁদের দু’জনকে কান্দি মহকুমা হাসপাতাল ও এক জনকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম অহাসান রেজা বলেন, “মেলায় ঝামেলা হয়েছিল। তবে তা সেখানেই মিটে গিয়েছিল। ওরা আমাদের কেন মারধর করল বুঝতে পারছি না।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
|
এজলাসে উঠে অসুস্থ ৩ বন্দি |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
এজলাসে উঠে অসুস্থ হয়ে পড়ল তিন বন্দি। বিচারাধীন ওই বন্দিদের নির্যাতন করার অভিযোগ উঠেছে সামশেরগঞ্জ থানার পুলিশকর্মীদের বিরুদ্ধে। রবিবার রাতে ২৫ হাজার টাকার জাল নোট-সহ আনিকুল খান, ডালিম শেখ ও আলিম শেখ নামে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাদের জঙ্গিপুর আদালতে তোলা হলে এজলাসেই অসুস্থ হয়ে পড়েন তারা। আদালতে তাঁরা সামশেরগঞ্জ থানার পুলিশকর্মীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন। বিচারক সঞ্জীব দারুকা এ দিন ধৃতদের আইনজীবীকে পুলিশি অত্যাচারের প্রত্যক্ষদর্শী হিসাবে অভিযোগকারীকে একটি এফিডেবিট দাখিল করতে বলেন। সেই সঙ্গে জঙ্গিপুর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ধৃতদের মেডিক্যাল রিপোর্টও চেয়ে পাঠানো হয়। সামশেরগঞ্জ থানার ওসি উৎপল সাহা অবশ্য লকআপে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। অভিযুক্তদের আইনজীবী ইউসুফ আলি বলেন, “রাতে ধৃতদের তিন জনকেই লক আপে বেধড়ক মারধর করা হয়েছে।” |
দোকান লুঠ, ধৃত ৫ |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
সোনার দোকান লুঠ করার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে তিন জনের বাড়ি পশ্চিম মেদিনীপুরে। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে নাকাশিপাড়ার গাছা বাজারে এক স্বর্ণ ব্যবসায়ী পাশে টাকা ও গয়না বোঝাই ব্যাগ রেখে দোকান খুলছিলেন। তখনই পিছন দিক থেকে একদল দুষ্কৃতী ব্যাগটা হাতিয়ে নিয়ে মোটর সাইকেলে চম্পট দেয় কৃষ্ণনগরের দিকে। খবর পেয়ে ওই দুষ্কৃতীদের ধুবুলিয়ার সোনাতলা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
|
নিখোঁজ পরীক্ষার্থী |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
নিখোঁজ হয়েছে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। নাম জয়ন্ত বর্মন, বাড়ি নাকাশিপাড়ার উত্তর বহিরগাছি গ্রামে। রবিবার রাত থেকে নিখোঁজ পাটিকাবাড়ি হাইস্কুলের ওই ছাত্র। জয়ন্তর বাবা কিশোর বর্মন বলেন, “আমার ছেলে পদার্থবিদ্যা নিয়ে পড়ার স্বপ্ন দেখত। হয়তো ওই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেনি সে, তাই চাপ সহ্য না করতে পেরে পালিয়েছে। বাড়িতে ঠাকুরের সিংহাসনের নীচে একটি চিরকূটে ওই কথা সে লিখে রেখে যায়।” |
চৈতন্য দেবের আবির্ভাব দিবস |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
শ্রী চৈতন্য দেবের ৫২৬তম আবির্ভাব দিবস পালিত হল নদিয়ার রানাঘাটের হরিসভা মন্দিরের উদ্যোগে। ৮ মার্চ দোলযাত্রার দিন শহর পরিক্রমার মধ্যে দিয়ে ওই উৎসবের সূচনা হয়। চলবে সোমবার পর্যন্ত। মহাপ্রভুর জীবনী নিয়ে আলোচনা, ভগবত পাঠ, হরিনাম সংকীর্তন-সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মন্দিরের সম্পাদক কমলকৃষ্ণ সাহা জানান, হাজার হাজার মানুষের সমাগম হয় এই উৎসবে।
|
বাসের ধাক্কায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বাসের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। নাম সুজিত সরকার (২৬), বাড়ি কোতোয়ালির যাত্রাপুরে। সোমবার সকালে কৃষ্ণনগর থেকে হাঁসখালি যাওয়ার পথে ওই দুর্ঘটনা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শেখ আব্দুল আলিম (৫৪) নামে এক ব্যক্তির। রবিবার কান্দির গাঁতলা গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে। ওই দিন বিকেলে মাঠে কাজ করতে গিয়ে পাম্পের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
শরডাঙা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের পচা-গলা দেহ উদ্ধার করল পুলিশ। এলাকার একটি বাগানে দেহটি দেখতে পেয়ে এলাকাবাসীরা পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। তদন্ত শুরু হয়েছে। |
|