টুকরো খবর
শিলদা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু
শুরু হল শিলদায় ইএফআর শিবিরে মাওবাদী-হামলা সংক্রান্ত মামলার সাক্ষ্যগ্রহণ। সোমবার থেকে মেদিনীপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। যিনি এই মামলা দায়ের করেছিলেন, সেই ইএফআর জওয়ান নারায়ণ ছেত্রীই এ দিন প্রথম সাক্ষ্য দেন। তবে, তাঁর সাক্ষ্য সম্পূর্ণ হয়নি। আজ, মঙ্গলবারও তিনিই সাক্ষ্য দেবেন বলে জানা গিয়েছে। বিচারের জন্য মামলাটি আগেই দায়রা আদালতে পাঠিয়েছিল ঝাড়গ্রামের এসিজেএম আদালত। পরে মেদিনীপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে চার্জগঠন হয়। এখনও পর্যন্ত শিলদা-কাণ্ডে ধৃতের সংখ্যা ১৯। তাঁদের মধ্যে ২ জন নাবালক-নাবালিকা। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ-এর ৬টি ধারা, ভারতীয় দণ্ডবিধির পাঁচটি ধারা এবং অস্ত্র-আইনের একটি ধারায় মামলা হয়েছে। শিলদা মামলার তদন্ত করেছে সিআইডি। সোমবার দুপুরে মেদিনীপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শুভেন্দু সামন্ত-র এজলাসে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রায় দু’ঘণ্টা ধরে সাক্ষ্যগ্রহণ চলে। ২০১০-এর ১৫ ফেব্রুয়ারি শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালিয়েছিল মাওবাদীরা। প্রাণ হারিয়েছিলেন ২৪ জন জওয়ান। এ দিন নারায়ণ ছেত্রী আদালতে জানান, প্রায় ৭০- ৮০ জন এসেছিল। সকলেই সশস্ত্র ছিল। শুরুতে দু’জন সেন্ট্রির সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। পরে ক্যাম্পে ঢুকে এলোপাথাড়ি গুলি ছোড়ে হামলাকারীরা। হামলা শেষে ক্যাম্প থেকে বেরোনোর সময়ে সশস্ত্র লোকজন ‘মাওবাদ জিন্দাবাদ’ স্লোগান দেয় বলেও আদালতে জানান নারায়ণ।

মমতার সঙ্গে পাল্লা দিতে এ বার লালগড়ে কংগ্রেস
জঙ্গলমহলের ‘উন্নয়ন কর্মসূচি’ নিয়ে এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে প্রদেশ কংগ্রেস। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে আগামী ৫ মে কংগ্রেস ‘লালগড় চলো’ কর্মসূচি নিয়েছে। জঙ্গলমহলের লালগড় স্কুল ময়দানে ওই দিন সমাবেশ করবে কংগ্রেস। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত এআইসিসি-র সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সেচমন্ত্রী মানস ভুঁইয়া-সহ প্রদেশ নেতাদের সমাবেশে থাকার কথা। হিংসা দূর করে জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে আনতে ইতিমধ্যেই একাধিক বার জঙ্গলমহলে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু জঙ্গলমহলে ‘শান্তিপ্রক্রিয়া’য় তাঁরাও যে পিছিয়ে নেই, তা প্রমাণ করতে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস লালগড়ে সমাবেশের আয়োজন করছে। একদা মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলে মানুষকে ‘হিংসা ছেড়ে উন্নয়নের কাজে সামিল হওয়ার’ তাঁরা আবেদন জানাবেন বলে প্রদীপবাবু ও মানসবাবু জানিয়েছেন। মানসবাবু বলেন, “রাজ্যের সামগ্রিক উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। ওই টাকা সরাসরি কেন্দ্রীয় প্রকল্প হিসাবে এবং রাজ্যের সঙ্গে যৌথ ভাবে রূপায়িত হচ্ছে। এই কর্মসূচিগুলির কাজ কতটা হল, কী ভাবে তা রূপায়িত হচ্ছে তা দেখতে চাই আমরা।”

কিশোরীকে ধর্ষণের নালিশ
নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। এগরা থানা এলাকার মহানগর গ্রামের ঘটনা। ওই কিশোরীর বাবা সম্প্রতি থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার কাঁথি মহকুমা হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়। কাঁথি মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিও দেয় ওই কিশোরী। অভিযোগ, গত ১০ মার্চ সন্ধ্যায় বাড়িতে একা পেয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন গৃহশিক্ষক কঙ্কন বেরা। পাশের মল্লিকপুর গ্রামে তাঁর বাড়ি। ঘটনার কথা জানতে পেরে ওই কিশোরীর বাবা শিক্ষকের বাড়িতে গিয়ে মেয়েকে বিয়ে করার কথা বলেন। বিষয়টি নিয়ে গ্রামে সালিশি সভাও বসে। কিন্তু কঙ্কনের বাড়ির লোকেরা বিয়েতে রাজি না হওয়ায় শেষমেশ থানায় অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর বাবা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পলাতক। তল্লাশি চলছে।

লালগড়ে কৃষিমেলা
সম্প্রতি লালগড়ের বাঘঘরায় হয়ে গেল তিন দিন ব্যাপী ‘গ্রামীণ কৃষি প্রদর্শনী ও মেলা’। নাবার্ড-এর সহযোগিতায় ১২-১৪ মার্চের এই প্রদর্শনী ও মেলার আয়োজক ছিল স্থানীয় প্রগতিশীল কিষাণ ক্লাব। উদ্বোধন করেন লালগড়ের ব্লক কৃষি অধিকর্তা রণজিৎ পোদ্দার। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী, নাবার্ড-এর ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার অমিতকুমার দাস প্রমুখ। শ্রী পদ্ধতিতে ধান চাষ, রাষ্ট্রীয় কৃষি বিমা, প্রাণিপালন ও উদ্যানবিদ্যা সম্পর্কে আলোচনা করেন বিশেষজ্ঞরা। প্রগতিশীল কিষাণ ক্লাবের মুখ্য সঞ্চালক বিবেক মাহাতো বলেন, “কৃষি ও কৃষকের উন্নয়নের স্বার্থেই এই আয়োজন।”

বধূ খুনের দায়ে দশ বছর জেল
পণ নিয়ে গোলমালের জেরে বধূ হত্যায় অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়িকে দশ বছর কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সোমবার কাঁথি আদালতের ফাস্ট ট্র্যাক থার্ড কোর্টের বিচারক উপল মিশ্র এই সাজা শোনান পটাশপুর থানার সাঁইয়া বেলদা গ্রামের বাসিন্দা সুশান্ত মাইতি, সুবল মাইতি ও ভারতী মাইতিকে। মামলার সরকারি আইনজীবী বেণীমাধব বেরা জানান, ২০০৩ সালের জুন মাসে সুবল মাইতির ছেলে সুশান্তর সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বীরকোটা গ্রামের গণেশ করণের মেয়ে সুমিতার বিয়ে হয়। দাবিমতো পণের টাকা না পাওয়ায় বিয়ের পর থেকেই সুমিতার উপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। ২০০৬ সালের ১৮ অগস্ট মারা যান সুমিতা। তাঁর বাপেরবাড়ির অভিযোগের ভিত্তিতে পুলিশ সুমিতার স্বামী সুশান্ত, শ্বশুর সুবল ও শাশুড়ি ভারতীকে গ্রেফতার করে।

পরীক্ষাকেন্দ্রে ভিড়, পরিদর্শকের উদ্বেগ
১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও পরীক্ষাকেন্দ্রের সামনে একাংশ অভিভাবক ও যুবকদের ভিড় দেখে উদ্বেগ প্রকাশ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদের পশ্চিমাঞ্চলের পরিদর্শক নির্মাল্য দাস। সোমবার তিনি ঘাটাল মহকুমার অন্তর্গত ৭টি পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তখনই কেন্দ্র-সংলগ্ন এলাকায় একাংশ অভিভাবক ও যুবকদের ভিড় তাঁর চোখে পড়ে। পাশাপাশি তাঁর অভিযোগ, পরীক্ষা শুরুর দু’ঘণ্টা আগে থানা থেকে প্রশ্নপত্র কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা। কিন্তু, কিছু কেন্দ্রে তার আগেই প্রশ্নপত্র পৌঁছচ্ছে। কিছু ক্ষেত্রে আবার পুলিশ এসকর্ট ছাড়াই প্রশ্ন যাচ্ছে। ফলে, প্রশ্ন ফাঁস হওয়ার আশঙ্কা থাকছে বলেই তাঁর মত। নির্মাল্যবাবু জানান, পুরো বিষয়টি তিনি সংসদ-সচিবকে জানিয়েছেন।

অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ
মদ ও জুয়ার ঠেকে অভিযানে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। রবিবার রাতে এগরার পাঁচরোল বাজারে ঘটনাটি ঘটেছে। রাত ১০টা নাগাদ পাঁচরোল বাজারে অভিযান চালায় পুলিশ। মদ ও জুয়ার আসর থেকে ৩ জনকে ধরে গাড়িতে তোলার সময় কিছু লোক এসে বিক্ষোভ দেখায়। ঠেক ভাঙার দাবি ওঠে। ঘণ্টা দু’য়েক বিক্ষোভ চলার মাঝেই কয়েকজন এসে আটক তিন জনকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে চলে যায়। তাদের আর বাধা দেওয়ার সাহস পায়নি পুলিশ।

স্কুলে শোকসভা
রামনগর থানার মানিকাবসান হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সম্পাদক মুক্তিপদ পন্ডার স্মরণে সোমবার শোকসভা হল স্কুলে। সভায় স্কুল পরিচালন সমিতির সম্পাদক প্রশান্ত পাণিগ্রাহী, প্রধানশিক্ষক অরুণ পাল-সহ পরিচালন সমিতির সদস্য, শিক্ষক ও ছাত্রছাত্রীরা মুক্তিপদবাবুর স্মৃতিচারণ করেন। গত শুক্রবার মারা গিয়েছেন মুক্তিপদবাবু। বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর স্ত্রী, চার পুত্র ও এক কন্যা বতর্মান।

লোহা চুরি, ধৃত ৩
গুদাম থেকে লোহা চুরির ঘটনায় তিন জনকে হাতেনাতে ধরল পুলিশ। রবিবার মধ্যরাতে হলদিয়ার ডিঘাসিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। ধৃত জাকির খান, শেখ ইউনুস আলি, শেখ ইন্তাজুল স্থানীয় বাসিন্দা। পুলিশ জানিয়েছে, হলদিয়া লজিস্টিকে ঢুকে এই তিন জন অবাধে ছাঁট-লোহা লুঠ করছিল।

তৃণমূল নেতাকে মারধরের নালিশ
তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রামে। তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ দে ও তাঁর দাদা শিশির দে-কে সোমবার কিছু লোক মারধর করে বলে অভিযোগ। তবে হামলাকারীদের পরিচয় নিয়ে বিশদে কিছু জানাননি দিলীপবাবু। তিনি শুধু বলেন, “গ্রামেরই কিছু লোক আমাদের মারধর করেছে।” তবে স্থানীয় সূত্রের খবর, এই ঘটনা তৃণমূলের দলীয় দ্বন্দ্বের পরিণাম। নয়াগ্রামে প্রস্তাবিত জলপ্রকল্পের জায়গা নিয়ে কিছু দিন ধরেই গোলমাল চলছে তৃণমূলের দুই গোষ্ঠীর। তার জেরেই এ দিনের ঘটনা বলে খবর।

পরিদর্শকের উদ্বেগ
১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও পরীক্ষাকেন্দ্রের সামনে একাংশ অভিভাবক ও যুবকদের ভিড় দেখে উদ্বেগ প্রকাশ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদের পশ্চিমাঞ্চলের পরিদর্শক নির্মাল্য দাস। সোমবার তিনি ঘাটাল মহকুমার অন্তর্গত ৭টি পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তখনই কেন্দ্র-সংলগ্ন এলাকায় একাংশ অভিভাবক ও যুবকদের ভিড় তাঁর চোখে পড়ে। পাশাপাশি তাঁর অভিযোগ, পরীক্ষা শুরুর দু’ঘণ্টা আগে থানা থেকে প্রশ্নপত্র কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা। কিন্তু, কিছু কেন্দ্রে তার আগেই প্রশ্নপত্র পৌঁছচ্ছে। কিছু ক্ষেত্রে আবার পুলিশ এসকর্ট ছাড়াই প্রশ্ন যাচ্ছে। ফলে, প্রশ্ন ফাঁস হওয়ার আশঙ্কা থাকছে বলেই তাঁর মত। নির্মাল্যবাবু জানান, পুরো বিষয়টি তিনি সংসদ-সচিবকে জানিয়েছেন।

সিপি’র স্মারকলিপি
ছাত্র পরিষদের বিক্ষোভ
নানা দাবি-দাওয়া নিয়ে সোমবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে স্মারকলিপি দিল ছাত্র পরিষদ। জেলায় প্রাথমিকে নিয়োগে জট কাটানো, প্রাথমিক স্কুলগুলিতে বইয়ের পর্যাপ্ত যোগান-সহ নানা দাবি জানানো হয়।

আক্রান্ত পুলিশ
মদ ও জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। রবিবার রাতে এগরা থানা এলাকার পাঁচরোল বাজারের ঘটনা। অভিযান চালিয়ে পুলিশ মদ ও জুয়ার আসর থেকে তিন জনকে ধরেছিল। বিক্ষোভ দেখাতে-দেখাতে তাদের গাড়ি থেকে নামিয়ে নিয়ে চলে যায় কিছু লোক।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.