গার্ডওয়াল ধসে ট্রাক জলে, মৃত ২ খালাসি |
সেতুর গার্ডওয়াল ভেঙে খালে উল্টে পড়ে স্টোন চিপস্-বোঝাই একটি ট্রাক। মৃত্যু হয়েছে দুই খালাসির। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার কাছে রাঙামেটে সেতুতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে উলুবেড়িয়ার উলুবেড়িয়ার কালীনগর থেকে কাঁজিয়াখালি পর্যন্ত গঙ্গার নদীবাঁধ বরাবর পিচ-রাস্তা তৈরি হচ্ছে। ওই কাজে ব্যবহারের জন্যই স্টোন চিপস্ নিয়ে ডানকুনি থেকে আসছিল দু’টি ট্রাক। প্রথম ট্রাকটি ঠিকঠাক পেরিয়ে গেলেও দ্বিতীয় ট্রাকটি সেতু পেরোনোর সময়ে রেলিংহীন সেতুর গার্ডওয়াল ধসে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পড়ে জোয়ারের জল-ভর্তি খালে। পুলিশ জানায়, এই ঘটনায় জরিফ শেখ (৫২) এবং আখতারুল শেখ (৩২) নামে দুই খালাসির উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানেই ঝাড়খণ্ডের পাকুড় এলাকার বাসিন্দা ওই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অক্ষত অন্য ট্রাকের চালক অর্জুন সিংহ জানান, তখন প্রায় রাত সাড়ে ১২টা। সেতুতে ওঠার আগে দ্বিতীয় ট্রাকটির টায়ার ফেটে যায়। সেই চাকা সারিয়ে ট্রাকটি সেতুতে উঠতেই মুহূর্তে তলার মাটি ধসে ১২ টনেরও বেশি ওজনের ট্রাকটি পড়ে জলে। সেতুর পাশেই থাকেন মৃত্যুঞ্জয় গায়েনের। তিনি বলেন, “গভীর রাতে হঠাৎ শুনি বিকট শব্দ। বাইরে বেরিয়ে দেখি, একটি ট্রাক উল্টে পড়েছে জলে। চালক এবং স্থানীয় মানুষ শাবল দিয়ে কেবিনের দরজা ভেঙে খালাসিদের উদ্ধার করেন। কিন্তু বাঁচানো যায়নি কাউকেই।
|
পুলিশের নাম করে তোলা আদায় করতে গিয়ে ধরা পড়ল এক তোলাবাজ। সোমবার, হাওড়ার মঙ্গলাহাটে। ধৃতের নাম পরিতোষ মজুমদার। অভিযোগ, গত কয়েক মাস ধরে ওই ব্যক্তি প্রতি সোমবার ও মঙ্গলবার ওই হাটের ব্যবসায়ীদের থেকে হাওড়া থানার পুলিশের নাম করে টাকা তুলছিলেন। ব্যবসায়ীদের অভিযোগ, ডালা পিছু ৪০ টাকা করে চাঁদা তুলতেন তিনি। নিজেকে থানার লোক পরিচয় দেওয়ায় ব্যবসায়ীদের একাংশ তা মেনে নেন। কিন্তু আর এক দল ব্যবসায়ী মানতে পারেননি। তাঁরাই হাওড়া সিটি পুলিশকে ঘটনাটি জানালে ওই ব্যক্তি ধরা পড়ে। |