টুকরো খবর
মেঘালয়ে সেতু ভেঙে জখম ৩৯
সেতু ভেঙে জখম হলেন ৩৯ জন ছাত্রছাত্রী ও দুই মার্কিন যাজক। কাল মেঘালয়ের পূর্ব গারো পার্বত্য জেলার বাজেংডোবায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, চিথোচং এলাকায় দিদ্রাম নদীর উপরে একটি ঝুলন্ত সেতু রয়েছে। সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট স্কুলের পড়ুয়াদের নিয়ে, মার্কিন যাজক দম্পতি মারিসা স্ট্যাটেন ও ভেরবর স্ট্যাটেন সেখানে বেড়াতে গিয়েছিলেন। প্রায় ৭০ জন মিলে সেতু পার হওয়ায় সময় তার ছিঁড়ে ভেঙে পড়ে সেতুটি। প্রশাসনের দাবি, সেতুটির বহনক্ষমতা মাত্র ৩০ জনের। অতিরিক্ত ভার সামলাতে পারেনি সেতুটি। আহতদের গোয়ালপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানী বিধায়ক জন ম্যানার মারাক আজ ঘটনাস্থলে যান। তিনি ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দেন। সেতুটি গত বছরই তৈরি হয়েছিল।

কাঞ্চনপুরে ধরা দিল জঙ্গি
কাঞ্চনপুরে হরিমোহন রিয়াং নামে এক প্রাক্তন এনএলএফটি জঙ্গি কাঞ্চনপুর মহকুমা পুলিশ অফিসারের কাছে কাল আত্মসমর্পণ করেছে। এই জঙ্গি জমা দেয় এ কে ৫৬ রাইফেল, ১৫ রাউন্ড গুলি-সহ একটি ম্যাগজিন। হরিমোহন কাঞ্চনপুরের লোগোথানপাড়ার বাসিন্দা। পুলিশের দাবি, হরিমোহন এনএলএফটি (নয়নবাসী) গোষ্ঠীর সদস্য ছিল। পরে এই জঙ্গি সংগঠন ত্যাগ করে সে ব্রু জঙ্গি সংগঠন বিএনএফ গঠন করে। উল্লেখ্য, মিজোরাম থেকে বাস্তুচ্যুত ছ’টি রিয়াং তথা ব্রু জনগোষ্ঠীর সদস্যদের ত্রিপুরার উত্তরে কাঞ্চনপুরে যে ছ’টি শিবির রয়েছে, সেখানে এই ব্রু জঙ্গি সংগঠনের তৎপরতা ক্রমশই বাড়ছে। বিশেষ করে নাইসিংপাড়া, কাশীরামপাড়া ইত্যাদি এলাকায় জঙ্গিরা জোর করে অর্থ সংগ্রহ করছে বলে এলাকাবাসীর একাংশ পুলিশের কাছে অভিযোগও করেছে। রিয়াং শিবির সংলগ্ন এলাকায় পুলিশ ও জঙ্গি সংঘর্ষে সম্প্রতি এক জঙ্গি মারাও গিয়েছে।

বিদেশ মন্ত্রকের অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য
চুরি হল বিদেশ মন্ত্রকের অফিসে। খোয়া গিয়েছে এক শীর্ষ আধিকারিকের ল্যাপটপ ও পেন ড্রাইভ। দেওয়াল ভেঙে ঢোকার চেষ্টা হয় দু’টি ঘরে। কড়া নিরাপত্তা এলাকা হিসেবে চিহ্নিত সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরের ঠিক পাশেই বিদেশ মন্ত্রকের অফিস। সেখানে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, গত শনিবার সংশ্লিষ্ট দফতরের আধিকারিক অমিত নারাং অভিযোগ করেন তাঁর জন্য নির্ধারিত ২৩৫-আই নম্বর ঘর থেকে ল্যাপটপ ও পেন ড্রাইভ চুরি গিয়েছে। শিপ্রা ঘোষ নামে আর এক আধিকারিক অভিযোগ জানান ২৩৫-জি এবং ২৩৫-এইচ নম্বর ঘরের দেওয়াল ভেঙে ঢোকার চেষ্টা হয়েছে। সিসিটিভির ফুটেজের মাধ্যমে চুরির কিনারার চেষ্টা চলছে। তদন্তকারীরা প্রাথমিক ভাবে মনে করছেন, দফতরে কেউই এই কাজ করেছে। মাত্র দু’মাস আগেই নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিস থেকে একটি কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি গিয়েছিল। গত বছর নভেম্বরে একই দফতর থেকে একটি কম্পিউটার চুরি গিয়েছিল।

‘আপত্তিকর বিষয়’ মামলায় রেহাই মাইক্রোসফ্টের
ওয়েবসাইটে আপত্তিকর বিষয়বস্তু দেখানোর অভিযোগ থেকে রেহাই পেল মাইক্রোসফ্ট। আজ দিল্লি হাইকোর্টে বিচারপতি সুরেশ কয়েত মাইক্রোসফ্টের বিরুদ্ধে তদন্তের নির্দেশ খারিজ করেন। ২১টি সংস্থার বিরুদ্ধে ওয়েবসাইটে আপত্তিজনক বিষয় দেখানোর অভিযোগ করে নিম্ন আদালতে মামলা করেন সাংবাদিক বিনয় রাই। নিম্ন আদালতের রায়ে সংস্থাগুলির বিরুদ্ধে তদন্ত চলছিল। আজ হাইকোর্টে মাইক্রোসফ্টের আইনজীবী জানান, মাইক্রোসফ্ট কোনও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয়, যার মাধ্যমে উপভোক্তারা নিজেদের মধ্যে যোগাযোগ করেন। কম্পিউটারের সফ্টওয়্যার নিয়ে তাদের ব্যবসা। তাই তাদের বিরুদ্ধে অভিযোগ ঠিক নয়। গত মাসে আদালতের নির্দেশ মেনে ফেসবুক ও গুগল আপত্তিকর বিষয়গুলি সরিয়ে নেয়। আজ মাইক্রোসফ্টের বিরুদ্ধে তদন্ত খারিজ করে দেওয়ার পাশাপাশি নতুন কোনও অভিযোগ পেলে অভিযোগকারী আবার অভিযোগ জানাতে পারেন বলে জানান বিচারপতি।

তিরাপ ভেঙে দুই জেলা অরুণাচলে
সতেরোতম জেলা পেল অরুণাচল। ভাগ হয়ে গেল তিরাপ জেলা। ওয়াংচো উপাজাতিদের দীর্ঘদিনের দাবি মেনে আজ, লংডিং জেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী নাবাম টুকি। হাজির ছিলেন মন্ত্রী এন টিংখাত্রা-সহ বহু আমলা ও অতিথি। মায়ানমার ও নাগাল্যান্ডের সঙ্গে সীমানা রয়েছে লংডিং জেলার। সন্ত্রাস জর্জরিত এই অঞ্চল রাজ্যের সব থেকে পিছিয়ে থাকা এলাকাগুলির অন্যতম। প্রাক্তন মুখ্যমন্ত্রী দোর্জি খান্ডুর আমলেই লংডিংকে স্বতন্ত্র জেলা করার প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রায় ৫০ হাজার ওয়াংচু উপজাতির বাস এখানে। একদা ‘মুণ্ডশিকারি’ হিসাবে খ্যাতি ছিল ওয়াংচদের।

ট্রেনযাত্রীর ব্যাগে মিলল কার্তুজ
ট্রেনযাত্রীর ব্যাগে মিলল হাজারটি তাজা কার্তুজ। ঘটনাটি ঘটেছে নগাঁও জেলার হোজাইয়ে। পুলিশ জানায়, আজ চেন্নাই এগমোর এক্সপ্রেস ট্রেনে নিয়মমাফিক তল্লাশি চালানোর সময় দীপুকুমার গুপ্ত নামে বিহারের এক যাত্রীর ব্যাগ থেকে ৭.৬২ মিলিমিটার বোরের হাজারটি কার্তুজ উদ্ধার হয়। দীপুকুমারকে গ্রেফতার করা হলেও, তার সঙ্গী প্রমোদ যাদব পালিয় যায়।

ঘুমন্ত বিধায়কের ছবি তোলায় প্রহৃত সাংবাদিক
মেঘালয় বিধানসভা চত্বরে এক বিধায়কের হাতে মার খেলেন চিত্র সাংবাদিক। ঘটনাটির মতোই তাঁর ‘দোষ’টিও অভিনব। বিধানসভা চলাকালীন এক দিন ঘুমোচ্ছিলেন কংগ্রেসের এক বিধায়ক। মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করে রাখেন ওয়াল্টন লাইতন নামের ওই চিত্র সাংবাদিক। পর দিন তাঁর তোলা সেই ছবি ছেপে বেরোয় বেশ কিছু স্থানীয় সংবাদপত্রে। আজ বিধানসভায় চলছিল মুখ্যমন্ত্রীর বাজেট বক্তৃতা। বক্তৃতা শেষের পর প্রতিশোধ নিতে তাঁর উপর ওই বিধায়ক চড়াও হন বলে অভিযোগ ওয়াল্টনের। পুলিশে এ নিয়ে লিখিত অভিযোগ জানান তিনি। বিধানসভা চত্বরের মধ্যে এ রকম ঘটনা ঘটায় অবাক সকলেই। আগামী দিনে সভার মধ্যে এ নিয়ে সরব হবেন বলে জানিয়েছেন বিরোধীরা।

ছাত্রের আত্মহত্যায় দায়ী এইমস, দাবি চিঠিতে
এইমস-এর ছাত্র অনিলকুমার মিনার আত্মহত্যার জন্য এইমস-কর্তৃপক্ষকেই দায়ী করলেন অরুণাচল প্রদেশের সাংসদ তাকাম সঞ্জয়। এ বিষয়ে তিনি বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন। সেই চিঠিতে তিনি জানিয়েছেন, রাজস্থানের পিছিয়ে পড়া সম্প্রদায়ের একটি পরিবার থেকে অত্যন্ত মেধাবী ছাত্র অনিল এইমস-এ পড়ার সুযোগ পান। কিন্তু এইমস-কর্তৃপক্ষ তাঁর সঙ্গে বৈষম্যমূলক ব্যবহার করতেন। ইংরেজি ভাষায় দক্ষ না হওয়ার জন্য প্রায়ই তাঁকে অপমানিত হতে হত বলে চিঠিতে অভিযোগ করেছেন ওই সাংসদ। ভাষার দুর্বলতা কাটাতে অন্য শিক্ষকদের সাহায্য চাইলেও তা পাননি তিনি। সঞ্জয় লিখেছেন, “শিক্ষকদের কাছ থেকে দুর্বব্যবহার পাওয়ার ফলে ভেঙে পড়েন অনিল। এর ফলেই ৩ মার্চ তিনি আত্মহত্যা করেন তিনি।”

লরির চাকায় পিষ্ট ৩ স্কুলছাত্র
রাস্তার ধারের একটি কলে জল খেতে এসে লরির চাকায় পিষ্ট হয়ে দুই ভাই-সহ তিন স্কুল ছাত্রের মৃত্যু হল। আজ ঘটনাটি ঘটেছে জামুই জেলার লক্ষ্মীপুর থানা এলাকায়। এই ঘটনার পরে এলাকার মানুষ বিকেল পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন। মৃত তিন ছাত্রের নাম হল: মৌসম কুমার (১০), তার ভাই মোহিত কুমার (৯) এবং অংশু কুমার (১১)। পুলিশ জানিয়েছে, বেলা ১২ টা নাগাদ স্থানীয় একটি স্কুলের তিন ছাত্র রাস্তার পাশের একটি টিউবওয়েলে জল খেতে আসে। এমন সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন ছাত্রকে পিষে দেয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.