স্বর্ণশিল্পীদের প্রতিবাদ জেলায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুরের বড়বাজারে বন্ধ সোনার দোকান। সোমবারের নিজস্ব চিত্র। |
এ বার সাধারণ বাজেটে কেন্দ্র সোনা ও সোনার গয়নার উপরে অতিরিক্ত শুল্ক ধার্য করায় প্রতিবাদে সরব হয়েছেন স্বর্ণশিল্পীরা। কেন্দ্রের এই পদক্ষেপের প্রতিবাদে সোমবার বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি-র ডাকে পশ্চিম মেদিনীপুর জেলায় গয়নার দোকান বন্ধ রাখা হয়। কাজে যোগ দেননি অধিকাংশ স্বর্ণশিল্পীই। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির মেদিনীপুর শহর কমিটির সম্পাদক জিতেন্দ্রনাথ দাস বলেন, “স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের উপরে অত্যধিক হারে শুল্ক ধার্য করা হয়েছে। এতে স্বর্ণশিল্পের সঙ্গে জড়িত সকলেই ক্ষতিগ্রস্ত হবেন।” ঘাটাল, দাসপুরের বহু মানুষ বাইরের রাজ্যে সোনার কাজে যান। কেন্দ্রের পদক্ষেপে তাঁদেরও জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা সমিতির।
|
২০০৪-’০৫ থেকে ২০০৯-’১০ অর্থবর্ষে দেশে দারিদ্র -সীমার নীচে থাকা মানুষের অনুপাত প্রায় ৭৪ বেসিস পয়েন্ট কমেছে বলে জানাল যোজনা কমিশন। সোমবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০০৪-’০৫ সালে দারিদ্রসীমার নীচে ছিলেন মোট জন- সংখ্যার ৩৭.২%। ২০০৯-’১০ সালে তা কমে দাঁড়িয়েছে ২৯.৮%।
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দেবব্রত সরকার ইউনিয়ন ব্যাঙ্কের চেয়ারম্যান-ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন। তিনি এম ভি নায়ারের স্থলাভিষিক্ত হবেন। দেবব্রতবাবু বর্তমানে এলাহাবাদ ব্যাঙ্কের এগ্জিকিউটিভ ডিরেক্টর।
|
ফেব্রুয়ারিতে বাড়ল ক্রেতাদের খুচরো দামের ভিত্তিতে নির্ধারিত মূল্যবৃদ্ধি সূচক। তা দাঁড়িয়েছে ৮.৮৩%। জানুয়ারিতে প্রথম প্রকাশের সময় যা ছিল ৭.৬৫%। |