বাস উল্টে জখম, অবরোধ সাঁইথিয়ায়
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
সাঁইথিয়ায় উল্টে যাওয়া বাস। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়। |
পাঁচিলে ধাক্কা মেরে উল্টে গেল একটি বেসরকারি বাস। জখম হলেন ২৮ জন যাত্রী। এর প্রতিবাদে এবং রাস্তা সারানোর দাবিতে সোমবার দুপুর পৌনে১২টা সাঁইথিয়া থানা এলাকার কুনুরী বাস স্ট্যান্ডের কাছে, সিউড়ি-সাঁইথিয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ফলে প্রায় ঘণ্টা দু’য়েক ওই রাস্তায় যানচলাচল ব্যাহত হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে সাঁইথিয়া-সিউড়ি রুটের ওই বেসরকারি বাসটি সাঁইথিয়া থেকে সিউড়ি যাচ্ছিল। কুনুরী বাস স্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রাস্তার পাশে থাকা একটি বাড়ির পাঁচিলে ধাক্কা মারে এবং ডান দিকে কাত হয়ে উল্টে যায়। জখম বাস যাত্রীদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বাসিন্দাদের দাবি, খানা খন্দে ভরা সাঁইথিয়া-সিউড়ি রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে। পুলিশ বাসটি আটক করছে। চালক ও খালাসি পলাতক। |
বোমাবাজি করে ‘অপহরণ’
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
হাসপাতালে আহত বাসিন্দা। নিজস্ব চিত্র। |
ভরা বাজারে সন্ধ্যায় বোমাবাজি করে এক ব্যক্তিকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা। সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ সাঁইথিয়ার সন্ধানীমোড়ের কাছে এই ঘটনা ঘটে। বোমার আঘাতে ও রাস্তার উপর পড়ে গিয়ে কয়েকজন জখম হন। এক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। এসপি হৃষিকেশ মিনা বলেন, “দুষ্কৃতীরা কয়েকটি বোমা ফাটিয়ে এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়েছে। ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। জেলার সমস্ত থানা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। বোমাবাজির ঘটনায় এক পথচারী জখম হন।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধানীমোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে ওই বোমাবাজির ঘটনা ঘটেছে। সেই সময় সাঁইথিয়া মেন রোডের উপর দিয়ে অনেক যানবাহন ও পথচারী যাতায়াত করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চার-পাঁচ জন লোক হঠাৎ বোমবাজি শুরু করে। পরপর চারটি বোমা ফাটানো হয়। চারদিক ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কে অনেকেই দৌড় লাগান। রাস্তার উপরে সাইকেল, মোটরবাইক নিয়ে অনেকে পড়েও যান। সেই সুযোগে দুষ্কৃতীরা এক ব্যক্তির মাথায় বন্দুক ঠেকিয়ে টানতে টানতে খানিক দূরে নিয়ে গিয়ে একটি গাড়িতে চাপায়। তারপরে গাড়ি নিয়ে দুষ্কৃতীরা ময়ূরাক্ষী নদীর দিকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দৌড়ে আসে। সুজন দাস নামের স্থানীয় কুমড়ি গ্রামের এক বাসিন্দা বোমায় জখম হন। |
বাড়িতে দুষ্কৃতী হানা
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
মারধর করে নগদ টাকা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে ময়ূরেশ্বর থানার ষাটপলশা হাট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় হাইস্কুল লাগোয়া একটি দোতলা বাড়িতে এক মূক ননদকে নিয়ে থাকেন দীপালি ঘোষ নামে এক বিধবা মহিলা। ওই রাতে তিনি যখন এক তলায় খাবার নিতে নামেন তখন দুই দুষ্কৃতী দরজা থোলা পেয়ে তাঁকে কাপড়ে বেঁধে উপরে নিয়ে যায়। তার পরে অস্ত্র দেখিয়ে আলমারি খুলতে বাধ্য করেন। সেখানে সংসার খরচের জন্য রাখা নগদ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে রাতেই পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, দুষ্কৃতীদের খোঁজ চলছে। |
বোমায় জখম বধূ
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
কাগজ কুড়োতে গিয়ে বোমা ফেটে জখম হলেন এক বধূ। বুলু বাউড়ি নামে ওই বধূকে গুরুতর জখম অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে সিউড়ি থানার হাটজনবাজার এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সাঁইথিয়ার লাউতোড়ের বাসিন্দা ওই বধূ এবং তাঁর স্বামী হাটজনবাজার এলাকায় কাগজ কুড়োচ্ছিলেন। কাগজ বস্তায় ভরে বন্ধ করে গেলে বোমা ফেটে যায়। পুলিশ জানায়, কী ভাবে ওখানে বোমা এল তা খতিয়ে দেখা হচ্ছে। |