টুকরো খবর |
স্তন ক্যানসার নিয়ে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রথম অবস্থায় ধরা পড়লে স্তন ক্যানসার সেরে যায়। অথচ ভারতে প্রতি বছর যত মহিলা ক্যানসারে মারা যান, তার মধ্যে এতেই মৃত্যু সবচেয়ে বেশি। সমীক্ষা বলছে, ভারতে প্রতি ৩ মিনিটে এক জনের এই রোগ নির্ণয় হয় এবং প্রতি মিনিটে এক জন এই রোগে মারা যান। চিকিৎসকদের মতে, সচেতনতার অভাবই এর কারণ। তা বাড়াতেই শনিবার এক আলোচনাসভা করে ব্রেস্ট ক্যানসার ফাউন্ডেশন, ইন্ডিয়া। সংস্থার জাতীয় সচিব জিতেন্দ্রকুমার সিংহ বলেন, “সপ্তাহে এক বার স্তন পরীক্ষা করা এবং মাংসপিন্ড হয়েছে বুঝলেই চিকিৎসকের কাছে গেলে প্রতি বছর কয়েক হাজার মহিলা বাঁচতে পারেন। এই সচেতনতা ছড়ানোই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” এ দিন সংস্থার উদ্যোগে নিখরচায় ১০০ জনের স্তন পরীক্ষা ও ম্যামোগ্রাফি করা হয়।
|
লেবার রুমে অগ্নিকাণ্ড
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
রবিবার সকালে হুগলির চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের প্রসূতি বিভাগের লেবার রুমে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে, তার আগেই অগ্নি-নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরা। হাসপাতাল সূত্রের খবর, এ দিন সকাল ১১টা নাগাদ লেবার রুমের দেওয়ালে আটকানো একটি পাখা থেকে আগুন বেরোতে দেখা যায়। প্রথামিক ভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের সুপার শ্যামলকুমার ভট্টাচার্য বলেন, “আমাদের কর্মীরাই আগুন নিভিয়ে ফেলেন। আগুনে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সময় লেবার রুমে কোনও রোগিণী ছিলেন না।”
|
মহিলাদের নিয়ে সচেতনতা শিবির
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
রিষড়া-কোন্নগর (শহর) শিশু বিকাশ সেবা প্রকল্পের আইসিডিএস পরিষেবাভুক্ত মহিলাদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল গত ২৫ ফেব্রুয়ারি। হুগলির শ্রীরামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর এবং উদ্যোগে রিষড়া-কোন্নগর (শহর) শিশু বিকাশ সেবা প্রকল্পের যৌথ উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়। মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মা ও শিশুর পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, কিশোরী মেয়ের সঠিক পরিচর্যা-সহ এই সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, এই বিষয়ের উপরে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল দুই শহরের পাঁচটি জায়গায়। উপভোক্তা মা, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং কিশোরীরা ওই ক্যুইজ প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন।
|
কলেজে সেমিনার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
মহিলা কলেজে ‘সেভ দ্য গার্ল চাইল্ড’ সেমিনার। ছবি: রামপ্রসাদ সাউ। |
‘সেভ দ্য গার্ল চাইল্ড’ শীর্ষক সেমিনার হল মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে। মহিলা কলেজের দর্শন বিভাগ ও এনএসএস ইউনিট এবং জেলা স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত শনিবারের এই সেমিনারে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দ্র পাত্র, কলেজ অধ্যক্ষ উদয়চাঁদ পাল, গার্গী মিদ্যা প্রমুখ। সেমিনারে দুই শতাধিক ছাত্রী যোগ দেন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “ভ্রূণহত্যা পাপ। এর বিরুদ্ধে সকলকেই এগিয়ে আসতে হবে। অন্যকেও সচেতন করতে হবে।”
|
স্বাস্থ্যশিবির
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
বিনামূল্যে রবিবার এক দিনের একটি স্বাস্থ্যশিবির হয়ে গেল দুবরাজপুরের হেতমপুরে। উদ্যোক্তা, স্থানীয় হেতমপুর পঞ্চায়েত। সাধারণ বিভাগ, চক্ষু ও স্ত্রীরোগ বিভাগ-সহ একাধিক বিভাগের চিকিৎসকেরা ওই পঞ্চায়েত এলাকার ২২টি গ্রামের ২৫০ জন রোগীর চিকিৎসা করেন। রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা কার্ডধারী মানুষেরা কী ভাবে এই যোজনার সুবিধা পেতে পারেন মূলত সেই উদ্যেশ্য নিয়েই এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন হেতমপুর পঞ্চায়েত প্রধান চায়না দাস। ওই একই দিনে আরেকটি স্বাস্থ্য শিবির হয়েছে সদাইপুর থানা এলাকার মুথাবেরিয়া গ্রামে। বিনামূল্যে এলাকার ৪৫০ জন রোগী সাধারণ বিভাগ, হোমিওপ্যাথি ও চক্ষুবিভাগে অস্ত্রপ্রচার ও চিকিৎসা করানোর সুযোগ পেয়েছেন। উদ্যোক্তা স্থানীয় হজরত সৈয়েদেনা হোসেনিয়া মাদ্রাসা কমিটি।
|
স্বাস্থ্যকর্মীদের মিছিল বান্দোয়ানে
নিজস্ব সংবাদদাতা • বান্দোয়ান |
স্বাস্থ্যকেন্দ্রে হামলার প্রতিবাদে এবং সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মিছিল করলেন। শনিবার বিকেলে বান্দোয়ানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওই মিছিল বের হয়। বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মিছিলটি শুরু হয়ে বাজার পরিক্রমা করে ব্লক অফিস পর্যন্ত যায়। ব্লক স্বাস্থ্য আধিকারিক অবিনাশ বেসরা বলেন, “সম্প্রতি এই স্বাস্থ্যকেন্দ্রে একটি শিশু মৃত্যুর জেরে সেখানে ভাঙচুর ও হামলা চালান হয়েছিল। স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বাসিন্দাদের সহযোগিতা চেয়ে আমরা মিছিল করি।
|
স্বাস্থ্য শিবির
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, শিলিগুড়ি পুরসভা, গ্রেটার শিলিগুড়ি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনস, একটি ক্লাব এবং ১৮ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে রবিবার গাঁধী হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য শিবির হয়। শিবিরে ৫১০ জনের শারীরিক নানা সমস্যার চিকিৎসা করানো হয়। এদিন শিবিরের উদ্বোধন করেন এসজেডিএ-র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। ছিলেন মেয়র গঙ্গোত্রী দত্ত, কৃষ্ণ পাল, মৈত্রেয়ী চক্রবর্তী, নিখিল সাহানি-সহ অন্যান্যরা।
|
স্বাস্থ্য শিবির |
রবিবার হাতিঘিষায় যুব ফেডারেশনের উদ্যোগে স্বাস্থ্য শিবির হয়। |
|