|
|
|
|
|
|
|
নোটিস বোর্ড |
|
|
|
• ডহরিসিংহ গৌর বিশ্ববিদ্যালয়, সাগর (মধ্যপ্রদেশ)-এ স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য ফর্ম দেওয়া হচ্ছে। ভর্তি হতে প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা হবে ৯ এবং ১০ জুন। অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১০ এপ্রিল। পোস্টে পাঠাবার শেষ তারিখ ২০ এপ্রিল। ওয়েবসাইট: www.dhsgsu.ac.in
• ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, বেঙ্গালুরুতে বিভিন্ন প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। কোর্সগুলি: ১) রিসার্চ প্রোগ্রাম [পিএইচ ডি/ এম এসসি (ইঞ্জিনিয়ারিং)]; ২) কোর্স প্রোগ্রাম (এম ই/ এম টেক/ এম ডিস/ এম ম্যানেজমেন্ট); ৩) ইন্টিগ্রেটেড পিএইচ ডি প্রোগ্রাম; ৪) এক্সটার্নাল রেজিস্ট্রেশন প্রোগ্রাম (শুধু পিএইচ ডি)। এক মাত্র অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করা যাবে সংশ্লিষ্ট কোর্সের জন্য। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২১ মার্চ। পরীক্ষা হবে ২৯ এপ্রিল। ওয়েবসাইট: http://www.iisc.ernet.in/
• ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এগজামিনেশন হবে ১৫ জুন। যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ওয়্যারলেস কমিউনিকেশনস, ইলেকট্রনিক্স, রেডিয়ো ফিজিক্স বা রেডিয়ো ইঞ্জিনিয়ারিং-এ স্পেশাল বিষয় সহ মাস্টার্স বা সমতুল ডিগ্রিও কিছু কিছু পরিষেবা বা পোস্টের ক্ষেত্রে গ্রহণ করা হয়। বয়স থাকতে হবে যে বছর পরীক্ষা সে বছর ১ অগস্ট ২১ থেকে ৩০ বছরের মধ্যে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২৬ মার্চ। ওয়েবসাইট: www.upsc.gov.in
• ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কেটারিং টেকনলজি স্বীকৃত দেশের বিভিন্ন হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে হসপিটালিটি এবং হোটেল অ্যাডমিনিস্ট্রেশন-এ তিন বছরের পূর্ণ সময়ের স্নাতক কোর্স করার জন্য সর্বভারতীয় পরীক্ষা হবে ২৮ এপ্রিল। ইংরেজি একটি বিষয় সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ। সাধারণ এবং অন্যান্য অনুন্নত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ১.০৭.২০১২- য় বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ২২ বছর। আর তফসিলি জাতি/ জনজাতির ক্ষেত্রে এই বয়স হতে হবে ২৫ বছর। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৩ এপ্রিল। আরও জানতে দেখতে হবে ওয়েবসাইট: www.nchmct.org
• ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনলজি, খড়্গপুরে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস্-এ স্পেশালাইজেশন সহ তিন বছরের এলএলবি কোর্সে ভর্তির জন্য ফর্ম দিচ্ছে। অনলাইন প্রক্রিয়ায় ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২৬ মার্চ। আর পোস্টের মাধ্যমে ফর্ম জমা দেওয়া যাবে ২ এপ্রিলের মধ্যে। পরীক্ষা ৬ মে। ওয়েবসাইট: www.iitkgp.ac.in |
|
|
|
|
|