প্রতিরক্ষা ক্ষেত্রে প্রায় দশ হাজার ছ’শো চল্লিশ কোটি ডলার বরাদ্দ করল চিন। যা গত বছরের থেকে প্রায় ১১.২ শতাংশ বেশি। আজ এ কথা জানিয়েছেন ন্যাশনাল পিপলস কংগ্রেসের এক মুখপাত্র। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘদিন ধরেই প্রভাব বাড়ানোর চেষ্টা করছে চিন। এই পদক্ষেপ তারই অঙ্গ কি না সে ব্যাপারে জল্পনা শুরু হয়েছে। গত কয়েক বছর ধরেই প্রতিরক্ষা ক্ষেত্রে নিয়মিত ভাবে বরাদ্দ বাড়িয়ে গিয়েছে চিন। গত বছরও তারা প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছিল প্রায় ১২.৭ শতাংশ। কিন্তু এ বছরই প্রথম তাদের প্রতিরক্ষা খাতে ব্যয় দশ হাজার ডলার স্পর্শ করল। বিশেষজ্ঞদের মতে, চিনের এই পদক্ষেপ ভারতের প্রতিরক্ষা বরাদ্দের পরিমাণের উপরেও প্রভাব ফেলতে পারে।
প্রতিরক্ষা বরাদ্দ বাড়ানোর এই সিদ্ধান্ত চিন্তা বাড়িয়েছে আমেরিকা এবং জাপানের। ২০১৫ সালের মধ্যে চিনের প্রতিরক্ষা বরাদ্দের পরিমাণ ভারত-সহ দশটি এশীয় দেশের মিলিত প্রতিরক্ষা বরাদ্দকে ছাপিয়ে যাবে বলে দাবি করেছে একটি ইউরোপীয় সংস্থা। চিনের প্রতিরক্ষা বরাদ্দ সরকারি ভাবে যা দেখানো হয়, প্রকৃত পক্ষে তার থেকে অনেকটাই বেশি বলেও দাবি বিশেষজ্ঞদের। চিন অবশ্য এ সবই ‘অলীক কল্পনা’ বলে উড়িয়ে দিয়েছে। চিনের প্রাক্তন বিদেশমন্ত্রীর কথায়, “প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত আর্থিক বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখেই নেওয়া হয়েছে।”
|
প্রেসিডেন্ট বারাক ওবামা বিশেষ বিপর্যয় মোকাবিলা সংস্থার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আশপাশের অঞ্চল থেকেও অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু শুক্রবারের টর্নেডোর পরে ধ্বংসস্তূপের নীচ থেকে জীবন্ত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মৃতের সংখ্যা ৩৮ ছাড়িয়েছে। তবে নিখোঁজদের আত্মীয়েরা ধ্বংসস্তূপ সরিয়ে কাছের মানুষকে খুঁজছেন। পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। ঝড়ে সব থেকে ক্ষতিগ্রস্ত আলাবামা, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেন্টাকি ও ওহায়ো। সর্বত্রই ধ্বংসের চিহ্ন। শুক্রবার রাতে টনের্ডোর থেকে বাঁচতে রেস্তোরাঁয় আশ্রয় নিয়েছিলেন এক দম্পতি। ঝড়ের দাপটে একটি স্কুলবাস রেস্তোরাঁর দেওয়াল ভেঙে ঢুকে চাপা দেয় ওই দম্পতিকে। এ দিকে, আজ সকালেই ইন্ডিয়ানায় দু’বছরের এক শিশুকন্যা উদ্ধার হয়েছে।
|
কঙ্গোয় অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ, মৃত ২০৬
সংবাদসংস্থা • ব্রাজাভিল |
কঙ্গোর রাজধানী ব্রাজাভিলের অস্ত্রভাণ্ডারে পর পর কয়েকটি বিস্ফোরণে কম করে ২০৬ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন এক ইউরোপীয় কূটনীতিক। ওই কূটনীতিক আরও জানান, আহত প্রায় দেড় হাজার। এর মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। সরকারের তরফে অবশ্য এই বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে নাম জানাতে অনিচ্ছুক কয়েক জন সেনা জানিয়েছেন, বিস্ফোরণের মাত্রা ছিল তীব্র। বিস্ফোরণে কয়েকটি বাড়ি গুঁড়িয়ে গিয়েছে। সেনা ছাউনি সংলগ্ন একটি গির্জাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও এক কূটনীতিক জানিয়েছেন, কোনও রাজনৈতিক কারণে এই ঘটনা হয়েছে বলে মনে হয় না।
|
নেপালের কাঠমান্ডুর এক বাজারে বিধ্বংসী আগুনে একই পরিবারের পাঁচ জন-সহ মোট ছ’জনের মৃত্যু হয়েছে। ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
|
ভোটগ্রহণ রাশিয়ায় |
|
|
|
প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রবিবার ভোটগ্রহণ হল রাশিয়ায়। প্রায় ২১ ঘণ্টা ধরে গোটা দেশের প্রায়
৯০ হাজার
বুথে ভোট চলে।
নজরদারির কাজে ব্যবহার করা হয় কমপক্ষে ১ লক্ষ ওয়েবক্যাম। ভোটে শান্তি
বজায় রাখতে
রেড স্কোয়্যারের সামনে সাঁজোয়া
গাড়ির
ভিড়। বুথে হাজির বর্তমান রুশ
প্রেসিডেন্ট দিমিত্রি
মেদভেদেভ এবং তৃতীয় দফায় প্রেসিডেন্ট পদপ্রার্থী ভ্লাদিমির পুতিন। |
|