চিতাবাঘের চামড়া উদ্ধার, গ্রেফতার ১ |
পলামুর ফুলওয়ারি গ্রামের একটি বাড়ি থেকে চিতাবাঘের চামড়া উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে অমৃক সিংহ নামে চোরাশিকারি চক্রের এক পাণ্ডাকেও। আন্তর্জাতিক চোরাকারবারি একটি চক্রের সঙ্গে এই চোরাশিকারি গোষ্ঠীর যোগসূত্র থাকতে পারে বলে বনকর্তাদের সন্দেহ। বন দফতর সূত্রে জানানো হয়েছে, চোরাশিকারিদের এই দলটি কয়েক মাস ধরে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। ওই দলের আরও চারজনের নামধাম পাওয়া গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া চামড়াটি থেকে স্পষ্ট, এটি একটি পূর্ণবয়স্ক চিতাবাঘেরই চামড়া। প্রায় সাত ফুট লম্বা চিতাবাঘটিকে চোরাশিকারিরা গুলি করে হত্যা করে। চামড়াটি পরীক্ষা করে বন দফতর থেকে বলা হয়েছে, এটিকে মাস দুয়েক আগে হত্যা করা হয়েছিল।
|
তোর্সা নদীর চর থেকে উদ্ধার হল গন্ডারের দেহ। সোমবার বন্যপ্রাণ-৩ বিভাগের কোদালবস্তি রেঞ্জের মালঙ্গি জঙ্গলের ভিতরে পূর্ণবয়স্ক গন্ডারটি বনকর্মীরা দেখতে পান। ওই বন বিভাগের ডিএফও রাজেন্দ্র জাখর জানান, আড়াই মাস আগে গন্ডারটি লড়াইয়ে জখম হয়। দু’বার সেটির চিকিৎসাও হয়। তার পরে এটি জঙ্গলে ঢুকে পড়ায় নজরে রাখা হয়নি। এদিন মৃতদেহের সঙ্গে এটির খড়্গ অক্ষত অবস্থায় মেলে। এদিন ময়না তদন্ত করে পুঁতে দেওয়া হয়। |