টুকরো খবর
আজ ভোট ৫ কলেজে
আজ ভোট। প্রস্তুতি বালুরঘাট কলেজে। ছবি দু’টি অমিত মোহান্তের তোলা।
আজ, বুধবার দক্ষিণ দিনাজপুরের পাঁচটি কলেজে ছাত্র সংসদের নির্বাচন। নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা রয়েছে বালুরঘাট ও গঙ্গারামপুরে। গোলমাল এড়াতে কড়া পুলিশি ব্যবস্থা করেছে জেলা পুলিশ। ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বসানো হয়েছে সিসিটিভিও। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কলেজগুলি ভোট গ্রহণের কাজ চলবে। জেলা পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “ভোট গ্রহণের দু ঘন্টা আগে থেকে গনণা পর্যন্ত কলেজের আশেপাশে ১৫০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। জেলার ৩৫০ জন সশস্ত্র পুলিশ ছাড়াও বাইরের জেলা থেকে অফিসার সহ আরও ৮০ জন পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। বালুরঘাট ও গঙ্গারামপুরে কলেজ ভোট উত্তেজনা থাকায় সিসিটিভি বসানো হয়েছে।” বালুরঘাট কলেজ, বালুরঘাট মহিলা কলেজ, গঙ্গারামপুর কলেজে সিপি ও টিএমসিপি জেোটবদ্ধভাবে এসএফআই ও পিএসইউ বাম জোটের সঙ্গে লড়ছে। হরিরামপুর কলেজে জোট নিয়ে বিতর্ক রয়েছে। বুনিয়াদপুর কলেজের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ভোট বয়কটের ডাক দিয়েছে সিপি। এখানে টিএমসিপি’র সঙ্গে এসএফআই-র লড়াই হচ্ছে। ইতিমধ্যে গঙ্গারামপুরে ৩০ টি আসনের মধ্যে ৬টি এবং বালুরঘাট কলেজে ৫১ টি আসনের মধ্যে ২টি আসনে টিএমসিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে।

দাবি দ্রুত নির্বাচনের
দ্রুত হলদিবাড়ি কলেজের ছাত্র সংসদের সম্পাদক নির্বাচনের দাবি জানাল এসএফআই। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে কলেজের নির্বাচনের বিষয়ে ছয়দফা দাবি নিয়ে অধ্যক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। এসএফআইএর হলদিবাড়ি ব্লকের সম্পাদক প্রদীপ সিংহ জানান, অধ্যক্ষ সঠিক কাজ করছেন না। আমাদের দাবি নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। সংসদের সাধারণ সম্পাদক-সহ অন্যান্য পদের নির্বাচনের দ্রুত দিন ঠিক করতে হবে। হলদিবাড়ি কলেজের অধ্যক্ষ তরুণ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “সবই পদ্ধতি মেনেই করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে যা নির্দেশ দেওয়া হবে তাই করা হবে।” যৌথ ভোটে লড়াই করলেও গত ১১ ফেব্রুয়ারি সংসদের ক্ষমতা দখল নিয়ে সিপি এবং টিএমসিপি’র মধ্যে সাধারণ সম্পাদক পদ নিয়ে মতবিরোধ দেখা দেয়। অধ্যক্ষকে দুই তরফে একাধিক প্যানেল জমা দেওয়া হয়। গোলামাল বাড়ায় অধ্যক্ষ পদাধিকারী নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে দেন।

পার্কিং ফি আদায়ে জবরদস্তি
জল্পেশ মেলা প্রাঙ্গনে জেলা পরিষদের নামে ইচ্ছে মতো পার্কিং ফি আদায়ের অভিযোগ উঠেছে। ছোট গাড়ি মেলায় পৌঁছতেই ৫০ টাকা এবং ৩০ টাকা ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। গাড়ি চালকদের অভিযোগ, কেন দু’রকম ফি নেওয়া হচ্ছে তাঁর সদুত্তর মিলছে না। উল্টে খারাপ ব্যবহার করছেন মেলার ইজারাদার নিযুক্ত কর্মীরা। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূণ্যার্থীদের সঙ্গে এমন দুব্যর্বহার করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। মেলার ইজারাদারদের অন্যতম জ্যোতিষ সেন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, “মেলার মাঠে ছোট গাড়ি রাখার জন্য ২০ টাকা এবং বাসের জন্য ৫০ টাকা ফি ধার্য হয়েছে।” জ্যোতিষবাবু ওই দাবি করলেও মেলায় আসা গাড়ি চালকদের হাতে হাতে ঘুরছে ৫০ টাকা ও ৩০ টাকার রসিদ। ছোট গাড়ির মালিক ফালাকাটার রতন দাস ৫০ টাকার একটি রসিদ দেখিয়ে বলেন, “সিলমোহর, জেলা পরিষদের সই ছাড়াই ইজারাদারের কর্মী টাকা নিয়ে গেলেন।” মেলা শুরুর পরে পার্কিং ফি নিয়ে এমন অভিযোগ জেলা পরিষদের কর্তাদের কানেও পৌঁছেছে।

আজ ভোট ৫ কলেজে
আজ, বুধবার দক্ষিণ দিনাজপুরের পাঁচটি কলেজে ছাত্র সংসদের নির্বাচন। নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা রয়েছে বালুরঘাট ও গঙ্গারামপুরে। গোলমাল এড়াতে কড়া পুলিশি ব্যবস্থা করেছে জেলা পুলিশ। ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বসানো হয়েছে সিসিটিভিও। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কলেজগুলি ভোট গ্রহণের কাজ চলবে। জেলা পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “ভোট গ্রহণের দু ঘন্টা আগে থেকে গনণা পর্যন্ত কলেজের আশেপাশে ১৫০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। জেলার ৩৫০ জন সশস্ত্র পুলিশ ছাড়াও বাইরের জেলা থেকে অফিসার সহ আরও ৮০ জন পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। বালুরঘাট ও গঙ্গারামপুরে কলেজ ভোট উত্তেজনা থাকায় সিসিটিভি বসানো হয়েছে।” বালুরঘাট কলেজ, বালুরঘাট মহিলা কলেজ, গঙ্গারামপুর কলেজে সিপি ও টিএমসিপি জেোটবদ্ধভাবে এসএফআই ও পিএসইউ বাম জোটের সঙ্গে লড়ছে। হরিরামপুর কলেজে জোট নিয়ে বিতর্ক রয়েছে। বুনিয়াদপুর কলেজের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ভোট বয়কটের ডাক দিয়েছে সিপি। এখানে টিএমসিপি’র সঙ্গে এসএফআই-র লড়াই হচ্ছে। ইতিমধ্যে গঙ্গারামপুরে ৩০ টি আসনের মধ্যে ৬টি এবং বালুরঘাট কলেজে ৫১ টি আসনের মধ্যে ২টি আসনে টিএমসিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে।

দাবি দ্রুত নির্বাচনের
দ্রুত হলদিবাড়ি কলেজের ছাত্র সংসদের সম্পাদক নির্বাচনের দাবি জানাল এসএফআই। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে কলেজের নির্বাচনের বিষয়ে ছয়দফা দাবি নিয়ে অধ্যক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। এসএফআইএর হলদিবাড়ি ব্লকের সম্পাদক প্রদীপ সিংহ জানান, অধ্যক্ষ সঠিক কাজ করছেন না। আমাদের দাবি নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। সংসদের সাধারণ সম্পাদক-সহ অন্যান্য পদের নির্বাচনের দ্রুত দিন ঠিক করতে হবে। হলদিবাড়ি কলেজের অধ্যক্ষ তরুণ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “সবই পদ্ধতি মেনেই করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে যা নির্দেশ দেওয়া হবে তাই করা হবে।” যৌথ ভোটে লড়াই করলেও গত ১১ ফেব্রুয়ারি সংসদের ক্ষমতা দখল নিয়ে সিপি এবং টিএমসিপি’র মধ্যে সাধারণ সম্পাদক পদ নিয়ে মতবিরোধ দেখা দেয়। অধ্যক্ষকে দুই তরফে একাধিক প্যানেল জমা দেওয়া হয়। গোলামাল বাড়ায় অধ্যক্ষ পদাধিকারী নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে দেন।

সংসদের নির্দেশিকা
মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্র ও লাগোয়া চত্বরে থাকা প্রাথমিক বিদ্যালয়গুলিতে মর্নিং শিফটে ক্লাস চালানোর নির্দেশ জারি করল কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ। গত সোমবার সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার ওই নির্দেশ জারি করেছেন। প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রেই জানা গিয়েছে, এবারের মাধ্যমিক পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। মার্চের ৭ তারিখ চলবে। দুপুর ১২টা থেকে বিকাল ৩টে পর্যন্ত পরীক্ষা হবে। এতে পরীক্ষাকেন্দ্র ও লাগোয়া প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়গুলিতে ছুটি দেওয়ার জন্য সংসদের চেয়ারপার্সনের কাছে একাধিক স্কুলের তরফে লিখিত আবেদন জানানো হয়। কিন্তু কোনও ভাবে স্কুল বন্ধ রাখা যাবে না বলে জানিয়ে সংসদের চেয়ারপাসের্ন ওই নির্দেশিকা জারি করেন। চেয়ারপার্সন কল্যাণীদেবী বলেন, “মাধ্যমিক পরীক্ষার সময়সূচির জন্য পরীক্ষাকেন্দ্র ও লাগোয়া প্রাথমিক বিদ্যালয়গুলিতে সাধারণ সময়ে ক্লাস চালানো সম্ভব নয়। স্কুলগুলিতে পঠনপাঠনের ক্ষতি না হয় সেই জন্য মর্নিং শিফটে ক্লাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি জানান, ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ওই প্রাথমিক বিদ্যালয়গুলিতে সকাল সাড়ে ৬টা থেকে ১০টা অবধি ক্লাসের সময়সীমা ঠিক করে দেওয়া হয়েছে। সংসদ সূত্রের খবর, জেলার বিভিন্ন মহকুমায় ২৭ টি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র ও লাগোয়া এলাকায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

বিতর্কে এসপি
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির কম্পিউটার পরিষেবা কেন্দ্র উদ্বোধন করে বিতর্কের মুখে পড়লেন কোচবিহার পুলিশ সুপার প্রণব দাস। মঙ্গলবার দিনহাটার বাংলাদেশি ছিটমহল মশালডাঙায় ওই কম্পিউটার পরিষেবা কেন্দ্র চালু করা হয়েছে। নাম দেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ কেন্দ্র। এতে বাংলাদেশি ছিটমহলে যাওার অভিযোগ উঠেছে পুলিশ সুপারের বিরুদ্ধে। নাটাবাড়ির তৃণমূল কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আইন অনুযায়ী ছিটমহলে আমরা কিছু করতে পারি না। পুলিশ সুপার সেখানে গিয়ে থাকলে সঠিক কাজ করেননি।” পুলিশ সুপার অবশ্য বলেন, “ম্যাপ না দেখে নিশ্চিত করে কিছু বলতে পারব না। আর সীমান্তে বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। পরে ওই অনুষ্ঠানে যাই।” ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “মশালডাঙা বাংলাদেশি ছিটমহলে হলেও পূর্ত দফতর এলাকায় রাস্তা তৈরি করেছে। অযথা এনিয়ে বিতর্কের সৃষ্টি করার মানে হয় না।” ওই তথ্যকেন্দ্রে ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, ইন্টারনেট সংযোগের সুবিধে পাবেন ছিটের বাসিন্দারা।

জমিতে জল দেওয়া নিয়ে সংঘর্ষে জখম চার চাঁচলে
জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে দুটি পৃথক ঘটনায় সংঘর্ষে জখম হয়েছেন ৪ জন। মালদহের রতুয়া থানার কাতলামারি ও কোলপাড়া এলাকায় মঙ্গলবার ওই সংঘর্ষের ঘটনাগুলি ঘটে। জখম ৪ জনের মধ্যে ২জনকে মালদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানাচ্ছে, কাতলামারি এলাকায় সকালে গভীর নলকূপ থেকে জল কে আগে দেবেন তা নিয়ে গোলমাল হয় কাকা ও ভাইপোর মধ্যে। কাকা ইসরাইল শেখ কোদালের আঘাতে ভাইপো মুর্শেদ আলি’র কানে গুরুতর আঘাত লেগেছে। অভিযুক্ত ইসরাইল পলাতক। দুপুরে কোলপাড়ায় একইভাবে জল দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে দুই প্রতিবেশী আবু বক্কর ও বরকত আলির মধ্যে! জখম হন আবু বক্কর, তাঁর ছেলে জামাল আলি সঙ্গে আকবর আলি। জামাল আলির মাথা ফেটেছে। আহত হয়েছেন বরকতের ভাই আকবর। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে।

পচাগলা দেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় এক ব্যাক্তির কফিনবন্দি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের কুচলিবাড়ি থানার বাগডোগরা-ফুলকাডাবরি এলাকায়। গত সোমবার রাতে এলাকার পাঁচমাইলে জঙ্গলে কফিনটি পড়ে থাকতে দেখে বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ কফিন থেকে পচাগলা পুরুষ দেহ উদ্ধার করে। মাথাভাঙার এসডিপিও সীতারাম সিংহ বলেন, “ ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

ভাষা দিবস পালন হলদিবাড়িতে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল হলদিবাড়িতে। মঙ্গলবার দুটি পৃথক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিবস পালিত হয়। এ দিন বাংলাভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে সকাল ৮টায় শহিদ বেদিতে মাল্যদান করা হয়। বাজার এলাকায় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শান্তিনগর ইউনিক ক্লাব ও যুবশক্তি ক্লাবের সদস্যরা। দুপুরে একটি শোভাযাত্রা হলদিবাড়ি শহর পরিক্রমা করে।

চাঁচলে যুবক ধৃত অপহরণে
বালিকা অপহরণের অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে অপহৃতাকেও। মঙ্গলবার উত্তরপ্রদেশ থেকে ওই নাবালিকা-সহ অভিযুক্তকে নিয়ে আসে রতুয়া থানার পুলিশ। মাস খানেক আগে মালদহের সামসি থেকে অপহরণ হয় বলে অভিযোগ। ধৃতের নাম কৌশল রায়। তাঁর বাড়ি বিহারের বেগুসরাইতে। রতুয়ার সামসিতে তার দিদির বাড়ি। সেখানে যাতায়াতের সুবাদে বালিকার সঙ্গে যুবকের পরিচয় হয়। নাবালিকার পরিবারের অভিযোগ, “জানুয়ারি মাসে নাবালিকাকে নিয়ে পালায় কৌশল।” পুলিশ উত্তরপ্রদেশের রসুলপুর থেকে ওই যুবককে ধরে।
মেলায় ক্যামেরা
জল্পেশ মেলায় আসা পূণ্যার্থীদের নিরাপত্তার জন্য মন্দিরে চারটি ক্যামেরা বসানো হয়েছে। ওই ক্যামেরায় তোলা ছবি দেখেই ব্যবস্থা নিচ্ছেন পুলিশ কর্মীরা। জল্পেশ পুলিশ ফাঁড়ির আধিকারিক জয়লাল বর্মন বলেন, “এবারই প্রথম মন্দিরে ক্যামেরা বসানো হল। নজরদারিতে বেশ সুবিধা হচ্ছে।”

দগ্ধ ছাত্রী
রাতে পড়াশুনোর সময় কুপি উল্টে বিছানায় আগুন ধরে যাওয়ায় পুড়ে গিয়েছে এক স্কুল ছাত্রী। মালদহের সামসিতে সোমবার রাতে ঘটনাটি ঘটে। অগ্নিদ্বগ্ধ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.