তৃণমূল বিধায়ক তথা রাজ্য বন উন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান অনিল অধিকারীর খুড়তুতো ভাইয়ের ছেলের করাত কল সিল করল বন দফতর। মঙ্গলবার পশ্চিম ফালাকাটার মিলটিতে কোচবিহার ডিভিশনের জলদাপাড়ার অফিসার এবং কর্মীরা ওই অভিযান চালান। মিলটি স্থানীয় বিধায়ক অনিলবাবুর বাড়ির পাশেই। বন কর্মীরা মিলে মজুত করে রাখা সমস্ত কাঠও ‘সিজ’ করে নেন। এদিন ফালাকাটা এলাকার ১২টি মিল বন্ধ করে দিয়েছে বন দফতর। বিধায়কের বাড়ির পাশেই কী ভাবে একটি বেআইনি মিল চলছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার উপরে মিলটি আত্মীয়ের হওয়ায় ফালাকাটায় কিছুটা হলে অস্বস্তিতে বিধায়ক। ঘটনার সময় বিধায়ক কলকাতায় ছিলেন। |
টেলিফোনে তিনি শুধু বলেন, “মিলটি আমার আত্মীয়ের ঠিকই। কয়েক বছর আগে বন দফতরের কাছে লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছিল বলে জানি। ফালাকাটায় আবেদনকারী হিসাবে বহু মিল চলছে। করাত কলের বিষয় নতুন করে বন দফতরে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বলতে পারব না।” তবে কোথাও বেআইনি ভাবে করাত কল চলতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল এম এ সুলতান। তিনি বলেন, “লাইসেন্স ছাড়া করাত কল, কাঠের মিল চলাতে দেওয়া হবে না। আগে কী ভাবে কী হয়েছে তা বলতে পারব না। এখন আর তা চলবে না। এতে রাজস্বের ক্ষতি হচ্ছে। কর্মী ও অফিসারদের কোনও কিছু না দেখে নিরপেক্ষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।” করাত কলের মালিক কমলেশ অধিকারী বলেন, “১৯৯২ সালে লাইসেন্সের আবেদন করা হয়েছিল। বন দফতরের থেকে নির্দেশ আসার পর গত কয়েকদিন ধরে মিল বন্ধ রাখা হয়েছে। হঠাৎ করে কেন এখন অভিযান হচ্ছে তা বুঝতে পারছি না। |