জুনিয়র কনস্টেবল নিয়োগে পুরুলিয়ায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফাই ডিভাইস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার থেকে পুরুলিয়ার ছররাতে রাজ্য পুলিশের একাদশ সশস্ত্র ব্যাটেলিয়নের মাঠে জেলার পরিক্ষার্থীদের শারীরিক পরীক্ষা শুরু হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এর ফলে পরিক্ষার্থীদের দৌড় শেষ করার নিখুঁত সময় পাওয়া যাচ্ছে। জুনিয়র কনস্টেবল নিয়োগের স্পেশাল রিক্রুটমেন্ট বোর্ডের (৫) চেয়ারম্যান স্বপন কুমার মাইতি বলেন, “অতীতে এই ধরণের প্রযুক্তি চাকরির পরীক্ষায় ব্যবহার করা হয়নি। এর ফলে পরীক্ষার ফলাফল নিয়ে কোনও বিতর্ক তৈরি হবে না।”
|
মালগাড়ির চাকায় কাটা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সুইসা স্টেশনে। স্থানীয় ও রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়ির নীচ দিয়ে লাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। বৃদ্ধের নাম রামেশ্বর ভকত (৭০)। বাড়ি বাগমুণ্ডি থানার সুইসায়। সুইসা স্টেশনে ওভারব্রীজ না থাকায় এলাকার বাসিন্দারা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকা মালগাড়ির নিচ দিয়ে যাতায়াত করেন।.গত তিন দিন ধরে স্থানীয় তৃণমূল কর্মীরা স্টেশনে ওভারব্রীজের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করছেন।.দলের নেতা মিহির কুইরী জানান, ওভারব্রীজ থাকলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না।
|
ইন্দিরা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বড়জোড়ার সিপিএমের পখন্না পঞ্চায়েত অফিসে মঙ্গলবার বিক্ষোভ দেখাল তৃণমূল। এ দিন সকাল ১০টা থেকে প্রায় দু’ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। তৃণমূলের পখন্না অঞ্চল সভাপতি জিতেন ভাণ্ডারির অভিযোগ, “ইন্দিরা আবাস প্রকল্পে উপভোক্তাদের নাম ভাঙিয়ে সিপিএমের কিছু লোককে টাকা দেওয়া হয়েছে। প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করা হয়েছে।” পঞ্চায়েত প্রধান সিপিএমের চন্দন বাউরির দাবি, “মিথ্যা অভিযোগ তুলে পঞ্চায়েতের কাজে বাধা দেওয়ার জন্য তৃণমূল বিক্ষোভ দেখিয়েছে।”
|
অগ্নিদগ্ধ এক বধূর মৃত্যু হয়েছে। মৃতার নাম মঞ্জু বসু (২৮)। সোমবার রাতে বাপের বাড়ি বিষ্ণুপুরের কাদাগলিতে তিনি অগ্নিদগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
|
পুরুলিয়া শহরে হরিপদ সাহিত্য মন্দিরে হয়ে গেল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সম্মেলন। এই সম্মেলনে ছিলেন টিএমসিপি-র রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা।
|
বিবেক চেতনা রথ পুরুলিয়া জেলা পরিক্রমায় বেরিয়েছে। মঙ্গলবার এই রথ বান্দোয়ান বোরো হয়ে বিকালে মানবাজারে এসে পৌঁছয়। স্বামী বিবেকানন্দের জন্মসার্ধ শতবর্ষে তাঁর ভাবধারা ও আদর্শ প্রচারের লক্ষে একটি সংগঠন কর্মসূচি নেওয়া হয়েছে। |