বসিরহাটে ‘অমর একুশে’
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
‘অমর একুশে’ পালিত হল বসিরহাটের বিভিন্ন এলাকায়। মঙ্গলবার আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান করে মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর ও কোড়াপাড়া কাদেরিয়া হাই মাদ্রাসা। উপস্থিত ছিলেন, টাকি সরকারি কলেজের অধ্যাপক কুতুবুদ্দিন মোল্লা, তথ্য আধিকারিক অনুপ কুমার গাইন, মাদ্রাসার প্রধান শিক্ষক মহম্মদ খাদেম আলি। ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাতফেরি দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। কবিতা, গীতিআলেখ্যে যোগ দেয় সুশোভন ভট্টাচার্য, রেহানা সুলতানা, সৌমদেব দাস, জিয়াউর রহমান-সহ ছাত্রছাত্রীরা। এ ছাড়াও, বিভিন্ন জায়াগায়, স্কুল, টাউন হল চত্বর, সূর্যকান্ত পার্ক, টাকিতে ইছামতী নদীর পারে এবং সীমান্তেও পালিত হয় ‘অমর একুশে।’ |
স্ত্রী’কে খুন, গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সঙ্গীদের নিয়ে স্ত্রী’কে খুন করার অভিযোগে গ্রেফতার হলেন স্বামী। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের হেমনগর উপকূলবর্তী থানার পারঘুমটি গ্রামের ঘটনা। ২৭ জানুয়ারি খুন হন গ্রামের বাসিন্দা মিনতী গাইন। পুলিশ সোমবার তাঁর স্বামী অজিত গাইন এবং গ্রামের দুই বাসিন্দা গৌর হাউলিয়া ও ধনঞ্জয় হালদারকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের বসিরহাট এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কালীতলা বাজারে সারের দোকান ছিল মিনতীদেবীর। ২৮ জানুয়ারি সকালে বাড়ির কাছেই একটি মাঠ থেকে উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ। স্বামী অজিত গাইন অবশ্য তাঁর স্ত্রী’কে দুষ্কৃতীরা খুন করেছে বলে দাবি করে পুলিশে অভিযোগ করেন। হেমনগর থানার ওসি অলোকেশ বালা জানান, পরে পুলিশি তদন্তে পরিষ্কার হয় যে অজিতই গৌর ও ধনঞ্জয়কে নিয়ে এই খুন করেছে। |
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বালকের
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বালকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ রাজা (১০)। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানার গারুলিয়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে সাইকেল চেপে স্কুলে যাচ্ছিল রাজা। সেই সময় স্থানীয় একটি ইটভাটার ট্র্যাক্টরও যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। সাইকেলের কেরিয়ারে আটকে যায় ট্রাক্টরের পিছনের অংশ। রাস্তায় ছিটকে পড়ে সে। ট্র্যাক্টরের চাকা পিষে দেয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। |
সোনার দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
সোমা দোকানের শাটার ভেঙে চুরি হল বাসন্তীর মসজিদ বাটি এলাকায়। সোমবার রাতে ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা দেখেন ওই সোনার দোকানের শাটার ভাঙা। দোকানের মালিক পার্থ মণ্ডলের দাবি, চোরেরা দোকান থেকে বেশ কিছু সোনার অলঙ্কার ও কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। |
গাছে মিলল ঝুলন্ত দেহ। মঙ্গলবার, নোদাখালি থানার চকেরবাড়িতে। মৃত উদয় মণ্ডল (২৮) রাজমিস্ত্রির কাজ করতেন। পুলিশ জানায়, সোমবার বাড়ি থেকে বেরিয়ে উদয় আর ফেরেননি। তাঁর স্ত্রী রমা মণ্ডলের অভিযোগ, উদয় খুন হন। পুলিশ জানায়, খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। |
অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) গুলিবিদ্ধ দেহ মিলল। মঙ্গলবার, টিটাগড়ের পুরানি বাজারে। মৃতের ডান হাতে বান্টি লেখা থাকায় পুলিশের অনুমান, তাঁর নাম বান্টি। ব্যারাকপুরের গোয়েন্দাপ্রধান দীপনারায়ণ গোস্বামী বলেন, “পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। দুষ্কৃতীদের মধ্যে বিরোধেই এই ঘটনা বলে মনে হচ্ছে।” |