কাজিয়ায় সিপিএম ও তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ফরাক্কার লকগেট ভাঙা নিয়ে সিপিএমের জোড়া আক্রমণের মুখে পড়ল তৃণমূল। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল হাসনাৎ খান মঙ্গলবার ফরাক্কায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন এ নিয়ে। তিনি বলেন, “ফরাক্কায় লকগেট ভাঙার ঘটনা এই প্রথম নয়। ২০০৪ সাল থেকে অন্তত ৪টি লকগেট ভেঙেছে ও বাংলাদেশে বাড়তি জল গিয়েছে। এতদিন পর এই বিষয় তোলার অর্থ তিস্তা জলবন্টন চুক্তিকে ভেস্তে দেওয়ার চেষ্টা।” তিনি আরও বলেন, “২০১০ রেল বাজেটে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দোপাধ্যায় ফরাক্কায় সুপার স্পেশালিটি হাসপাতাল ও একটি বটলিং প্ল্যান্ট করার কথা ঘোষণা করেছিলেন। দুটির একটিরও কাজ হয়নি। অথচ রেলের প্রচুর জমি পড়ে রয়েছে। তবে ওই দুটি অভিযোগই উড়িয়ে দিয়েছেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা। তিনি বলেন, “রক্ষণাবেক্ষনের অভাবেই এই দুরবস্থা। বাড়তি জল চলে যাওয়ায় রাজ্যের ক্ষতি হচ্ছে। তিস্তা প্রসঙ্গ জুড়ে সিপিএম রাজনীতি করতে চাইছে। আর রেল প্রসঙ্গে যা বলার রেল কর্তারা বলবেন।” তবে তৃণমূলের জেলা কমিটির সদস্য সৌমেন পাণ্ডে বলেন, “রেলের সঙ্গে পিপিপি মডেলে ওই দুটি প্রকল্প হওয়ার কথা ছিল। জমি দেখা নিয়ে বিক্ষোবের পর প্রকল্পগুলি আর এগোয়নি।” |
ট্রেকারের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
ট্রেকারের ধাক্কায় মারা গেলেন কাউসার মণ্ডল (১৭) নামে এক তরুণ। বাড়ি ডোমকলের জোড়গাছা গ্রামে। সোমবার সন্ধ্যায় ডোমকলের ভগীরথপুর এলাকায় ওই যুবকের মৃত্যুতে উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, গাড়িটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় ভগীরথপুর বাজার থেকে সাইকেলে বাড়ি ফিরছিল ওই যুবক। সেই সময় ভগীরথপুর-ডোমকল রাজ্য সড়কে শিবনগরগামী ওই ট্রেকারটি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অন্ধকারেও দ্রুতবেগে চলছিল ওই ট্রেকারটি। গাড়ির আলো সরাসরি চোখে পড়ায় ওই দুর্ঘটনা হয়েছে। |
শিক্ষা সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির উদ্যোগে রবিবার নদিয়ার পায়রাডাঙায় রানাঘাট-২ চক্রের সম্মেলন ছিল। উপস্থিত ছিলেন বিধায়ক আবীররঞ্জন বিশ্বাস, পার্থসারথী চট্টোপাধ্যায়, পায়রাডাঙা পঞ্চায়েত প্রধান দীপক বসু, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নিমাই মণ্ডল, স্বপন বন্দোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিমাইবাবু বলেন, “শিক্ষার অধিকার আইনের বেশ কিছু বিষয় নিয়ে আমাদের আপত্তি রয়েছে। সেগুলির প্রতিবাদ জানাতে আগামী ১৬ মার্চ দিল্লী যাওয়া হবে।” |
বীরনগর পুরসভায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ডেপুটেশন দেওয়াকে ঘিরে কংগ্রেস পরিচালিত নদিয়ার বীরনগর পুরসভায় ভাঙচুর ও সেখানকার এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, পুরসভার ভেতরে ঢুকে চেয়ার টেবিল, ও কর্মীদের মোটর সাইকেল ভাঙচুর করা হয়। গৌরাঙ্গ দাস নামে আহত ওই কর্মীকে পুরসভার হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। |
বিবাদে জখম
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
পারিবারিক গণ্ডগোলের জেরে জখম হলেন ৭ জন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ইসলামপুরের চর দৌলতপুর এলাকায় জমি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা। আহতদের দুজনকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় এক জনকে গ্রেফতারও করেছে পুলিশ। |
অস্ত্র-সহ গ্রেফতার নওদায় |
একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে নওদা ঘোলডোবা অঞ্চল থেকে কালু মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার কালু একটি নাইন এমএম পিস্তল ও চার রাউন্ড গুলি নিয়ে কাউকে দেওয়ার জন্য ঘোলডোবা এলাকায় অপেক্ষা করছিল। তখনই তাকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির কাছে কীভাবে আগ্নেয়াস্ত্র পৌছল তা খতিয়ে দেখছে পুলিশ। |