সংস্কৃতি যেখানে যেমন
রবীন্দ্র নাট্যোৎসব
আগামী শুক্রবার থেকে বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হতে চলেছে ফের একটি নাট্য উৎসব। এবার রবীন্দ্রনাথের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে তিন দিনের ‘রবীন্দ্রনাট্য উৎসব’ আয়োজন করছে পাঁচথুপির নাট্যগোষ্ঠী উদয়ন। ২৪ ফেব্রুয়ারি উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে দু’টি নাটক, গোবরডাঙার নাট্যসংস্থা ‘নকশা’র প্রযোজনা ‘সুভা’ এবং ‘পাঁচথুপি উদয়ন’-এর প্রযোজনা ‘গুপ্তধন’। দ্বিতীয় দিনের সন্ধ্যায় মঞ্চস্থ হবে বহরমপুরের ‘ঋত্বিক’ নাট্যসংস্থার প্রযোজনা ‘শেষরক্ষা’। তৃতীয় দিন সমাপ্তি সন্ধ্যায় কলকাতার ‘তৃতীয় সূত্র’ মঞ্চস্থ করবে ‘বিসর্জন’।

বই প্রকাশ
মুর্শিদাবাদ জেলা বইমেলা ও জঙ্গিপুর বইমেলায় জঙ্গিপুর মহকুমা থেকে প্রকাশিত হল দু’টি বই এবং একটি পত্রিকা। জঙ্গিপুর মহকুমার আর্থ-সামাজিক দিক-সহ বিভিন্ন বিষয় নিয়ে লেখা কাজি আমিনুল ইসলামের সদ্য প্রকাশিত প্রায় ২০০ পাতার ওই গ্রন্থটির নাম ‘মুর্শিদাবাদের ইতিহাস, জঙ্গিপুর’। তাঁর সম্পাদিত পত্রিকা ‘জঙ্গিপুর সাহিত্য সংসদ’-এর বইমেলা সংখ্যা প্রকাশিত হয়েছে। গিয়াসুদ্দিনের লেখা বই ‘প্রসঙ্গ মুসলমান সমাজ’ প্রকাশিত হয়।

পিরতলায় ভাষাদিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলেন নবদ্বীপের বিশিষ্ট জনেরা। নবদ্বীপের পিরতলায় মরাগঙ্গার পাড়ে ওই অনুষ্ঠান হয়। বরাবরের মতো এ বারও মঙ্গলবার বিকালে গণ-কবিয়াল নিতীশ রায়ের উদ্যোগে ওই অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে বিভিন্নজন স্বরচিত কবিতা পাঠ করেন।

রঘুনাথগঞ্জে চলছে নাট্য উৎসব। নিজস্ব চিত্র।

একুশে উদযাপন
তেহট্ট মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আয়োজনে তেহট্টের দিনবন্ধু মিত্র মঞ্চে মঙ্গলবার আর্ন্তজাতিক ভাষা দিবস উদযাপন করা হল। স্বরটিত কবিতা পাঠ, আবৃত্ত, সংগীত পরিবেশন করা হয়। ওই দিন দুপুরে ‘আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদ’-এর কাঁঠালিয়া কেন্দ্র স্থানীয় নেতাজি উদ্যানে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে। সেখানেও অঙ্কন, আবৃত্তি ও সংগীতের প্রতিযোগিতা ছিল যথারীতি।

বিজ্ঞান শহিদ স্মরণ
গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দু’ দিন ধরে বহরমপুরে অনুষ্ঠিত হল ‘বিজ্ঞান শহিদ জিওদার্নো ব্রুনো স্মরণ’। পদযাত্রা, আলোচনা এবং প্রবন্ধ ও আঁকা-সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান হয়। প্রথম দিন ওয়াইএমএ মাঠে এবং দ্বিতীয় দিন রবীন্দ্রসদন মুক্ত মঞ্চে অনুষ্ঠান হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.