টুকরো খবর |
পথ-নিরাপত্তায় প্রচার
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ঘাটাল মহকুমার বিভিন্ন রাস্তায় দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলছে। প্রায় প্রতি দিনই কোনও না কোনও রাস্তায় দুর্ঘটনার ফলে আহত ও মৃতের সংখ্যা বাড়ছে। ফলে উদ্বিগ্ন পুলিশ ও মহকুমা প্রশাসন। প্রশাসনের তথ্য অনুযায়ীই গত দেড় মাসে মহকুমার তিনটি থানা এলাকায় ৩৫টির মতো দুর্ঘটনা ঘটেছে। গুরুতর জখমের সংখ্যা ৫০-এরও বেশি। ছোট গাড়ি এবং মোটরবাইকের সংঘর্ষে দুর্ঘটনার সংখ্যাই বেশি। এই প্রেক্ষিতে ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারীর উদ্যোগে মহকুমার তিনটি থানা, স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও এলাকার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে রাস্তায় নেমে মিছিল ও সচেতনতা শিবির শুরু হয়েছে। যত্রতত্র গাড়ি না রেখে নির্দিষ্ট জায়গায় বাস-সহ অন্যান্য গাড়ি দাঁড় করানো, হেলমেট পরে বাইক চালানো বাধ্যতামূলক করার উপরে জোর দেওয়া হয়েছে। মহকুমাশাসক অংশুমান অধিকারী বলেন, “কেউ হেলমেট না পরে বাইক চালালেই তাঁকে আটক করে মামলা করা হচ্ছে। রাস্তা দখল করে গাড়ি রাখা বা স্টপেজ ছাড়া বাস দাঁড় করালে চালকের নামে মামলা করাও হচ্ছে।” |
হার তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • এগরা |
রবিবার ভগবানপুর-১ ব্লকের দু’টি সমবায় সমিতির নির্বাচনে শোচনীয় ভাবে হারলেন তৃণমূল-সমর্থিতরা। দু’টি সমিতির সবক’টি আসনেই জিতেছেন বাম-সমর্থিতেরা। বামেদের জয়ের ব্যবধানও বেড়েছে। সমিতি দু’টি হল কলাবেড়িয়া কৃষি সমবায় সমিতি ও কোটবাড় পঞ্চায়েত কৃষি ঋণদান সমবায় সমিতি। বামেদের দাবি, কৃষি-সঙ্কটে বর্তমান সরকারের দিশাহীনতায় মানুষ ক্ষুব্ধ, তারই প্রতিফলন হয়েছে ভোটে। |
পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • এগরা |
শ্মশান নিয়ে সমস্যার সমাধানের জন্য আলোচনার দিন ধার্য করেও প্রশাসনের পক্ষ থেকে কেউ না আসার প্রতিবাদে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে এগরা-বাজকুল রোডে ভগবানপুর থানা এলাকার কোটনাউড়ি মোড়ে। দুপুর আড়াইটে নাগাদ এই অবরোধ শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে ফের আগামী সোমবার বৈঠকের আশ্বাস দেওয়া হলে অবরোধ ওঠে। |
বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ডিং কমিটি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসছে বিধানসভার শিক্ষা-বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। আজ, বুধবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখবেন কমিটির প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে যেমন পরিকাঠামোগত নানা সমস্যা রয়েছে, তেমনই আবার প্রশাসনিক কর্তা থেকে পরিচালন কমিটির সদস্যদের মধ্যে পরিকাঠামো উন্নয়নে সদিচ্ছার অভাব রয়েছে বলেও অভিযোগ। বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়মেরও অভিযোগ রয়েছে। |
জামাই খুনের অভিযোগ, ধৃত শ্বশুর-শাশুড়ি
নিজস্ব সংবাদদাতা • এগরা |
শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে গিয়ে জামাইকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সুকুমার ও যমুনা দাসকে মঙ্গলবার কাঁথি এসিজেএম আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, অন্য দুই অভিযুক্ত হলেন মৃতের স্ত্রী মৃদুলাদেবী ও শ্যালক নিমাই। নিমাইবাবু পলাতক ও স্ত্রী মৃদুলাদেবী স্বামীর মৃত্যুর পর থেকে পটাশপুর-২ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। গত শুক্রবার পটাশপুর থানা এলাকার পঁচেট গ্রামে শ্বশুরবাড়িতে অস্বাভাভিক মৃত্যু হয় এগরা শহরের বাসিন্দা গৌতম দাসের। সোমবার থানায় অভিযোগ দায়ের করেন মৃতের ভাই উত্তম দাস। তাঁর অভিযোগ, স্ত্রীর সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন বলেই গৌতমবাবুকে পরিকল্পনা অনুযায়ী খুন করা হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভাল ছিল না। স্থানীয় ভাবে সালিশি করেও কোনও ফল হয়নি। যদিও ধৃতেরা পুলিশের কাছে দাবি করেছেন যে, শুক্রবার সন্ধ্যায় তাঁরা বাড়ি ছিলেন না। |
দুষ্কৃতী সন্দেহে ধৃত ৪
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
জাতীয় সড়কে ট্রাক ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে অন্য এলাকার ৩ দুষ্কৃতীকে সশস্ত্র অবস্থায় গ্রেফতার করল পুলিশ। সোমবার গভীর রাতে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের তালপুকুর থেকে ভবানীপুর থানার পুলিশ ওই তিন জনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল খেজুরির আরকবাড়ির রাজু দাস, শ্যামপুরের উত্তম ভুঁইয়া এবং ভগবানপুর কাঁকড়ার দীপঙ্কর মাইতি। তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি ওয়ানশটার বন্দুক, দু’রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে বলেও দাবি পুলিশের। মঙ্গলবার হলদিয়ার এসিজেএম আদালত ধৃতদের ৩ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। গত ১৬ তারিখ ৬ দুষ্কৃতীকে ধরেছিল হলদিয়ার পুলিশ। মঙ্গলবার বিকেলে দুর্গাচক থানার পুলিশ আবার প্রভাত কুমার নামে বিহারের এক বাসিন্দাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে। |
স্বাধীনতা সংগ্রামীর জীবনাবসান
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
জীবনাবসান হল প্রবীণ স্বাধীনতা সংগ্রামী সর্বেশ্বর মাইতির। সম্প্রতি ভূপতিনগরের ডুমুরদাঁড়ি গ্রামের বাড়িতেই ৮৮ বছর বয়সী সর্বেশ্বরবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিয়াল্লিশের আন্দোলনে ভগবানপুর থানা দখলে অগ্রণী ভূমিকা ছিল তাঁর। গুলিবিদ্ধও হয়েছিলেন। |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • এগরা |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের আনুমানিক বয়স আনুমানিক ৪৫। এগরা শহরের কঁয়েততলায় এগরা-খড়্গপুর রোডে সোমবার রাত দেড়টা নাগাদ একটি গাড়ি তাঁকে ধাক্কা মারলে সেখানেই মৃত্যু হয়। |
সশস্ত্র অবস্থায় পাকড়াও, দাবি |
কাঁথি দেশপ্রাণ ব্লকের বাসুদেববেড়িয়া থেকে সোমবার রাতে অস্ত্র-সহ অন্য গ্রামের এক সিপিএম কর্মীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন তৃণমূল কর্মীরা। ধৃতের নাম বিমল মণ্ডল। বাড়ি কানাইদিঘি গ্রামে। তাঁর কাছ থেকে একটি বন্দুক ও কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে তৃণমূল সূত্রের দাবি। এলাকায় হামলার পরিকল্পনা নিয়ে ওই সিপিএম কর্মী ঘোরাফেরা করছিলেন বলে দাবি তৃণমূল নেতা মামুদ হোসেনের। আবার সিপিএমের বক্তব্য, পুরো ব্যাপারটাই তৃণমূলের সাজানো। সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রশান্ত পাত্রের অভিযোগ, “বাসুদেববেড়িয়া গ্রামে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন বিমল। তাঁর হাতে বন্দুক গুঁজে পুলিশ ডেকে নাটক করছে তৃণমূল।” |
টেবিল টেনিস |
বুধবার ১৮ তম বি কে বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল আন্তঃমহাবিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা। পরিচালনায় মেদিনীপুরের কৈবল্যদায়িনী বাণিজ্য মহাবিদ্যালয়। কলেজ প্রাঙ্গণে সকাল এগারোটা থেকে। |
|