আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মঙ্গলবার নানা অনুষ্ঠান হয় হাওড়া ও হুগলিতে।
শ্রীরামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর এবং কোন্নগর উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিদ্যালয়ের বিনোদ ভবন মঞ্চে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। তথ্য ও সংস্কৃতি আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায় জানান, ওই স্কুল ছাড়াও আশপাশের কয়েকটি স্কুলের পড়ুয়ারা যোগ দেয়। দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন কোন্নগর হীরালাল পাল কলেজের শিক্ষক সুব্রত চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন কোন্নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন পণ্ডা-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
বৈদ্যবাটি উৎসব ও মেলা কমিটির তরফে এ দিন অনুষ্ঠানে হাজির ছিলেন কমিটির সভাপতি নরেন চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। সন্ধ্যায় ভাষা আন্দোলন সংক্রান্ত বাংলাদেশের তথ্যচিত্র প্রদর্শিত হয়। শ্রীরামপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে প্রভাত ফেরি বেরোয়। |
আরামবাগে ভাষা দিবসের মিছিল। ছবি: মোহন দাস। |
আরামবাগ মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বিকেলে আরামবাগ রবীন্দ্রভবনে অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অরুণ চক্রবর্তী-সহ বিশিষ্ট ব্যক্তিরা। সকালে আরামবাগ মহকুমা হাসপাতালের বাগানে সবুজায়ন গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠান হয়। বিকেলে রাজ্য ল’ক্লার্কস অ্যাসোসিয়েশনের আরামবাগ শাখার তরফে মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয় ভূমি সংস্কার দফতর, আদালত-সহ প্রশাসনিক নানা দফতরে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা ব্যবহার চালুর দাবিতে।
হাওড়ার আমতার স্বেচ্ছাসেবী সংস্থা অগ্রগতি এবং আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে একটি পদযাত্রা আমতা শহর পরিক্রমা করে। আমতা সাধারণ পাঠাগারে আয়োজিত হয় আলোচনাসভা। ফতেপুর প্রাথমিক স্কুলে হাওড়া জেলা স্বনির্ভর গোষ্ঠীগুলির সমন্বয় সমিতির উদ্যোগে সকালে আয়োজিত হয় অঙ্কন প্রতিযোগিতা। স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যদের ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় যোগদান করে। বাগনানে ‘স্বজন’-এর উদ্যোগে স্টেশন চত্বরে মাতৃভাষা দিবস পালিত হয়। |