টুকরো খবর
বোলপুরে কৃষিমন্ত্রী
এই মরসুমে বোরোর ভাল ফলন হবে বলে আশা প্রকাশ করলেন রাজ্যের কৃষি মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মঙ্গলবার বিশ্বভারতীর পল্লি শিক্ষা ভবনের অ্যাসিপান বিভাগের একটি আলোচনা সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, “চলতি মরসুমে রাজ্যে বেশ ভাল ধান উৎপাদন হবে। রাজ্য সরকার কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির উপরে গুরুত্ব দিচ্ছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি উৎপাদন বৃদ্ধি, উপযুক্ত সংরক্ষণ এবং বিপণনের জন্য নানা পরিকল্পনা নেওয়া হয়েছে।” তবে সারে ভর্তুকি দেওয়ার আর্থিক সঙ্গতি রাজ্যের নেই বলে তিনি জানান। তিনি বলেন, “কেন্দ্র সরকার সারের ভর্তুকি দেওয়া বন্ধ করায় সারের দাম আগের তুলনায় বেশ বেড়েছে। ভর্তুকি দেওয়ার ক্ষমতা আমাদের নেই।” তিনি জানান, আগের সরকার খরা নিয়ন্ত্রণে কিছু কাজ করেছে। বাকি নতুন সরকার করছে।

দুর্ঘটনায় মৃত্যু
ধান বোঝাই একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল স্কুল ছাত্রের। মৃতের নাম নুরউদ্দিন খাদিম (১৪)। সে ইলামবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। ওই থানার নবগ্রামের বাসিন্দা নুরউদ্দিন মঙ্গলবার সাইকেলে করে কয়রা রাস্তা ধরে বাড়ি ফিরছিল। দুপুর দেড়টা নাগাদ উল্টো দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে।

চুরি, অবরোধ
এক রাতে তারাপীঠ এলাকার একটি আশ্রমের আলমারি ভেঙে ও ইলামবাজারে একটি গয়নার দোকানে চুরি হয়েছে। পুলিশ দু’টি ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরির ঘটনার প্রতিবাদে ইলামবাজারে মঙ্গলবার ৬০ নম্বর জাতীয় সড়কে অবরোধ হয়। শেষ পর্যন্ত ইলামবাজার থানার ওসির ত্রিদিব প্রামাণিকের আশ্বাসে অবরোধ তুলে নেনে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, এলাকায় চুরি-ছিনতাই বাড়ছে। ব্যবস্থা নিতে আবেদন করেও লাভ হয়নি।

অবস্থান-বিক্ষোভ
প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, পানীয় জল-সহ ১৯ দফা দাবিতে মঙ্গলবার বোলপুর মহকুমাশাসকের দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ করল জেলা আদিবাসী গাঁওতা। মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি বলেন, “দাবিগুলি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

স্মারকলিপি
নিম্নমাণের কাজের অভিযোগ প্রমাণিত হয়েছে এই মর্মে রামপুরহাট থানার বনহাট পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে সাসপেন্ড করার দাবি জানালেন খরবোনা গ্রামের বাসিন্দাদের একাংশ ও স্থানীয় বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার তাঁরা রামপুরহাট ১ ব্লকের বিডিও-র কাছে স্মারকলিপি দেন। বিডিও শান্তিরাম গড়াই বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।” নির্মাণ সহায়ক অনিমেষ নন্দন বলেন, “অভিযোগের ব্যাপারে জানি না।”

পদযাত্রা
নিজস্ব চিত্র।
বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল জেলা জুড়ে। পদযাত্রা, বাউল গানের মধ্য দিয়ে ইলামবাজার ব্লকের জয়দেবে এই দিন পালন হয়। বর্ধমানের বঙ্গবন্ধু সংস্কৃতি পরিষদ এবং স্থানীয় ঐক্য সাহিত্য পত্রিকার উদ্যোগে, বাউল শিল্পীদের সহযোগিতায় অনুষ্ঠান হয়।

নতুন ভবন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রামপুরহাট পুরসভার অধীন অমিয় স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন হয়েছে। সর্বশিক্ষা মিশন প্রকল্পে ২০১০-১১ আর্থিক বছরে পাওয়া টাকায় ওই ভবন-সহ বিশেষ চাহিদা সম্পূর্ণ পড়ুয়াদের জন্য একটি কক্ষ নির্মাণ করা হয়।

টাকা ছিনতাই
ব্যাঙ্ক থেকে টাকা তুলে যাওয়ার পথে ছিনতাইবাজের কবলে পড়লেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক। সিউড়ির মাদ্রাসা রোডে মঙ্গলবার সকালে ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.