টুকরো খবর |
আদালতে তলব ব্যাঙ্ক-কর্তাকে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ভুয়ো ঋণের মাধ্যমে টাকা আত্মসাতের মামলায় সমবায় ব্যাঙ্কের কর্তা ভাস্কর মুখোপাধ্যায়কে তলব করল বর্ধমানের আর্থিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালত। এই আদালতের বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল ওই ব্যাঙ্ককর্তাকে বুধ ও বৃহস্পতিবার এজলাসে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। এই আদেশ অমান্য করা হলে ভাস্করবাবুর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছেন বিচারক।এ দিন ভাস্করবাবুর বিরুদ্ধে সমবায় দফতরের দায়ের করা একটি মামলার ভিত্তিতে বিচার প্রক্রিয়া চলছিল। এই মামলায় তিনি ছাড়াও ব্যাঙ্কের চেয়ারম্যান অসীম মুখোপাধ্যায় ও ভাইস-চেয়ারম্যান জয়দীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সাড়ে পাঁচ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেন কো-অপারেটিভ সোসাইটি বর্ধমান রেঞ্জ ১-এর তৎকালীন ইনস্পেক্টর তপনকুমার সামন্ত।
মামলার শুনানি চলার সময়ে এ দিন অপর দুই অভিযুক্ত আদালতে উপস্থিত থাকলেও ভাস্করবাবু ছিলেন না। সরকার পক্ষের আইনজীবী পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, “গত ৩ ফেব্রুয়ারি ওই ব্যাঙ্ককর্তার আগাম জামিনের আবেদন জেলা জজ আদালতে না-মঞ্জুর হওয়ার পর থেকেই ভাস্করবাবু শুনানিগুলিতে অনুপস্থিত থাকছেন। ফলে বিচারে সমস্যা হচ্ছে।”
|
আইন ভেঙে ভর্তি, জরিমানা কলেজেরই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বর্ধমানের জোতরাম থানা এলাকার সিলভ্যান পলিটেকনিক কলেজের ১০ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। দুই ছাত্রকে বেআইনি ভাবে কলেজের দ্বিতীয় বর্ষে ভর্তি করার জন্য এই জরিমানা করা হয়েছে। শুধু তা-ই নয়, বিধি ভেঙে যে-দুই ছাত্রকে ভর্তি করা হয়েছিল, তাঁদেরও হেনস্থা হতে হয়েছে। সেই জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ওই দুই ছাত্রের প্রত্যেককে ৫০ হাজার টাকা দেবে কলেজই। আদালত সূত্রের খবর, কলেজটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা রাজ্য কারিগরি শিক্ষা সংসদের নিয়মবিধি না-মেনে দু’টি ছাত্রকে ভর্তি করেছিল। ভর্তির নিয়ম ভাঙায় কারিগরি শিক্ষা সংসদ দু’জনেরই রেজিস্ট্রেশন বাতিল করে দেয়। মল্লার কর্মকার এবং অন্য এক ছাত্র হাইকোর্টে মামলা করেন। সেই মামলাতেই মঙ্গলবার কলেজের জরিমানা করেন বিচারপতি তপেন সেন। তাঁর নির্দেশ, জরিমানার পুরো টাকাই পাবে রাজ্য কারিগরি শিক্ষা সংসদ। হয়রানির জন্য দুই ছাত্রও কলেজের কাছ থেকে টাকা পাবেন। তার পরে তাঁরা যদি ভর্তি হতে চান, নিয়মবিধি মেনে নতুন করে তাঁদের ভর্তি নিতে হবে ওই কলেজে।
|
পথ দুর্ঘটনায় মৃত স্কুলছাত্রী
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
মোটরভ্যানের চাকায় ওড়না জড়িয়ে গিয়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। মঙ্গলবার সকালে পূর্বস্থলী স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রেজিনা খাতুন (৯)। বাড়ি পূর্বস্থলী পঞ্চায়েতের চুপি গ্রামে। স্থানীয় চুপিচর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল সে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন মা সোনাই বিবি ও বোন হাফিজা খাতুনের সঙ্গে মোটরভ্যানে চড়ে পূর্বস্থলী স্টেশনে যাচ্ছিল সে। মোটরভ্যানের চাকায় ওড়না জড়িয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। পুলিশ মোটরভ্যানটি আটক করেছে।
|
ধর্ষণের অভিযোগে ধৃত পূর্বস্থলীতে
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পূর্বস্থলী থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুনীল ঘোষ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়য়েতের ছোট কোবলা গ্রামের বাসিন্দা রিকশাচালক সুনীল স্থানীয় একটি বাঁশবাগানে বছর পনেরোর ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরীর চিৎকারে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। তাঁরাই সুনীলকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পূর্বস্থলী থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
টাকার ব্যাগ ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • কালনা |
এক মহিলার কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার কালনা শহরে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিখা ভট্টাচার্য নামে ওই বধূ মঙ্গলবার দুপুরে শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে বেশ কয়েক হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। মাঝপথে দুই মোটরবাইক আরোহী তাঁর হাত থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। উল্লেখ্য, সপ্তাহ দু’য়েক আগেও এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনারও এখনও কোনও কিনারা হয়নি। কালনা থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
বন্ধ করা হল ৯টি করাতকল
নিজস্ব সংবাদদাতা • কালনা |
|
—নিজস্ব চিত্র। |
মহকুমার ৯টি করাতকলকে বে-আইনি ঘোষণা করে ‘সিল’ করে দিল বন দফতরের বর্ধমান ও কাটোয়া শাখার আধিকারিকেরা। বন দফতরের ওই দলটি জানিয়েছে, জেলায় ১০৯টি সেকেন্ডারি ও ১০৬টি জেনারেল হিসেবে করাত কলের অনুমোদন রয়েছে। অথচ তার দ্বিগুণেরও বেশি করাতকল বে-আইনিভাবে চলছে। যারা নানা ভাবে সরকারকে প্রতারিত করছে। বন দফতরের কাটোয়া শাখার রেঞ্জ অফিসার নিতাই হাজরা বলেন, মঙ্গলবার কালনায় ৯টি করাতকল সিল করে দেওয়া হয়েছে। ধারাবাহিক ভাবে এই অভিযান চলবে।”
|
লরির ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। মঙ্গলবার বিকেলে কাটোয়া বাসস্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনিল ঘোষ (৪২)। বাড়ি কাটোয়ার কাছে মণ্ডলহাট গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে এক আত্মীয়ের সাইকেলে চেপে বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন তিনি। সেই সময় একটি লরি পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনিলবাবুর। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
|
যুবকের দেহ মিলল নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। জামালপুর থানার ফটক গোড়ায় সোমবার বিকেলে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজকৃষ্ণ চৌধুরী (৩৪)। বাড়ি কাশড়া গ্রামে। একটি মুদিখানার দোকান ছিল তাঁর। পুলিশ ও স্থনীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর ব্যাঙ্ক ও সমবায়ে বেশ কিছু টাকা ঋণ ছিল। তা শোধ করতে না পারায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।
|
পুকুরে ডুবে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক তরুণের। মঙ্গলবার ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিনোদ হরিজন (১৮)। বাড়ি দাঁইহাটের সাহাপাড়ায়। মঙ্গলবার সকালে স্নান করতে গিয়ে তলিয়ে যান তিনি। দুপুরে তাঁর দেহ ভেসে ওঠে। পুলিশ দেহটি উদ্ধার করে।
|
বাসের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
১০৮ শিব মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে পুরনো জি টি রোডের খাগড়াগড়ের কাছে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার রাতের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম রাজীব গোস্বামী (২৬)। বাড়ি শহরের পাড়াপুকুরে। |
|