টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক উৎসবের প্রথম দিন মাইক বাজানোকে কেন্দ্র করে টিএমসিপি-র দুই গোষ্ঠী বিবাদে জড়িয়ে পড়ল। মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে মাইক বাজানোর প্রতিবাদ করে টিএমসিপি-র এক গোষ্ঠী। অধ্যক্ষ মাইক না বাজানোর বিজ্ঞপ্তি জারি করেন। কিন্তু মাইক বাজানো বন্ধ হয়নি। মঙ্গলবার থেকে তিন দিনের সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে টিডিবি কলেজে। অধ্যক্ষ শীতল গঙ্গোপাধ্যায় জানান, তিনি এ দিন উৎসবের উদ্বোধনী পর্বে মাইক বাজাতে দেওয়া হয়নি। তিনি মাইক ছাড়াই বক্তৃতা করেন। তিনি নিজের অফিসে ফিরে যাওয়ার পরেই মাইক বাজানো নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ শুরু হয়। শীতলবাবু নোটিস বোর্ডে মাইক না বাজানোর বিজ্ঞপ্তি জারি করেন। তাতে মাইকের আওয়াজ কমিয়ে দেওয়া হলেও বন্ধ করা হয়নি। তিনি বলেন, “বৃহস্পতিবার ব্যান্ডের অনুষ্ঠান হবে। জানি না কী ভাবে মাইক নিয়ন্ত্রিত করা হবে!’’ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুমন্ত চট্টোপাধ্যায়ের দাবি, “আমরা পড়ুয়াদের ক্ষতি না করে মাইক বাজাচ্ছি।” পুলিশ জানিয়েছে, শব্দদূষণের মাত্রা না ছাড়িয়ে মাইক বাজানোর কথা আগেই জানানো হয়েছে। তা না করা হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে দুর্গাপুর শহর জুড়ে মঙ্গলবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের দুর্গাপুর শাখার পক্ষ থেকে এ দিন বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ফুলঝোড় মোড় থেকে শোভাযাত্রা বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয় মামরা বাজারে। সন্ধ্যায় সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বিধাননগর সাংস্কৃতিক কেন্দ্র ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। দিনটি পালন করা হয় কাঁকসার সিলামপুর হাইস্কুলে। সেখানে স্কুলের পড়ুয়ারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ছিল আলোচনাচক্রও। অন্য দিকে, ফরিদপুর (লাউদোহা) থানার নতুনডাঙা হাইস্কুলে দিনটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বার্ষিক পুরস্কার বিতরণী সভারও আয়োজন করা হয়। পুরস্কার হিসাবে সফল প্রতিযোগীদের বিবেকানন্দের উপর লেখা বই প্রদান করা হয় সন্তোষ চট্টরাজ। উপস্থিত ছিলেন মহকুমাশাসক আয়েষা রানি এ, বিডিও চিরন্তন প্রামাণিক।
|
ভর সন্ধ্যায় দোকানে ঢুকে মালিকের মাথায় রিভলভার ঠেকিয়ে নগদ টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে কেন্দা ফাঁড়ি থেকে দেড় কিলোমিটার দূরে খাসকেন্দা মোড়ে। দোকান মালিক গজানন্দ অগ্রবাল পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, এ দিন সন্ধে পৌনে ৭টা নাগাদ জনা ছয়েক দুষ্কৃতী দোকানে ঢোকে। এক জন হঠাৎ রিভলবার বের করে গজানন্দবাবুর মাথায় ঠেকায়। বাকিরা টাকার বাক্স খুলে সব নগদ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। যাওয়ার সময় তাঁর ভাইকে এক দুষ্কৃতী পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে। বাইরে বেরিয়ে শূন্যে ২ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
সিপিআই (এমএল) কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের গিরিডাঙা এলাকায়। সিপিআই (এমএল) কর্মী গৃহকর্তা লখীন্দর বাগদি জানান, সোমবার রাত ৮টা নাগাদ তিনি বাড়িতে ছিলেন না। সেই সময় তাঁর প্রতিবেশী ৫-৬ জন তৃণমূল কর্মী তাঁর বাড়িতে ঢুকে স্ত্রী প্রণতিকে মারধর করে। এর আগে ডিসেম্বরে একই ভাবে তাঁর বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তৃণমূলের ব্লক সভাপতি নরেন চক্রবর্তীর দাবি, এটি একটি পারিবারিক বিবাদ। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
বালিবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে অন্ডালের মধুসূদনপুর ৭ নম্বর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে কাজোড়া হাইস্কুলের ছাত্র মধুসূদনপুর ৫/৬ নম্বর এলাকার বাসিন্দা সূরজ কুমার (১১) সাইকেলে বাড়ি ফিরছিল। বালি বোঝাই লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় সূরজ। চালক ও খালাসি লরি ফেলে পালিয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু হল। তাঁদের দাবি, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে হবে। রাস্তা সংস্কার করতে হবে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
|
চাকরির ক্যাম্পাসিংয়ের দাবি তুলে কলেজে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। মঙ্গলবার দুর্গাপুরের বিধাননগরে এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের চত্বরে ওই বিক্ষোভ দেখানো হয়। পড়ুয়াদের অভিযোগ, ভর্তির সময়ে তাঁদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও যথাযথ ক্যাম্পাসিং হচ্ছে না। ঘণ্টাখানেক ধরে এই বিক্ষোভ-আন্দোলনের জেরে কলেজের বেশ কিছু বিভাগে পঠন-পাঠনও বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ অবশ্য পুলিশে খবর দেননি। পরে তাঁদের আশ্বাসে বিক্ষোভ থামে। পঠন-পাঠন ফের শুরু হয়। |