দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে ন্যাশন্যাল স্পোর্টিং ক্লাব ১৫ রানে হারাল পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে। প্রথমে ন্যাশন্যাল স্পোটিং ক্লাব ৩৪.২ ওভারে করে ১৯৯। জিতু দাস করে ১৮৭। অঙ্কুর দাঁ ২৬ রান করেন। পুলিশের সূর্যনারায়ণ দাস ১৮ রানে ৪ উইকেট ও স্বপন সরকার ২৭ রানে ২ উইকেট দখল করেন। পুলিশ করে ২৫ ওভারে ১৮৪-৭। অমিত খাটুয়া ৭৯ রানে ও সন্দীপ বন্দ্যোপাধ্যায় ৪২ করেন। ন্যাশনালের অনির্বাণ ধর হ্যাট্রিক করেন। ৩৫ রানে ৩ উইকেট দখল করেছেন তিনি। অপর বোলার পবন হালদার ২৯-২ ও বাপি শর্মা ২৭ রানে ২ উইকেট দখল করেন।
|
ক্রিকেটে হার ক্লাব স্যান্টোসের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে মঙ্গলবারের খেলায় ডিএম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ১৩৭ রানে হারায় ক্লাব স্যান্টোসকে। এমএএমসি মাঠের খেলায় প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮৩ রান তোলে বিবেকানন্দ। সঞ্জয় ভারতী ৫৬ রান করেন। জবাবে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় ক্লাব স্যান্টোস। মিথিলেশ কামাথ ১৩ রানে ৪টি উইকেট তুলে নেন।
|
জয়ী তরুণ সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর ১ নম্বর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় বিজয়ী হল রঘুনাথপুর তরুণ সঙ্ঘ। তারা রঘুনাথপুর মাঠের খেলায় ৩ নম্বর ওয়ার্ডকে ১৪৮ রানের ব্যবধানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে তরুণ সঙ্ঘ ২০৮ রান তোলে। জবাবে ৩ নম্বর ওয়ার্ডের ইনিংস ৬০ রানে শেষ হয়ে যায়।
|
সুপার ডিভিশন লিগ
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে মঙ্গলবারের খেলায় ডিএম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ১৩৭ রানে হারায় ক্লাব স্যান্টোসকে। এমএএমসি মাঠের খেলায় প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮৩ রান তোলে বিবেকানন্দ। সঞ্জয় ভারতী ৫৬ রান করেন। জবাবে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় ক্লাব স্যান্টোস। মিথিলেশ কামাথ ১৩ রানে ৪টি উইকেট তুলে নেন।
|
নক আউট ফুটবল
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
বাঘাযতীন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত শিপ্রা গুপ্ত ও নীহারকণা চৌধুরী স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চিত্তরঞ্জন শিবাজি সঙ্ঘ। তারা কালনা আরিয়ন আল আমিন ছাত্র একাদশকে ফাইনালে টাইব্রেকারে ৮-৭ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলায় দু’টি দলই ৫টি করে গোল করে।
|
স্মৃতি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
শুভাশিস চট্টোপাধ্যায় ও রিন্টু ভট্টাচার্য স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল পরাশিয়া। কেন্দা ফুটবল মাঠের খেলায় তারা হরিপুরকে ৫৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে পরাশিয়া ১২৪ রান তোলে। জবাবে হরিপুর সব উইকেট হারিয়ে ৬৮ রানের বেশি তুলতে পারেনি হরিপুর। ৬টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন বিজয়ী দলের সন্তোষ সিংহ।
|
বার্ষিক ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জামুড়িয়া ২ নম্বর প্রাথমিক বিদ্যালয় চক্র আয়োজিত প্রতিবন্ধীদের বার্ষিক ক্রীড়া আয়োজিত হল পাথরচূড় মাঠে। ১০টি ইভেন্টে ৬৫ জন পড়ুয়া যোগ দেয়। |