পুস্তক পরিচয় ৩...
সম্পাদনা শুধুই সংকলন?
৯৯৬-এ যাহা, ২০১১-তেও তাহাই। ১৯৯৬-এ সত্যজিৎ রায় পরিচালিত গুটিদশেক চলচ্চিত্র ভিএইচএসে মিলিত। একুশ শতক আসিয়া পড়িয়াছে, ভিএইচএস ফর্ম্যাটটিই ইতিমধ্যে নিরুদ্দেশ হইয়াছে। এখন সিডি-ডিভিডি-তে প্রায় সবক’টি সত্যজিৎ-ছবি সুলভ। তবু পঞ্জি রহিয়া গেল পঞ্জিতেই। সুব্রত রুদ্র সম্পাদিত সত্যজিৎ: জীবন আর শিল্প (প্রতিভাস, ৭০০.০০) প্রথম প্রকাশিত হইয়াছিল ১৯৯৬ বইমেলায়। তাহার পরিশিষ্টে সমকালীন কয়েকটি পত্রপত্রিকা হইতে সংকলন করা হইয়াছিল সত্যজিতের জীবন, চলচ্চিত্র, পুরস্কার, রেকর্ড এবং গ্রন্থের পঞ্জি। ২০১১-তে গ্রন্থটির যে ‘পরিবর্ধিত’ সংস্করণ প্রকাশিত হইল তাহাতেও পঞ্জিগুলি অবিকল থাকিয়া গেল। সত্যজিৎ-ছবির ডিভিডিগুলি তালিকার বাহিরে থাকিয়া গেল, সিডি-রও কোনও হদিশ থাকিল না। অনুল্লেখিত রহিল সত্যজিতের ১৯৯৬-পরবর্তী গ্রন্থগুলিও। কিন্তু কেন? কারণ, আমরা ‘সংস্করণ’ বলিতে কেবল পরিবর্ধন বুঝি, পরিবর্তন ও পরিমার্জনের দিকে আমাদিগের মতি নাই। ফলে একই গ্রন্থের একই প্রমাদ সংস্করণের পরে সংস্করণ গড়াইয়া চলে, প্রমাদটি ধরাইয়া দিবার পরেও। অনিল চৌধুরী-র ‘অপরাজিত-র কথা’ প্রবন্ধের পরিশিষ্টে আছে একটি অঙ্ক, ‘এখন পর্যন্ত ‘অপরাজিত’ ছবির জন্য বিদেশ থেকে প্রায় তিন লক্ষ টাকা আমদানি হয়েছে। সত্যজিৎবাবুর ছবির চাহিদা বিদেশে হঠাৎ বেড়ে যাওয়ায় আশা করা যায়, আগামী এক বছরের ভেতর আনুমানিক আরও তিন লক্ষ টাকা এই ছবি থেকে আসবে।’ আসিয়াছিল কি? সম্পাদক টীকায় তথ্যটি জানাইবেন, প্রত্যাশিত ছিল। তাহাকেই বলে সম্পাদনা, নহিলে সম্পাদনা শুধুই সংকলন, জড়ো করা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.