নৈশালোকে ক্রিকেট। মাঠ ভরা ভিড়। সম্প্রতি নটবর পাল রোডের উত্তর ব্যাঁটরা মনসাতলা বালক সঙ্ঘ ও ব্যাঁটরা ডিসিপ্লিন ফুটবল ক্লাবের উদ্যোগে বিডিএফসি মাঠে অনুষ্ঠিত টি-টুয়েন্টি প্রতিযোগিতায় এই ছবি দেখা গেল। ফাইনালে হাওড়ার ফণিভূষণ সামন্ত মেমোরিয়াল ক্রিকেট অ্যাকাডেমিকে ৩৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল কলকাতার ভিডিওকন স্কুল অফ ক্রিকেট।
এ বার মোট ১২টি দল অংশ নেয়। হাওড়ার চারটি দল ছাড়া কলকাতা, দুর্গাপুর ও বারাসত থেকেও দল এসেছিল। চারটি বিভাগে ভাগ করে লিগ কাম নকআউট লড়াই চলে। প্রথম ম্যাচে হাওড়া সম্মিলনী ক্রিকেট কোচিং সেন্টার এবং দ্বিতীয় ম্যাচে হাওড়া ইউনিয়ন ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়ে সেমিফাইনালে ওঠে কলকাতার ভিডিওকন স্কুল অফ ক্রিকেট। সেমিফাইনালে দুর্গাপুর ক্রিকেট ক্লাবকে ৫০ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় ভিডিওকন। দুরন্ত ব্যাট করে ৫০ বলে ৭৩ রান করে শুভজিৎ হালদার। |
অন্য দিকে, বড়িশা স্পোর্টিং ক্লাব এবং এডিভি স্কুল অফ ক্রিকেটকে হারিয়ে সেমিফাইনালে ওঠে স্থানীয় দল ফণিভূষণ সামন্ত মেমোরিয়াল। সেমিফাইনালে ক্যালকাটা কোচিং সেন্টারকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে তারা। আয়োজক উত্তর ব্যাঁটরা মনসাতলা বালক সঙ্ঘের দল ফণিভূষণ সামন্ত মেমোরিয়ালের ক্রিকেট অ্যাকাডেমি। প্রাক্তন ফুটবলার শৈলেন মান্নার মামা ফণিভূষণ সামন্তর নামে এই ক্রিকেট ক্যাম্প।
নৈশালোক, মাঠের অস্থায়ী গ্যালারি থেকে মাইক্রোফোনে ধারাবিবরণী সব মিলিয়ে ফাইনাল জমে উঠেছিল। ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভিডিওকনের অধিনায়ক সাগর মণ্ডল। ১৯.৩ ওভারে ওঠে ১৩৫ রান। ৩১ বলে ২৮ রান করে শ্রীদীপ মল্লিক। জবাবে ১৮.৩ ওভারে ১০১ রানে শেষ হয়ে যায় ফণিভূষণ সামন্ত মেমোরিয়ালের ইনিংস। |
আয়োজক ক্লাবের যুগ্ম সম্পাদক সঞ্জয় সাঁতরা বললেন, “আমাদের ক্যাম্পের খুদে ক্রিকেটারদের সুযোগ করে দিতেই এই প্রতিযোগিতার আয়োজন।” ক্লাব সদস্য সুদীপ্ত শেঠের কথায়: “শৈলেন মান্না, চায়না পাল, কেষ্ট দত্তরা এই মাঠে ফুটবল খেলতেন। আমরা চাই ভাল ক্রিকেটারও উঠে আসুক।”
প্রতিযোগিতার সেরা ব্যাটসম্যানের পুরস্কার পায় চ্যাম্পিয়ন দলের শুভজিৎ হালদার। প্রতিযোগিতায় একটি শতরান-সহ শুভজিৎ করে ১৯৪ রান। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া ছাড়াও টুর্নামেন্টের সেরা বোলার ও সেরা ফিল্ডার নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের মণীশ সিংহ রাওয়াত। সেরা উইকেটকিপারের পুরস্কারও যায় চ্যাম্পিয়ন ভিডিওকন দলের অধিনায়ক সাগর মণ্ডলের হাতে। উপস্থিত ছিলেন দমকলের ডেপুটি ডিরেক্টর (পশ্চিমাঞ্চল) বিভাস গুহ, লক্ষ্মীরতন শুক্ল, সৌরাশিস লাহিড়ী প্রমুখ।
|