টুকরো খবর
‘ভুয়ো’ পরিচয়ে চলছে প্রতারণা
ভরদুপুরে বাগবাজারের ভূপেন বসু অ্যাভিনিউয়ে এক মহিলাকে ঘিরে ধরেন তিন ‘পুলিশকর্মী’। তাঁরা বলেন, “সোনার গয়না পরে যাওয়া বিপজ্জনক। খুলে ব্যাগে ঢুকিয়ে নিন’’। ব্যাগে ঢোকানোর কাজে সাহায্যের হাতও বাড়িয়ে দেন ওই ‘পুলিশকর্মীরা’। বাড়ি এসে মহিলা দেখেন, ব্যাগে নকল গয়না রয়েছে। আসলগুলি উধাও। ঘটনা বুধবারের। শ্যামপুকুর থানা তদন্তে নেমেছে। কোথাও সাংবাদিক সেজে, কোথাও বা পুলিশ। কিছু দিন ধরে এই কায়দাতেই শহরের বিভিন্ন প্রান্তে টাকা-গয়না হাতিয়ে চম্পট দিচ্ছে ‘বহুরূপী’ দুষ্কৃতীরা। যেমন, সম্প্রতি সাউথ এন্ড পার্কের এক ফ্ল্যাট থেকে বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিক সেজে ৭ লক্ষ টাকা এবং কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে এক তরুণী চম্পট দিয়েছে বলে অভিযোগকারী রেখা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার লেক থানায় জানিয়েছেন। পুলিশ জেনেছে, ওই তরুণী দীর্ঘদিনের পরিচিত বলে তাঁর উপর বিশ্বাস জন্মেছিল রেখাদেবীর। সপ্তাহখানেক আগে রেখাদেবীর ফ্ল্যাট কেনার টাকা নিয়ে পালায় সে। অভিযোগকারী জানিয়েছেন, ওই তরুণীর নাম রুমঝুম মুখোপাধ্যায়। এ দিকে, প্রতারণার অভিযোগে বিধাননগরের ডি এ ব্লক থেকে শুক্রবার গ্রেফতার হয় গণেশ বসু নামে এক ব্যক্তি। অভিযোগ, গত বছর জানুয়ারিতে গণেশ ও বিশ্বজিৎ দেব কয়েক জন ব্যবসায়ীকে রেলে চাকরির নামে ৩১ লক্ষ টাকা তোলে। চাকরি না পেয়ে পুলিশে অভিযোগ করেন তাঁরা। প্রথমে বিশ্বজিৎ ধরা পড়ে। তার কাছেই খোঁজ মেলে গণেশের।

বৃদ্ধাকে মার, নাতির মাথায় অস্ত্র ধরে লুঠ
কসবার রথতলায় একটি বাড়িতে ঢুকে বৃদ্ধ গৃহকর্ত্রীকে বেঁধে এবং মারধর করে লুঠপাট চালাল দুই দুষ্কৃতী। শুক্রবার রাতের ওই ঘটনায় বৃদ্ধার নাতির আয়াকেও মারধর করা হয়। এই নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। পুলিশ জানায়, মেয়ে এবং ছ’মাসের নাতিকে নিয়ে থাকেন তাপসী বন্দ্যোপাধ্যায় নামে ওই বৃদ্ধা। মেয়ে রাত সাড়ে ৮টা নাগাদ দোকানে গিয়েছিলেন। তখনই দু’জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে বৃদ্ধার নাতির মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকায়। তার পরে গৃহকর্ত্রী ও আয়াকে বেঁধে মারধর করে। আলমারি ভেঙে গয়না ও নগদ টাকা লুঠ করে পালিয়ে যায় তারা। পরে পুলিশ আসে। তারা জানায়, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, দুষ্কৃতীরা এলাকারই লোক। আয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কেউ ধরা পড়েনি। দিন পনেরো আগে কসবা এলাকাতেই হার ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে আহত হন এক গৃহবধূ।

‘মুক্ত’ গুরুদ্বার
মুখ্যমন্ত্রীর নির্দেশে অবৈধ ভাবে বসে থাকা কাগজ কুড়ুনিদের ‘দৌরাত্ম্য’ থেকে মুক্ত হল রাসবিহারীর গুরুদ্বার। শুক্রবার পুরসভা ও পুলিশ যৌথভাবে তাদের তুলে দেয়। সম্প্রতি গুরুদ্বার কমিটি বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানায়। বুধবার মহাকরণে এক বৈঠকে উপস্থিত মেয়রকে এ নিয়ে বকাবকিও করেন মুখ্যমন্ত্রী। বকেন পুলিশ কমিশনারকেও। তার পরেই শুক্রবার কাগজ কুড়ুনিদের তুলে দেওয়া হয়। গুরুদ্বার কমিটির পক্ষে সতনাম সিংহ বলেন, “মুখ্যমন্ত্রীই বিষয়টি জেনে উদ্যোগ নেন। বৃহস্পতিবার মেয়র আশ্বাস দেন, ওদের সরিয়ে দেওয়া হবে। এ দিন পুলিশ গিয়ে অবৈধ ভাবে বসে থাকা ওই হকারদের সরিয়ে দিয়েছে।”

টিভি চ্যানেলের দুই কর্তা ধৃত
এক নামী প্রযোজক সংস্থার বিরুদ্ধে একটি টিভি চ্যানেল কর্তৃপক্ষের দায়ের করা প্রতারণার অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম কান্তি কুমার এবং সত্যজিৎ সাহা। তাঁরা অভিযোগকারী সংস্থারই আধিকারিক। তাঁরা ওই প্রতারণার সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত বাকি চার জন ওই প্রযোজক সংস্থার কর্তা। বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার বলেন, “তাঁদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

সশস্ত্র অভিযুক্ত ধৃত
সল্টলেক থেকে শুক্রবার আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম গৌরব ভট্টাচার্য ওরফে বান্টি। তার কাছে একটি রিভলভার এবং এক রাউন্ড গুলি মিলেছে। এক প্রোমোটারের হত্যাকাণ্ডে বান্টিকে খুঁজছিল পুলিশ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.