নিলামের ন্যূনতম দর জানাল ইউনিনর |
নতুন করে টু-জি লাইসেন্স নিলামের ক্ষেত্রে ৪.৪ মেগাহার্ৎজ স্পেকট্রামের ন্যূনতম দর ২০০৮-এর নির্ধারিত ১,৬৫৮ কোটি টাকায় বেঁধে দিতে আর্জি জানাল ইউনিনর। টেলিকম নিয়ন্ত্রক ট্রাইকে লেখা চিঠিতে এই আবেদন করেছে তারা। প্রসঙ্গত, ২০০৮-এর পর বিভিন্ন সংস্থার পাওয়া ১২২টি টু-জি লাইসেন্স বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যার মধ্যে ইউনিনরের ২২টি। চার মাসের মধ্যে ফের এই সব লাইসেন্সের নিলাম করার নির্দেশ দিয়েছে আদালত। সেই পরিপ্রেক্ষিতেই ইউনিনরের এই আবেদন। পাশাপাশি, ভারতে এখনও পর্যন্ত তাদের লগ্নির ৭২.১০ কোটি ডলারও খরচের খাতায় ধরেছে সংস্থা।
|
আর্থিক ত্রাণ প্যাকেজের শর্ত হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের ব্যয় সঙ্কোচ প্রস্তাব মেনে নেওয়ার প্রতিবাদে গ্রিস জুড়ে বনধে্র ডাক দিয়েছিল কর্মী সংগঠনগুলি। শুক্রবার তা হিংসাত্মক রূপ নিল। বিক্ষোভকারীরা বোমা এবং পাথর নিক্ষেপ করায় কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হল পুলিশ। যদিও, গ্রিসের অর্থমন্ত্রী এ দিন ফের জানিয়েছেন, দেশের স্বার্থে বাধ্য হয়েই তারা এই প্রস্তাব মেনে নিয়েছেন।
|
জীবন বিমায় সুবিধা রিলায়্যান্স লাইফে |
পুরনো জীবন বিমা পলিসির সঙ্গে নতুন করে বাড়তি সুবিধা (রাইডার) নেওয়ার সুযোগ চালু করল রিলায়্যান্স লাইফ ইনসিওরেন্স। কর্তৃপক্ষের দাবি, জীবন বিমায় এই সুবিধা ভারতে তাঁরাই প্রথম আনলেন। সংস্থার প্রেসিডেন্ট এবং এগ্জিকিউটিভ ডিরেক্টর মলয় ঘোষ জানান, “অতিরিক্ত কিছু প্রিমিয়াম দিয়ে কঠিন অসুখের চিকিৎসা, দুর্ঘটনা বিমা, পারিবারিক আয় ইত্যাদি বাড়তি সুবিধা গ্রাহক তাঁর মূল পলিসির যুক্ত করতে পারেন। এত দিন এগুলি নতুন পলিসির সঙ্গেই দেওয়া হত।” পাশাপাশি আর একটি অতিরিক্ত সুবিধাও এনেছে রিলায়্যান্স লাইফ। এতে পলিসি চালু থাকা অবস্থায় গ্রাহক মারা গেলেও পলিসির মেয়াদ পূর্ণ করতে প্রিমিয়াম কোম্পানিই মেটাবে। ফলে গ্রাহক মারা গেলে বিমাকৃত টাকা ও সেই সময় পর্যন্ত বোনাস তো বটেই, পলিসিটির মেয়াদ পূর্ণ হলে যে সুবিধা পাওয়া যেত তার থেকেও বঞ্চিত হবে না তাঁর পরিবার। সংস্থা নয়া পলিসি ‘গ্যারান্টিড মানি ব্যাক প্ল্যান’-ও ছেড়েছে।
|
ইস্পাতের কিছু পণ্যের দাম বাড়াল টাটা স্টিল। সংস্থা জানিয়েছে, ফেব্রুয়ারির জন্য তাদের ইস্পাতের মিশ্র ধাতুর দাম টন পিছু ১,০০০ টাকা বেড়েছে।
|
বৌবাজারে দত্ত গিনি প্যালেসে মিলছে সোনার গয়নার মজুরিতে ২০% ও হিরের গয়নার মজুরিতে ৪০% ছাড়। চলবে ভ্যালেন্টাইন্স ডে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। রয়েছে বিভিন্ন উপহারও। |