টুকরো খবর
জবকার্ড নিয়ে ‘দুর্নীতি’
একই ব্যক্তির নামে দু’বার, কোথাও বা একই পরিবারের একাধিক সদস্যের নামে জব কার্ড দেওয়ার অভিযোগ উঠল সিপিএম পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। এ ব্যাপারে এক তৃণমূল সমর্থক শুক্রবার সিউড়ি ২ ব্লকের বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, বনশঙ্কা পঞ্চায়েতের বনশঙ্কা ও দুবশঙ্কা গ্রামের কোনও বাসিন্দার নামে দু’বার জবকার্ড দেওয়া হয়েছে। আবার কোনও পরিবারের দুই ভাই, তাদের স্ত্রী, বাবা-ছেলের নামেও জবকার্ড দেওয়া হয়েছে। আবার বিডিও কোয়েলী দাস বলেন, “অভিযোগ পেয়েছি। প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” ব্লক তৃণমূল সভাপতি নুরুল ইসলামের দাবি, “যাঁদের নামে অভিযোগ করা হয়েছে, তাঁরা সকলেই সিপিএমের সক্রিয় কর্মী। নানারকম দুর্নীতির কথা জেনেও এলাকার লোকজন ভয়ে চুপ করে থাকেন।” তৃণমূলের দাবি, বনশঙ্কা পঞ্চায়েত এলাকায় জবকার্ড সংক্রান্ত ‘দুর্নীতি’র ব্যাপারে বারবার জানিয়ে আসছেন। কিন্তু কোনও কাজ হয়নি। বনশঙ্কা পঞ্চায়েতের প্রধান সিপিএমের খোরদা টুডু বলেন, “আমার কাছে এ ব্যাপারে কেউ কোনও অভিযোগ করেননি। এমনটা যদি হয়ে থাকে তা হলে অবশ্যই নেওয়া হবে।”

ওয়ার্ড কমল নলহাটিতে
নলহাটি পুর-এলাকার জনসংখ্যা অনুযায়ী পুরসভার ওয়ার্ড ১৫টি করল রাজ্য নির্বাচন কমিশন। এর আগে ওয়ার্ড ছিল ১৬টি। সম্প্রতি জেলাশাসকের কাছে রাজ্য নির্বাচন কমিশন নলহাটি পুরসভার ওয়ার্ড তালিকা অনুযায়ী জনসংখ্যা এবং ভোটারের সংখ্যা চেয়ে পাঠিয়েছিলেন। বর্তমানে নলহাটি পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৫। বর্তমান বছরে নলহাটি পুরসভার নির্বাচন হবে। তার আগে পুরসভার কাছে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ আসে ২০০৭ সালের নির্বাচন বিধি অনুযায়ী ২০০১ সালের জনগণনা অনুযায়ী ৩৫,০০০ এর নীচে জনসংখ্যা হওয়ায় নলহাটি পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৫টি করা হয়েছে। সেই মতো ওয়ার্ড অনুযায়ী জনসংখ্যা, ভোটার সংখ্যা, তফসিলি, আদিবাসী সম্প্রদায়ভুক্ত শ্রেণির বসবাসের তালিকা-সহ নির্বাচন কমিশনের পাঠানো অন্যান্য তথ্য ১০ ফেব্রুয়ারির মধ্যে পাঠানো হয়েছে বলে পুরসভার পুরপ্রধান বিপ্লব ওঝা জানান। রামপুরহাট মহকুমা শাসক (ভারপ্রাপ্ত) মহম্মদ ইব্রাহিম বলেন, “পুরপ্রধানের পাঠানো কাগজ জেলা শাসকের কাছে পাঠানো হয়েছে।”

যানজট নিয়ে ক্ষোভ
যানজট সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়ার জন্য রামপুরহাট মহকুমা শাসকের কাছে দাবি জানাল জেলা রেলওয়ে কমিটি। শুক্রবার সংগঠনের তরফে যানজট সমস্যা ছাড়া জল সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে মানোন্নয়ন ও জঞ্জাল ফেলার ভ্যাটগুলি নিয়মিত পরিষ্কার করার দাবিও জানানো হয়। পাশাপাশি শ্রম দফতরের অফিসে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংগঠিত শ্রমিকদের হয়রানি না করানোর আবেদনও জানানো হয়। রামপুরহাট মহকুমা শাসক (ভারপ্রাপ্ত) মহম্মদ ইব্রাহিম বলেন, “শহরের যান জট নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রশাসনিক নিয়মনীতি অনেকে মানছেন না। এক্ষেত্রে নাগরিকদেরও সচেতন হওয়ার প্রয়োজন আছে। বাকি দাবিগুলি পৌরসভার বিষয়। তাঁদেরকে জানানো হবে।”

জেলে স্বামী-শাশুড়ি
বধূ হত্যার অভিযোগে ধৃত স্বামী ও শাশুড়ির জেলহাজত হল। ইঁদপুর থানার দক্ষিণ পায়রাচালি গ্রামের বধূ সুমিত্রা বাউরির বুধবার রাতে অপমৃত্যু হয়। তাঁকে খুন করার অভিযোগে পুলিশ স্বামী সুধীর বাউরি ও শাশুড়ি যমুনা বাউরিকে গ্রেফতার করেছিল। শুক্রবার খাতড়া আদাল ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.