পথচারী বা বাসিন্দাদের সমস্যা এড়াতে দোকানের বাইরে মালপত্র রাখা যাবে না বলে ব্যবসায়ীদের জানিয়ে দিল হলদিবাড়ি পুরসভা। হলদিবাড়িতে গত সপ্তাহ থেকে রাস্তা ধারের বেআইনি নির্মাণ ভাঙার কাজে নামে পুরসভা। বৃহস্পতিবার অভিযানের দ্বিতীয় দফায় পুর কর্মীরা বাজার এলাকার একটি বেসরকারি মার্কেট কমপ্লেক্স এবং লাগোয়া দোকানগুলির সামনে রাখা জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন। ব্যবসায়ীরা পুর কর্মীদের বাধা দেন বলে অভিযোগ। এতে পুরকর্মীরা কাজ বন্ধ করে চলে যান। পরে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা পুরসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে অবিলম্বে ওই পদক্ষেপ বন্ধ করার দাবি জানান। ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন ঘোষ বলেন, “ব্যবসায়ীরা নিজেদের দোকানের সামনের অংশ যাতে জিনিসপত্র রাখতে পারেন, তা দেখার জন্য পুরসভাকে বলা হয়েছে।” পুরসভার চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ বলেন, “যে এলাকায় বেআইনিভাবে দোকানের বাইরে পণ্য রাখা হয় সেই সব দোকানের জিনিসপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
|
পাচারকারীদের সঙ্গে যোগসাজস রয়েছে সন্দেহে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে বিএসএফ হেনস্থা করেছে অভিযোগ তুলে ছাত্র আন্দোলনে উত্তেজনা ছড়াল দিনহাটার চৌধুরীহাটে। বৃহস্পতিবার ওই ঘটনার অভিযোগ তুলে ছাত্ররা এলাকার স্কুল, ব্যাঙ্ক, বাসস্ট্যান্ড ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, সম্প্রতি খিতাবেরকুঠি গ্রামে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে ছাগল পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রয়েছে সন্দেহে হেনস্থা করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফের কয়েকজন জওয়ান। পরে ওই ছাত্র জামিনে ছাড়া পায়। এদিন ঘটনার কথা জানাজানি হলে ক্ষুব্ধ ছাত্ররা আন্দোলনে নামে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্তারা এলাকায় ছুটে গিয়ে আলোচনা করে পরিস্থিতি সামলান। এই প্রসঙ্গে চৌধুরীহাটের গ্রাম পঞ্চায়েতের প্রধান জগৎ বর্মন বলেন, “নিরীহ ছাত্রকে সন্দেহের বশে ধরে হেন্থার ব্যাপারে আমিও আপত্তি করেছিলাম।”
|
প্রধান শিক্ষক স্কুলে অনিয়মিত এবং মিড ডে মিল চালু না হওয়ার অভিযোগ পেয়ে স্কুলে হাজির হয়ে নথিপত্র বাজেয়াপ্ত করলেন জেলাশাসক দুর্গাদাস গোস্বামী। বৃহস্পতিবার বালুরঘাটের পতিরাম হাইস্কুলে। ২৪ ঘন্টার মধ্যে প্রধান শিক্ষকের কাছে কৈফিয়ত তলব করেছেন জেলাশাসক। তিনি বলেন, “প্রায় সব স্কুলে মিড ডে মিল চালু হয়েছে। কেন পতিরাম হাইস্কুলে তা চালু হয়নি তা প্রধান শিক্ষকের কাছে চাওয়া হয়েছে।” স্কুল পরিদর্শককে দ্রুত তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলেছেন জেলাশাসক। প্রধান শিক্ষক দীপেন্দ্র চন্দ্র ঘোষ বলেন, “রান্না ও খাওয়ার ঘর তৈরির যে টাকা মেলে, তাতে কাজ শেষ করতে পারিনি। ফলে মিড ডে চালু করা যায়নি। অনিয়মিত স্কুলে আসার অভিযোগ ঠিক নয়।” গত বছর ওই স্কুলে মিড ডে-র জন্য প্রশাসন থেকে ১৫ লক্ষ ৫৯ হাজার টাকা দেওয়া হয়।
|
হোটেলের ঘরে এক আবাসিকের দেহ উদ্ধারের ঘটনায় কোচবিহার শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার শহরের বিশ্বসিংহ রোড এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম গোপাল সরকার (২৪)। বাড়ি অসমের ধুবুরি জেলার গৌরীপুর এলাকায়। বুধবার পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি কোচবিহারে এসে ওই হোটেলে ওঠেন। এদিন সকালে তাঁর সাড়া না পেয়ে দরজা খুলে হোটেলের কর্মীরা দেখেন মেঝেয় গোপালবাবুর দেহ পড়ে রয়েছে। তাঁর মুখে প্রচুর গ্যাঁজলা ছিল। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, বিষক্রিয়ায় ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “মুখে গ্যাঁজলা দেখে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন মেলেনি। পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে।”
|
কোচবিহারের বক্সিরহাটের ভাড়েয়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে অসম লাগোয়া ওই এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃতদের নাম জয়পদ ভকত, আশুতোষ মোহন্ত এবং উত্তম রায়। জয়পদের বাড়ি অসমের কোকরা ঝাড়ের কাজিগাঁও এলাকায়। অন্য দুই জনের বাড়ি ধুবুরির গোলকগঞ্জ থানার এলাকায়। ধৃতদের হেফাজত থেকে দুটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। দিনে ওই দুষ্কৃতীরা কাঠ মিস্ত্রির কাজ করত বলে পুলিশ জানিয়েছেন। |