নয়পুকুরিয়া স্বাস্থ্যকেন্দ্রকে হাসপাতাল করার দাবি
ক্ষিণ ২৪ পরগনার জয়নগরের নয়পুকুরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে হাসপাতালে উন্নীত করার দাবিতে আন্দোলনে নামল এসইউসি।
জয়নগর থেকেই নির্বাচিত এসইউসি সাংসদ তরুণ মণ্ডল এবং বিধায়ক তরুণ নস্কর বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা এবং দলের চিকিৎসক সংগঠনের সদস্যদের নিয়ে একটি গণ কনভেনশন করেন। পরে সাংসদ তরুণবাবু জানান, নয়পুকুরিয়ায় একটি ১০ শয্যার সরকারি হাসপাতাল তৈরির জন্য স্থানীয় বাসিন্দারা নয়ের দশকের গোড়ার দিকে প্রায় তিন একর কৃষিজমি তৎকালীন বামফ্রন্ট সরকারকে দিয়েছিলেন। সেখানে সরকার হাসপাতালের ভবন এবং চিকিৎসক ও নার্সদের বসবাসের জন্য কোয়ার্টারও তৈরি করেছিল। কিন্তু তার পরে সেটি কেবলমাত্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হিসাবে চালু হয়। সাংসদ তরুণবাবু বলেন, “বামফ্রন্ট সরকারের অবহেলার জন্য ওখানে ইনডোর চালুই হয়নি। কেবল আউটডোর চলত। পরে তা-ও বন্ধ হয়ে যায়।” বিধায়ক তরুণবাবু জানান, রাজ্যে তৃণমূল-কংগ্রেস সরকারের কাছে আর্জি জানানোর পরে ওই স্বাস্থ্যকেন্দ্রে এক জন মাত্র চিকিৎসক পাঠানো হয়েছে। এই প্রেক্ষিতে বিধায়ক তরুণবাবুর বক্তব্য, “এক জন চিকিৎসক যথেষ্ট নয়। পূর্বতন সরকারের প্রতিশ্রুতি বর্তমান সরকার বাস্তবায়িত করুক। অর্থাৎ, ওই স্বাস্থ্যকেন্দ্রকে একটি ১০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করুক।” নয়পুকুরিয়া-সহ জয়নগরের তিনটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং দু’টি গ্রামীণ হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন বিধায়ক তরুণবাবু। কিন্তু তার জবাব পাননি। তবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগামী ৮ ফেব্রুয়ারি এ বিষয়ে আলোচনার জন্য তাঁকে সময় দেবেন বলে তরুণবাবু জানান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.