|
|
|
|
গণ্ডগোলে অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দুটি ‘ট্রাভেল এজেন্সি’র মধ্যে গণ্ডগোলের জেরে মাঝ রাস্তায় বাস দাঁড় করিয়ে প্রায় এক ঘন্টা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখা হল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে মাটিগাড়া থানার পরিবহণ নগরের সামনে। ঘটনার জেরে চরম নাজেহাল হতে হয় যাত্রীদের। প্রায় তিন ঘন্টা ধরে রাস্তায় যানজট তৈরি হয়। পুলিশ অবরোধ করার অভিযোগে একটি মামলা দায়ের করেছে। রাস্তায় দাঁড় করিয়ে রাখা চারটি ভলভো বাস বাজেয়াপ্ত করা হয়েছে। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়ি পুলিশের ডিএসপি প্রদীপ পাল বলেন, “রাস্তা অবরোধকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চারটি বাস বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়াও ওই ঘটনায় আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১২টা নাগাদ পরিবহণ নগরের বাস স্ট্যাণ্ডে দুটি ট্রাভেলস এজেন্সির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি সংস্থার গাড়ি প্রতিদিন শিলিগুড়ি-বিহার যাতায়াত করে। পরিবহণ নগর থেকে তাদের গাড়ি ছাড়ার সময় নির্ধারিত করা হয়। |
|
দু’টি পর্যটন সংস্থার গোলমালে মাটিগাড়ার অবরোধের জেরে গাড়ির দীর্ঘ লাইন।
বৃহস্পতি বার ছবিটি তুলেছেন বিশ্বরূপ বসাক। |
একপক্ষের অভিযোগ, অপরপক্ষ সময়মতো গাড়ি ছাড়ছে না। তা নিয়ে প্রতিবাদ করাতেই গাড়ির চালক অমর সিংহকে মারধর করা হয়। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপরপক্ষ পাল্টা অভিযোগ তুলেছে। পরিবহণনগরে সংঘর্ষের পর বিহারগামী একটি ‘ট্রাভেল এজেন্সির’ চারটি বাস ৩১ নম্বর জাতীয় সড়কে নিয়ে গিয়ে আড়াআড়ি ভাবে দাঁড় করিয়ে দেয়। ওই সংস্থার কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থা আয়ত্বে আনার চেষ্টা করেও পারেনি। পরে শিলিগুড়ির ডিএসপি আরও ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের তাড়ায় গাড়ির চালক ও বিক্ষোভকারীরা পালিয়ে যায়। পুলিশ রাস্তা থেকে চারটি বাস সরিয়ে দেয়। পরে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। একটি সংস্থার কর্তা অমরেশ সিংহ বলেন, “কর্মীদের মারধর করার ফলে তারা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে। আমরা গিয়ে রাস্তা থেকে গাড়ি সরানোর ব্যবস্থা করেছি। পুলিশের বিরুদ্ধে অভিযুক্তরদের বিরুদ্ধে অভিযোগ করেছি।” পুলিশের এক কর্তা বলেন, “পরিবহণ নগরের ভেতরে গণ্ডগোল হয়েছে। তার জন্য জাতীয় সড়ক অবরোধ করে রাখা হবে, এটা কিছুতেই মানা হবে না। অবরোধ করার অভিযোগে একটি মামলা করা হয়েছে। যারা ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হবে।” |
|
|
|
|
|