টুকরো খবর
পড়শি খুনে কারাদণ্ড
পড়শিকে কুপিয়ে খুন করার দায়ে এক ব্যক্তির সাত বছর কারাদণ্ড হল। বৃহস্পতিবার পুরুলিয়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (১ নম্বর কোর্ট) তপন দাস আসামি মহেন্দ্র সিং সর্দারকে এই সাজা দেন। তার বাড়ি বলরামপুর থানার হেদেলবেড়িয়া গ্রামে। সরকার পক্ষের আইনজীবী সুবোধ চট্টোপাধ্যায় জানান, ২০১১ সালের ২২ জুন রাতে মহেন্দ্র তার পড়শি দীনবন্ধু সিং সর্দারকে কুঠার দিয়ে কুপিয়ে খুন করেছিল। দীনবন্ধুবাবু বাড়িতে একাই থাকতেন। সেখানেই তাঁকে মহেন্দ্র খুন করে। ঘটনার পর মহেন্দ্র গ্রামে ঘুরে জানিয়ে ছিল, তার বাবা-মাকে ডাইনি বলে অপবাদ দেওয়ায় সে দীনবন্ধুকে খুন করেছে। খুনের ঘটনা কেউ পুলিশকে জানালে, তার দশাও দীনবন্ধুর মত হবে বলে সে সবাইকে হুমকিও দেয়। হুমকির কারণে ঘটনার কথা পুলিশকে জানাতে কেউ সাহস করেনি। দু’দিন পর বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ দীনবন্ধু সিং সর্দারের দেহ উদ্ধার করে। মহেন্দ্ররই দাদা মহেশ্বর সিং সর্দারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মহেন্দ্রকে গ্রেফতার করে। সুবোধবাবু আরও জানিয়েছেন, মহেন্দ্র খুনের কাজে ব্যবহার করা কুঠারটির সন্ধান পুলিশকে দিয়েছিল। আদালতে সে খুনের কথা স্বীকারও করেছে।

দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের
পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। বৃহস্পতিবার সকালে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, নলহাটি থানার গোপালপুর গ্রামের কাছে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সামসুর জামান (৩৮) নামে এক যুবকের। বাড়ি নলহাটি থানার গোপালপুরে। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে রাস্তার ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় মোড়গ্রামমুখী একটি ট্রাক যুবকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। অন্য দিকে, বুধবার রাতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্বপন মাহাতো (২৭ ) নামে পুরুলিয়ার বোরো থানার জয়পুর গ্রামের আর এক যুবকের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় মোটরবাইকে করে স্বপনবাবু তাঁর বন্ধু মানস সিং সর্দারকে নিয়ে হিড়বাঁধ থানার এলোড়া গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। রাত ১০টা নাগাদ মানবাজার-বাঁকুড়া রাস্তায় পুঞ্চা থানার পায়রাচালি গ্রামের অদূরে দুই যুবক রাস্তায় পড়ে রয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, স্বপনবাবুদের বাইকের সামনের অংশ ভেঙে গিয়েছে। মনে হয়, উল্টো দিক থেকে আসা কোনও গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় এমনটা হয়েছে। মানস সিং সর্দারকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করানো হয়েছে।

ধান কেনা নিয়ে বিক্ষোভ
ধান দাম পাচ্ছেন না। তার প্রতিবাদে পুরুলিয়া জেলাশাসকের দফতরের
সামনে ধান পোড়ালেন বিক্ষোভকারীরা। ছবি: সুজিত মাহাতো।
চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে পর্যাপ্ত পরিমাণে ধান কেনার দাবিতে বৃহস্পতিবার পুরুলিয়া জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল এসইউসি-র কৃষক সংগঠন কৃষক ও খেত মজুর সংগঠন। এ দিন প্রতীকি প্রতিবাদ হিসেবে সংগঠনের কর্মীরা রাস্তার উপর ধান পোড়ান। সংগঠনের পক্ষ থেকে রঙ্গলাল কুমারের অভিযোগ, “রাজ্য সরকার ব্লকে-ব্লকে চাষিদের কাছ থেকে ধান কেনার কথা বললেও বাস্তবে সেই কর্মসূচি পালিত হচ্ছে না। প্রশাসনের কাছে একাধিক বার গ্রাম পঞ্চায়েত এলাকায় চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার দাবি জানালেও, সেই কাজ শুরু করা হয়নি।” তাঁর আরও অভিযোগ, সুবিধাজনক প্রক্রিয়াতে রাজ্য সরকার সহায়ক মূল্যে ধান না কেনায়, চাষিরা ধান বিক্রি করতে পারছেন না। টমেটো চাষ করেও দাম মিলছে না বলে তাঁদের অভিযোগ। জেলাশাসক অবনীন্দ্র সিংহ বলেন, “প্রত্যাশিত গতিতেই ধান কেনার কাজ চলছে।”

খুকরি উদ্ধার, দাবি পুলিশের
তান্ত্রিকের মন্দিরের কাছ থেকে একটি খুকরি পাওয়া গিয়েছে বলে দাবি করল পুলিশ। শালতোড়ার কোলাকুড়ি গ্রামে মন্দিরের কাছে একটি জোড়ের পাশ থেকে বুধবার রাতে খুকরিটি পাওয়া গিয়েছে। জেলা পুলিশের এক কর্তা জানান, ওই খুকরিটি দিয়ে শিশুটিকে খুন করা হয়ে থাকতে পারে। শ্মশানের মাটি খুঁড়ে একটি শিশুর দেহাংশও মিলেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দেহাংশটি তান্ত্রিকের মন্দির থেকে উদ্ধার করা শিশু মুণ্ডটির হতে পারে। খুকরি ও দেহাংশটি ফরেনসিক পরীক্ষা করতে পাঠানো হবে। বৃহস্পতিবার চেষ্টা করেও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিনও তান্ত্রিক লক্ষ্মীকান্ত কর্মকারকে পুলিশ আধিকারিকরা জেরা করেন। কিন্তু সে বার বারই জানিয়েছে, শিশুটিকে খুন করার ব্যাপারে কিছু জানে না। স্থানীয় লোকজন তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। রবিবার দুপুরে ওই তান্ত্রিকের মন্দিরের ভিতরে সদ্যোজাতের কাটা মুণ্ড পাওয়া গিয়েছে বলে বাসিন্দারা পুলিশের কাছে খবর পাঠান। নর বলি দেওয়ার অভিযোগে বাসিন্দারা তাকে মারধর করেন। পুলিশ গিয়ে গ্রেফতার করে।

দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এত যুবকের। মৃতের নাম স্বপন মাহাতো (২৭ )। বাড়ি বোরো থানার জয়পুর গ্রামে। বুধবার সন্ধ্যায় মোটরবাইকে করে স্বপনবাবু তাঁর বন্ধু মানস সিং সর্দারকে নিয়ে হিড়বাঁধ থানার এলোড়া গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। রাত ১০টা নাগাদ মানবাজার-বাঁকুড়া রাস্তায় পুঞ্চা থানার পায়রাচালি গ্রামের অদূরে দুই যুবক রাস্তায় পড়ে রয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। স্বপনবাবুদের বাইকের সামনের অংশ ভেঙে গিয়েছে। উল্টো দিক থেকে আসা কোনও গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় এমনটা হয়েছে। তাঁর বন্ধুকে বাঁকুড়া ভর্তি করানো হয়েছে।

ছাত্রের অপমৃত্যু
নির্মীয়মান বাড়ির চাঙড় খসে মৃত্যু হল একাদশ শ্রেণির এক স্কুল ছাত্রের। মৃতের নাম সুজয় পাণ্ডে (১৭)। বাড়ি পাড়া থানার চালুনিয়া গ্রামে। সে স্থানীয় নডিহা হাইস্কুলে পড়াশোনা করত। বুধবার সন্ধ্যায় গ্রামে সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় বেরিয়ে একটি নির্মীয়মান বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল সুজয়। সেই সময়ই তার মাথায় চাঙড় ভেঙে পড়ে। পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

ফুল ও বইমেলা
ছবি: উমাকান্ত ধর।
শুরু হল রাইপুর ব্লক ফুল ও বইমেলা। বৃহস্পতিবার রাইপুর সবুজ সঙ্ঘের মাঠে এই মেলা শুরু হয়েছে। এ বার এই মেলা অষ্টম বর্ষের। মেলা চলবে রবিবার পর্যন্ত। এলাকার চাষিদের কৃষিজ ফসল ও ফুল মেলায় প্রদর্শিত হচ্ছে। মেলার স্টল গুলিতে বইপত্রও রয়েছে। মেলার মূল মঞ্চে সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রয়েছে নানা প্রতিযোগিতাও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.