নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
খুচরো ঝামেলা নয়, হেলমেট পরে সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ নয়, এ বার একেবারে খুনের হুমকি দেওয়া হল আম্পায়ারকে! তেড়ে যাওয়া হল ব্যাট উঁচিয়ে। আর এ সব কাণ্ড হল বৃহস্পতিবার লিগের পশ্চিমবঙ্গ পুলিশ বনাম পোর্ট ট্রাস্ট ম্যাচে। আম্পায়ারদের রিপোর্টে পরিষ্কার লেখা হয়েছে: ‘মাঠে আমাদের খুনের হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ক্রিকেটার। গালিগালাজও করেছে।’ দুই আম্পায়ার শান্তনু দে এবং কণাদ দাশগুপ্তকে এ নিয়ে প্রশ্ন করা হলে তাঁরা বলেন, “যা বলার সিএবি-কে বলেছি। বাইরে মুখ খুলতে আমাদের বারণ করা হয়েছে।”
এ দিন পুলিশ মাঠে সকাল থেকে ঝামেলা চলছিল পুলিশের ক্রিকেটার এবং আম্পায়ারদের মধ্যে। যা চরমে ওঠে পুলিশের ব্যাটসম্যান সন্দীপ দাসের আউটকে ঘিরে। অভিযোগ, কট বিহাইন্ড দেওয়ার পর-পরই আম্পায়ার শান্তনু দে-র সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন সন্দীপ। তেড়ে যান ব্যাট উঁচিয়ে। প্রত্যক্ষদর্শীদের কথায়, এর পরই ব্যাটসম্যান খুনের হুমকি দেন আম্পায়ারকে। যার জেরে ঘণ্টাখানেকের জন্য ম্যাচ বন্ধ রাখতে হয়।
আম্পায়ারদের রিপোর্ট সিএবি-তে জমা পড়ার পর থেকেই শুরু হয়ে যায় ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। পুলিশের তরফ থেকে আম্পায়ারকে খুনের হুমকি দেওয়ার কথা অস্বীকার করে পুলিশ কোচ অরুণ দাস আবার বলছেন, “সন্দীপ মোটেই খুনের হুমকি দেয়নি। কথা কাটাকাটি হয়েছে। আম্পায়াররা যদি এ রকম রিপোর্ট দেন, তা হলে আমরাও পাল্টা উত্তর দেব সিএবি-কে।” খবর যা, অভব্য আচরণের জন্য নির্বাসনের মুখে পড়তে চলেছেন সন্দীপ দাস। সিএবি-র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অমিয় আঢ্য বললেন, “দুই থেকে তিন ম্যাচের নির্বাসন হতে পারে।” ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশ হারে ৩০ রানে। |