ক্রেস্পোর সঙ্গে খেলা হবে না ভাইচুংয়ের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রিমিয়ার লিগ সকার না আই লিগ? দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ভাইচুং ভুটিয়া শিলংয়ে তাঁর নিজের ক্লাব ইউনাইটেড সিকিমের হয়েই নেমে পড়লেন। ১-২ পিছিয়ে পড়া দল জিতল ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে। তবে পি এল এসে তাঁর বারাসতের হয়ে খেলা হচ্ছে না। বারাসতের কর্তারা আশায় ছিলেন, ভাইচুং তাঁদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পাশাপাশি মাঠে নামবেন। ক্রেস্পোর সঙ্গে খেলবেন। তবে এ দিন ভবানীপুরের বিরুদ্ধে ভাইচুং খেলতে নেমে যাওয়ায় তাঁর খেলা হবে না পি এল এসে। আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “আই লিগের দুটি ডিভিশনে খেলা কোনও ফুটবলারই পি এল এসে খেলতে পারবে না।” ভাইচুংয়ের অবশ্য বারাসত দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে কোনও সমস্যা নেই। এ দিন আই লিগ দ্বিতীয় ডিভিশনে কালীঘাট মিলন সঙ্ঘ ২-১ হারিয়ে দিল এরিয়ানকে।
|
গোথিয়া কাপের খোঁজে কলকাতা পুরসভা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গোথিয়া কাপ-সহ বিদেশের টুর্নামেন্টে ফের ফুটবল দল পাঠাতে চায় কলকাতা পুরসভা। দল গড়তে ৬-১৭ ফেব্রুয়ারি মহমেডান মাঠে হবে বিবেকানন্দ কাপ। অনূর্ধ্ব ১৫ এই টুর্নামেন্টে খেলবে ১৬টি স্কুল। বৃহস্পতিবার পুরভবনের সাংবাদিক সম্মেলনে মেয়র শোভন চট্টোপাধ্যায় বললেন, “গোথিয়া কাপে কলকাতা পুরসভা চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা আবার বিদেশে দল পাঠাব। সেই লক্ষ্যেই স্বামী বিবেকানন্দর সার্ধ শতবর্ষ উপলক্ষে এই স্কুল টুর্নামেন্ট করছি। প্রাক্তন নামী ফুটবলারদের স্পটার করা হয়েছে ফুটবলার বাছার জন্য।” বয়সভিত্তিক এই টুর্নামেন্টে যাতে বেশি বয়সের ফুটবলার খেলতে না পারে, সে জন্য কড়া নজর রাখা হবে। মেয়র পরিষদ দেবাশিস কুমার বললেন, “ফাইনালের দিন প্রাক্তন ফুটবলাররা নিজেদের মধ্যে একটি প্রীতি ম্যাচ খেলবেন।” এ দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিমাই গোস্বামী, মানস ভট্টাচার্য, বিদেশ বসু, কম্পটন দত্তর মতো ফুটবলাররা।
|
কলকাতার তিন ক্লাবের পিছনে সালগাওকর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
করিম বেঞ্চারিফার সালগাওকরকে গোলশূন্য আটকে দিল পৈলান অ্যারোজ। ফলে গত বারের চ্যাম্পিয়নরা এ বারের এক নম্বর ডেম্পোর থেকে ১০ পয়েন্ট পিছনে রইল। করিমদের পয়েন্ট ৩০। পৈলান সুবিধা করে দিল কলকাতার তিন দলেরই। সেই সঙ্গে চার্চিলেরও। ইস্টবেঙ্গল (৩৪), মোহনবাগান (৩৩), প্রয়াগ ইউনাইটেড (৩২)-- সবাই সালগাওকরের আগে। আর চার্চিল (৩৩) পয়েন্টে রয়েছে মোহনবাগানের ঠিক পরেই। এ দিন তারা ১-০ হারাল এয়ার ইন্ডিয়াকে। তিন পয়েন্ট নেওয়ার জায়গায় চলে এসেছিল বরং পৈলানই। ইনজুরি টাইমে অজয় সিংহ একটুর জন্য অঘটন ঘটাতে ব্যর্থ হন। তবে চিডি-সুয়েকা-ইসফাকদের সালগাওকরকে আটকে দেওয়া যথেষ্ট কৃতিত্বের।
|
বধির ক্রিকেটে জয়ী ঝাড়খণ্ড
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর-আসানসোল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ দ্য ডিফ আয়োজিত তৃতীয় পূর্বাঞ্চল বধিরদের ক্রিকেট প্রতিযোগিতার প্রথম দিনের এমএএমসি মাঠের খেলায় জয়ী হল ঝাড়খণ্ড। তারা ২৬ রানে অসমকে হারায়। ঝাড়খণ্ডের রাজীব রঞ্জন সিংহ ৪৬ বলে ৬৮ রান করেন। অন্য দিকে, ক্লাব স্যান্টোস মাঠের খেলায় বাংলা ৭১ রানে ওডিশাকে হারায়। প্রথমে ব্যাট করে বাংলা ২৩৭ রান তোলে। জবাবে ওডিশার ইনিংস ১৬৬ রানে শেষ হয়ে যায়।
|
অনূর্ধ্ব ১৪ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রাজ্য অনূর্ধ্ব ১৪ ক্রিকেটের ফাইনালে উঠল বর্ধমান। পুরুলিয়ার মানভূম স্টেডিয়ামের সেমি ফাইনালে বর্ধমান ৫ রানে হারিয়েছে শিলিগুড়িকে। বর্ধমান করে ৪৩ ওভারে ১৩৮। অভিষক তামাং করে ৩৩। শিলিদুড়ি করে ৪২. ৫ ওভারে ১৩৩। ৭ ফেব্রুয়ারি বর্ধমানকে ফাইনাল খেলতে হবে কলকাতার তালতলা মাঠে। |