ক্রিকেট ভালবাসেন। বিচারপতি হিসেবে সব সময়েই সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছেন বলে জানিয়ে গেলেন অশোককুমার গঙ্গোপাধ্যায়। আজ টু-জি মামলায় কেন্দ্রকে বিপাকে ফেলে দেওয়ার মতো রায় দিয়েছেন অশোককুমার ও বিচারপতি জি এস সিঙ্ঘভি। এ দিনই সুপ্রিম কোর্টের বিচারপতির পদ থেকে অবসর নিলেন তিনি। |
১৯৭২-এ কলকাতা হাইকোর্টে ওকালতি শুরু করেন অশোককুমার। ১৯৯৪-এ কলকাতা হাইকোর্টে যোগ দেন স্থায়ী বিচারপতি হিসেবে। সামলেছেন ওড়িশা ও মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বও। ২০০৮-এ সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন।
বৃহস্পতিবার তাঁর অবসর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছিল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। অশোকবাবু জানালেন, তিনি নিশ্চিন্ত। আজ কোনও ‘স্পেশাল লিভ পিটিশনে’র মর্মোদ্ধার করতে হবে না।
বিকেলে নিজের আর্দালি অশোকের হাতে তুলে দিয়েছেন বিচারপতির পোশাক। জল এসেছিল আর্দালির চোখে। নিজের বক্তৃতায় এই ঘটনাও উল্লেখ করেছেন অশোককুমার। জানালেন, বিচারপতি হিসেবে তাঁর ইনিংস শেষ। কেমন খেলেছেন সে বিচার করবেন অন্যরা।
বৃহস্পতিবারে টু-জি মামলার রায়দানকারী বেঞ্চের অন্য সদস্য বিচারপতি জি এস সিঙ্ঘভি। ওকালতি শুরু অশোককুমারের এক বছর আগে, রাজস্থান হাইকোর্টে। রাজস্থান হাইকোর্টের বিচারপতি হন ১৯৯০ সালে। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। ২০০৭ সালে যোগ দেন সুপ্রিম কোর্টের বিচারপতির পদে। বিচারপতি সিঙ্ঘভির ইনিংসে বাকি আরও প্রায় দু’বছর। ২০১৩ সালের ১২ ডিসেম্বর অবসর নেওয়ার কথা তাঁর। |