বকেয়া মেটাল বোলপুর পুরসভা |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা বকেয়া বিদ্যুৎ বিলের মধ্যে ৩ লক্ষ টাকা জমা দিল তৃণমূল পরিচালিত বোলপুর পুরসভা। শান্তিনিকেতন গ্রুপ ইলেকট্রিক সাপ্লাই দফতরের স্টেশন ম্যানেজার মহম্মদ সোহেল হাসান বলেন, “বৃহস্পতিবার ৩ লক্ষের কিছু বেশি টাকার চেক জমা দিয়েছেন বোলপুর পুরসভা কর্তৃপক্ষ। ২০০৮ সালের অগস্ট মাস পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিলের টাকা মিটিয়েছেন। ওই বছরের সেপ্টেম্বর থেকে বাকি বিল বকেয়া আছে।”
বিদ্যুৎ বিল না মেটানোয় হুঁশিয়ারির মুখে পড়েছিল রামপুরহাট ও বোলপুর পুরসভা। যদিও রামপুরহাট পুরসভা ভবনের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে অবশ্য ১৬ দিনের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিলের ৫ লক্ষ টাকা মিটিয়ে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেওয়ায় সেই সংযোগ জুড়ে দেওয়া হয়েছে।
বোলপুর পুরসভার ১৯টি ওয়ার্ড। পথবাতি, ঘরেঘরে এবং পাড়ায় পানীয় জল সরবরাহ, প্রশাসনিক ভবন-সহ একাধিক কাজে বিদ্যুৎ ব্যবহার করে পুরকর্তৃপক্ষ। বড় এলাকা হওয়ায় শান্তিনিকেতন গ্রুপ সাপ্লাই দফতর ছাড়াও বোলপুর গ্রুপ সাপ্লাই দফতরও বিদ্যুৎ সরবরাহ করে পুর-এলাকায়। ২০০৭ সাল থেকে এখনও পর্যন্ত বোলপুর পুরসভার বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১ কোটি ৫৪ লক্ষ টাকা বাকি ছিল। যার মধ্যে শান্তিনিকেতন গ্রুপ সাপ্লাই দফতর থেকে সরবরাহ করা বিদ্যুৎ বিলের এক কোটির বেশি টাকা বকেয়া ছিল। আর প্রায় ৩৪ লক্ষ টাকা বকেয়া রয়েছে বোলপুর গ্রুপ সাপ্লাই থেকে সরবরাহ বিদ্যুৎ বিলের।
মহম্মদ সোহেল হাসান ও বোলপুরের স্টেশন ম্যানেজার আব্দুল গফফ্র জানান, বিষয়টি নিয়ে বৈঠক চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বোলপুর পুরপ্রধান সুশান্ত ভকত বলেন, “বাকি বিল নিয়ে পুরসভায় বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
|