টুকরো খবর |
ক্ষতিপূরণের দাবি, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
আত্মঘাতী কৃষকদের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া-সহ নানা দাবিতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল এসইউসি-র কৃষক সংগঠন। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে প্রায় ঘণ্টা দুয়েক ওই সংগঠনের সদস্যেরা সিউড়ির জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান। সংগঠনের জেলা নেতা মানস সিংহ বলেন, “ধান বিক্রি না করতে পেরে রাজ্যে যে সব চাষি আত্মঘাতী হয়েছেন, আমরা তাঁদের পরিবারকে দু’লক্ষ টাকা করে দেওয়ার দাবি জানাচ্ছি। এ ছাড়া প্রতিটি পঞ্চায়েত এলাকায় অন্তত একটি করে ধান কেনার কেন্দ্র খুলতে হবে।” বিক্ষোভ প্রদর্শনের আগে চাঁদমারি মাঠ থেকে সংগঠনের কর্মীরা মিছিল করে জেলাশাসকের দফতরে আসেন। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, “চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার চেষ্টা করা হচ্ছে।”
|
শৌচাগারের দাবি |
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
বীরভুম-মুর্শিদাবাদ জেলার সংযোগস্থল ময়ুরেশ্বরের রামনগর বাজার এলাকা। রয়েছে হিমঘর, আলু, ধান কেনাবেচার আড়ত। রয়েছে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানও। সপ্তাহে দু’দিন হাটও বসে। কিন্তু এখানে নেই কোন শৌচাগার। ফলে চরম অস্বস্তিতে পড়তে হয়। বিশেষত এলাকার মহিলাদের। প্রশাসনকে এই ব্যাপারে জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা তথা সংশ্লিষ্ট উলকুণ্ডা পঞ্চায়েতের সদস্য তৃণমূলের রামমোহন প্রামাণিক জানান, সমস্যার কথা বারবার ব্লক প্রশাসনকে জানানো হলেও কোন সমাধান হয়নি। কিন্তু ময়ুরেশ্বর ২ নম্বর ব্লকের বিডিও বাবুলাল মাহাতো জানান, জায়গার অভাবে ওই এলাকায় শৌচাগার তৈরি করা যায়নি। উপযুক্ত জায়গা পেলেই শৌচাগার নির্মাণের আশ্বাস দিয়েছেন তিনি।
|
স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
চাষের মরসুমে সঠিক মূল্যে রাসায়নিক সার সরবরাহ, সহায়ক মূল্যে সরাসরি চাষিদের কাছ থেকে ধান ক্রয়, ৫০ পয়সা প্রতি ইউনিট দরে চাষে বিদ্যুৎ সরবারাহ, ভুয়ো বিল বাতিল করে সঠিক বিল তৈরি-সহ মোট ১৯ দফা দাবিতে বুধবার অতিরিক্ত জেলাশাসক এবং জেলা বিদ্যুৎ বিভাগের ডিভিশন্যাল ম্যানেজারকে স্মারকলিপি দিলেন জেলা বৈদ্যুতিক স্যালো সাবমার্সিবল কৃষিজীবী অ্যাসোসিয়েশনের সদস্যেরা। অতিরিক্ত জেলাশাসক অমিতাভ সেনগুপ্ত এবং বিদ্যুৎ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র সন্দীপ মাঝি দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
|
মন্দিরে চুরি |
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
|
ছবি: অনির্বাণ সেন। |
একই রাতে পর পর তিনটি মন্দিরের দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে সাঁইথিয়ার মুরাডিহি কলোনির এই ঘটনায় এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ, মন্দিরের দরজা ভেঙে দুষ্কৃতীরা দেবদেবীর অলঙ্কার ও বাসনপত্র চুরি করে নিয়ে পালিয়েছে। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পুলিশ জানিয়েছে, কোনও অভিযোগ জমা পড়েনি। স্থানীয় বাসিন্দারা জানান, মুরাডিহি কলোনির পাহাড়ি বাবার আশ্রমের শিব মন্দির, একটি শনি মন্দির ও কালী মন্দিরে এই চুরির ঘটনা ঘটেছে।
|
প্রতিযোগিতা |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাট পুরসভার উদ্যোগে বৃহস্পতিবার রামপুরহাট রক্তকরবী মঞ্চে হয়ে গেল যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা। যুব সংসদ প্রতিযোগিতায় রামপুরহাট শহরের সাতটি হাইস্কুলের মধ্যে তিনটি স্কুল যোগ দিয়েছিল বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
|
যুবকের ঝুলন্ত দেহ |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে দুবরাজপুর পুরসভা এলাকার ১২ নম্বর ওয়ার্ডে তাঁর বাড়ি থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম অভিজিৎ চট্টোপাধ্যায় (৩০)। পুলিশ জানায়, দেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
|
শিক্ষিকার দেহ উদ্ধার |
এক শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বিকালে বহরমপুরের গোরাবাজার এলাকার একটি বাড়ি থেকে দেহ উদ্ধার হয়। মৃতের নাম আলোকিতা বিশ্বাস (৩২)। বাড়ি বোলপুরে। তিনি বহরমপুরের মাঝেরপাড়া হাইস্কুলের ইংরেজির শিক্ষিকা। মাস দশেক আগে জঙ্গিপুরের একটি হাইস্কুলের শিক্ষক দীপক বিশ্বাসের সঙ্গে তার বিয়ে হয়। পুলিশ জানায়, ওই শিক্ষিকার ঘর থেকে পাওয়া চিরকুটে লেখা রয়েছে, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়।” ওই মহিলার পিসতুতো দাদা শুভেন্দু মণ্ডল বলেন, “ও কেন আত্মঘাতী হল বুঝতে পারছি না।” |
|