টুকরো খবর
গাঁজা-সহ দুই দুষ্কৃতী গ্রেফতার বসিরহাটে
গাঁজা-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় কালু ওরফে ফজলু মণ্ডল এবং রজ্জাক মণ্ডল নামে ওই দুই দুষ্কৃতীকে বসিরহাটের ময়লাখোলা এলাকা থেকে ধরা হয়। তাদের বাড়ি বাদুড়িয়ার শ্রীধরকাটি গ্রামে। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে সাড়ে ৬ কেজি গাঁজা মিলেছে। তাদের বিরুদ্ধে কয়েকটি ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। বেশ কিছু দিন ধরেই তাদের খোঁজা হচ্ছিল। তাদের জেরা করে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত বাকিদের খোঁজ চলছে। অন্য দিকে, রবিবার সকালে উত্তর ২৪ পরগনার ঘোড়ারস এবং মালতিপুর স্টেশনের মধ্যে রেললাইনের ধারে পড়ে থাকা এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ। রেল পুলিশ জানায়, মৃতের নাম জাবেদ মোল্লা (৭২)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানার চন্ডীরহাট এলাকায়। তাঁর পকেট থেকে একটি পরিচয়পত্র মিলেছে। যে এলাকা থেকে দেহটি মেলে, তিনি সেখানকারই একটি মেছোভেড়িতে কাজ করতেন। প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, কুয়াশায় জন্য দেখতে না পেয়ে তিনি চলন্ত ট্রেনের সামনে পড়ে যান। এ দিন সকালে দেহটি দেখেন স্থানীয় বাসিন্দারা।

বনগাঁয় দুর্ঘটনা, মৃত্যু দু’জনের
নিজস্ব চিত্র।
একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। জখম হন ওই গাড়ির এক শিশু-সহ ৬ যাত্রী। রবিবার সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বনগাঁর কালুপুরের কাছে যশোহর রোডে। মৃতদের নাম মনোজ চৌহান (৩৫) ও বালি চৌহান (৩৬)। তাঁরা বিহারের বাসিন্দা। স্থানীয় সুন্দরপুরের একটি ইটভাটায় তাঁরা কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের দিঘা এলাকা থেকে ১৫ জন যাত্রী নিয়ে গাড়িটি বনগাঁ শহরের দিকে আসছিল। বনগাঁর দিক থেকে গাইঘাটার দিকে যাচ্ছিলেন ওই দুই বাইক-আরোহী। দু’টি গাড়িই দ্রুত গতিতে যাচ্ছিল। কালুপুর জোড়াসাঁকোর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ওই গাড়িতে ধাক্কা মারে। দুই বাইক আরোহী ছিটকে পড়েন। গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। স্থানীয় বাসিন্দারা গাড়ির আহত যাত্রীদের বের করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে পুলিশ যায়। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। পুলিশ দেহ দু’টি ময়না-তদন্তে পাঠায়।

গণপিটুনিতে মৃত্যু যুবকের
ধানখেত থেকে শ্যালো মেশিন চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। জখম হয় তার সঙ্গী। তাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে গণপিটুনির ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাশীপুর থানা এলাকার ঘোষ বানিয়াড়া গ্রামে। মৃতের নাম আলকেশ মোল্লা (৩২)। বাড়ি ভাঙড়ের ফুলবাড়ি গ্রামে। পুলিশ জানায়, আলকেশের বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ রয়েছে থানায়। সে পলাতক ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে ৩টে নাগাদ ওই এলাকার চাষিরা খেতে কাজ করতে গিয়েছিলেন। শ্যালো মেশিনটি যে ঘরে রয়েছে, সেখানে তাঁরা আওয়াজ শুনতে পান। ওই ঘরে গিয়ে তাঁরা আলকেশ ও তাঁর সঙ্গী সন্দেশখালির নলকোড়া রাজবাড়ি গ্রামের বাসিন্দা আবু জাফর গাজিকে দেখতে পান। দু’জনে শ্যালো মেশিন চুরি করতে ঢুকেছে, এই অভিযোগ তুলে শুরু হয় মার। কিছু ক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে। জিরেনগাছা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আলকেশের। বছর উনিশের আবু জাফরকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে পরে তাকে গ্রেফতার করা হয়।

চড়ুইভাতিতে গোলমাল, লাঠি
বাগনানে পুলিশের লাঠি। ছবু: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়।
চড়ুইভাতি করতে যাওয়া কিছু যুবকের সঙ্গে হাতাহাতি বাধল পুলিশের। রবিবার বাগনানের নাওপালা এলাকার ঘটনা। নববর্ষ উপলক্ষে কোলাঘাট ও নাওপালায় অসংখ্য মানুষ চড়ইভাতি করতে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, নাওপালায় রূপনায়ারণের তীরে বাগনান থেকে একটি দলের কিছু যুবকের সঙ্গে বিকেল ৩টে নাগাদ গোলমাল বাধে ব্যারাকপুর থেকে আসা অন্য একটি দলের। দু’পক্ষের কয়েক জন মদ্যপ ছিলেন বলে পুলিশের দাবি। স্থানীয় সূত্রের খবর, পুলিশকর্মীরা ছাড়াতে গেলে তাঁদের উপরে বাগনানের কয়েক জন যুবক চড়াও হন। পুলিশ তখন লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনার জেরে চড়ুইভাতি করতে যাওয়া অনেকেই ভয়ে পালিয়ে যান। হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ) রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “নাওপালায় একটা গোলমাল হয়েছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কোনও পক্ষই কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ করেনি। সাময়িকভাবে বিঘ্ন ঘটলেও সন্ধ্যা পর্যন্ত চড়ুইভাতি হয়েছে।” লাঠি চালানোর কথাও অস্বীকার করেছেন পুলিশ সুপার। পুলিশ কাউকে গ্রেফতারও করেনি।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধূলা বনগাঁয়
স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষে বনগাঁর বক্সি পল্লির ইয়ংবেঙ্গল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে চার দিন ব্যাপী সাস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার সকালে রোড রেসের মাধ্যমে উৎসবের সূচনা হয়। স্থানীয় কালুপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে থেকে ক্লাবের মাঠ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রোড রেসে প্রথম হন বসন্ত চৌধুরী, দ্বিতীয় পিন্টুকুমার অধিকারী এবং তৃতীয় বিকাশ চৌধুরী। ক্লাবের মাঠে বৃক্ষরোপণ হয়। উদ্বোধন করেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস। ক্লাব ভবনে একটি গ্রন্থাগার চালু করা হয়। স্বামী বিবেকানন্দের ছবি দিয়ে ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

‘স্বস্তি’র বার্ষিক উৎসব অশোকনগরে
অশোকনগরের সাংস্কৃতিক সংস্থা ‘স্বস্তি’র আট দিন ব্যাপী বার্ষিক উৎসব শেষ হল রবিবার। স্থানীয় শ্যামাপ্রসাদ অ্যাভিনিউতে আয়োজিত ওই উৎসবের উদ্বোধন করেন অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী রুমকি চট্টোপাধ্যায়। উৎসবে একটি বইয়ের স্টল করা হয়েছিল। ছিল নানা বিষয়ের উপরে সাংস্কৃতিক প্রতিযোগিতা। স্কুল পড়ুয়াদের ইউনিফর্ম, ব্যাগ-সহ নানা সামগ্রী এবং টেস্ট পেপার দেওয়া হয়। দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এলাকার বিশিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়।

দুষ্কৃতী ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। শনিবার রাতে স্থানীয় দু’নম্বর রেলগেট এলাকা থেকে ফরিদ মণ্ডল নামে ওই দুষ্কৃতীকে ধরা হয়। তার বাড়ি গোপালনগরের সাতবেড়িয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল এবং একটি দেশি বন্দুক-সহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে চুরি, ডাকাতি-সহ নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.