নিম্ন মানের সরঞ্জাম দিয়ে রাস্তা মেরামতি হচ্ছে, এই অভিযোগ তুলে রবিবার সকালে প্রায় দু’ঘণ্টা দেগঙ্গার কাউকেপাড়ার কাছে ড্রাম ফেলে, বেঞ্চ পেতে টাকি রোড অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। বছরের প্রথম দিন এই অবরোধের জেরে নাকাল হন সাধারণ মানুষ। পিকনিক করতে যাওয়া বহু গাড়ি আটকে পড়ায় উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।
দীর্ঘদিন ধরেই বেহাল বসিরহাটের ত্রিমোহনী থেকে বারাসত পর্যন্ত প্রায় ৪৪ কিলোমিটার লম্বা টাকি রোড ভাগে ভাগে সংস্কারের কাজ শুরু হয়েছে সম্প্রতি। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ত দফতরের দু’টি ডিভিশন ওই কাজ করছে। ত্রিমোহনী থেকে দেগঙ্গার বেড়াচাঁপা পর্যন্ত রাস্তাটির ২৫ কিলোমিটার পূর্ত দফতরের বসিরহাট ডিভিশনের অধীন। সেই রাস্তাটিতে সংস্কারের কাজ হচ্ছে। কিন্তু সেখানেই নিম্ন মানের সরঞ্জাম দিয়ে কাজ হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কাউকেপাড়ার বাসিন্দারা।
এ দিন সকাল ১০টা নাগাদ শুরু হয় অবরোধ। পুলিশ গিয়ে অভিযোগের তদন্ত না হওয়া পর্যন্ত ঠিকাদারকে রাস্তার কাজ বন্ধ রাখতে বলা হবে বলে প্রতিশ্রুতি দেওয়ায় অবরোধ ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, ভাল ভাবে মেরামতির জন্য সরকার টাকা দিচ্ছে। কিন্তু অযোগ্য ঠিকাদার নিম্ন মানের সরঞ্জাম দিয়ে কাজ করছেন। সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজনকে বলা সত্ত্বেও কাজ হচ্ছে না। এ দিন বিক্ষোভে সামিল দেগঙ্গা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তৃণমূলের মিয়ারাজ বৈদ্য বলেন, “নিয়ম মেনে কাজ হচ্ছে না। তার বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে অবরোধ।” পূর্ত দফতরের বসিরহাট ডিভিশনের সহকারী বাস্তুকার তপন নস্কর বলেন, “তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” |