প্রস্তুতি শেষ। উন্মাদনা উদ্দীপনায় ভাসছে টেবিল টেনিসের শহর শিলিগুড়ি। বুধবার, ৩ জানুয়ারি শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হতে চলেছে জাতীয় যুব টেবল টেনিস প্রতিযোগিতার আসর। আজ, সোমবার তার সূচনাতেই বর্ণাঢ্য র্যালিতে পথে হাঁটবে শিলিগুড়ির কচিকাঁচা টেবল টেনিস খেলোয়াড় থেকে ক্রীড়াপ্রেমী, ছাত্রছাত্রী, বাইরে থেকে প্রতিযোগিতায় অংশ নিতে আসা খেলোয়াড়রা সকলেই। থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। রবিবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। মন্ত্রী বলেন, “টেবিল টেনিসের আসরকে কেন্দ্র করে একটি মিনি ভারতবর্ষ হাজির হবে শিলিগুড়িতে। সে দিকে লক্ষ্য রেখে ইন্ডোর স্টেডিয়ামের সঙ্গে গোটা শিলিগুড়িকেই সাজিয়ে তোলা হয়েছে। যাতে টেবিল টেনিসের শহরকে একটা ভাল বার্তা বাইরে যায়। পাশাপাশি খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য আমরা পরিকাঠামোগত উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে।” এবারের টেবিল টেনিস প্রতিযোগিতার আসরে অনেকটা নতুনত্ব হাজির করাতে পেরেছেন উত্তরবঙ্গ টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। |
সংগঠনের কর্মকর্তা অর্জুন মান্তু ঘোষ বলেন, “এবারে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। স্টেডিয়াম সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। সকলের জন্য একদিন রাতে খাওয়ার আয়োজন হয়েছে। খেলোয়াড়দের মানসিক দিক থেকে চাঙ্গা রাখতে অবসরের একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে কলকাতার শিল্পীরা থাকবেন। এ ছাড়া খেলায় অংশগ্রহণ এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখে এবারে আমরা অভিভূত।” সংগঠন সূত্রে জানা গিয়েছে, ৩ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ছয় দিন ধরে প্রতিযোগিতা চলবে। বেশ কয়েকটি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল সহ ৩৮টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ৭০০ জন খেলোয়াড় অংশ নেবেন প্রতিযোগিতায়। ‘সিঙ্গলস’ ও ‘ডাবলস’ দুটি বিভাগেই প্রতিযোগিতা হবে। অবসরের দিন ৫ জানুয়ারি জোজো সহ শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। ওই দিন রাতে খাওয়ারের আয়োজন করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সাড়ে চার লক্ষ টাকার পুরস্কারের পাশাপাশি এবারই প্রথম লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। এবারে ওই সম্মান দেওয়া হবে কোচ ভারতী ঘোষকে। খেলার উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, প্রধান অতিথি হিসেবে থাকবেন ক্রীড়া মন্ত্রী মদন মিত্র, বাইচুং ভুটিয়া, শ্যাম থাপা। এদিন স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, ১২ টি টেবল টেনিস বোর্ড পেতে খেলার জায়গা তৈরি করা হয়েছে। দুটি মঞ্চ সহ গোটা স্টেডিয়াম সাদা, সবুজ রংয়ে সাজিয়ে তোলা হয়েছে। শৌচাগারগুলিও নতুন করে সংস্কার করা হয়েছে। |